নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

সন্তানকে খাইয়ে-পরিয়ে হৃষ্টপুষ্ট ও মোটাতাজা করাই যদি পিতৃত্বের সার্থকতা হয়, তবে শুকরের চেয়ে যোগ্য পিতা কেউ নয় ।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

সন্তানকে খাইয়ে-পরিয়ে হৃষ্টপুষ্ট ও মোটাতাজা করাই যদি পিতৃত্বের সার্থকতা হয়, তবে শুকরের চেয়ে যোগ্য পিতা কেউ নয় । সন্তানকে যেথায় খুশি যেতে দেওয়া-যা খুশি করতে দেওয়া যদি উদার মাতৃত্বের পরিচয় হয়, তবে গরু-ছাগলের মতো উদার মা কেউ নয়। (ঐশীর জ্ঞান) নৈতিকতা না শিখিয়ে সন্তানকে কেবল ইংলিশ মিডিয়ামে ভর্তি করা ও ক্লাবে পাঠানো যদি পিতামাতার জন্য গর্বের হয়, তবে নিহত পুলিশ দম্পতির চেয়ে গর্বিত পিতা-মাতা কেউ নয় । সন্তানকে শালীনতার দীক্ষা না দিয়ে শর্টকার্ট পোশাক পরানো এবং অবাধ যৌনতায় সম্মতি দেওয়া যদি আধুনিকতা হয়, তবে চতুষ্পদ জন্তুর চেয়ে আধুনিক কেউ নয়



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাইন রানা বলেছেন: প্রাণিজগতের প্রতিটি সদস্য তাঁর নিজ নিজ দায়িত্ব পালন করে। এখানে কোন প্রাণিকে অবজ্ঞা করা ঠিক নয়।

ইসলামে শুকুরের মাংস খাওয়া হারাম ঠিক তেমনি গুরুর মাংস খাওয়াও হারাম যদি সেটা নবী করিম (সঃ) এর সুন্নত অনুসারে জবাই না করে হত্যা করা হয়।

মানুষ খারাপ হলে জানোয়ারকে গালি দেয়া অনুচিত। মানুষ খারাপ হলে জানোয়ারের চেয়েও অদম হয় ভাল হলে ফেরেশতার চেয়েও ভাল হয়।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

পথহারা সৈকত বলেছেন: মানুষ খারাপ হলে জানোয়ারকে গালি দেয়া অনুচিত। মানুষ খারাপ হলে জানোয়ারের চেয়েও অদম হয় ভাল হলে ফেরেশতার চেয়েও ভাল হয়।


সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.