নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আর সিঙ্গাপুর কোন তফাৎ থাকবেনা যদি দূর্নীতি বন্ধ হয়

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

মোঃ শরিফুল আলম

আমি একজন প্রবাসী শ্রমিক

মোঃ শরিফুল আলম › বিস্তারিত পোস্টঃ

লন্ডন ল’ টিউটোরিয়াল : ব্যারিস্টারি কোর্সে ক্যারিয়ার

০৯ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৫২

ব্যারিস্টার হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় ক’জনের? কারণ ব্যারিস্টারি পড়াটা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে ধৈর্যেরও বটে। আপনি যদি ব্যারিস্টার হতে চান তাহলে আপনাকে পড়াশোনার দুটি ধাপ সম্পূর্ণ করতে হবে। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স যে কোনো পর্যায়ের শিক্ষার্থীই ব্যারিস্টারি পড়ার এই ধাপ দুটি করতে পারবেন। প্রথম ধাপটি হচ্ছে একাডেমিক। মূলত এখানে আপনাকে বার-এট-ল’র একাডেমিক স্টেজটি সম্পূর্ণ করতে হবে। সময় লাগবে অবস্থাভেদে ২-৩ বছর। যারা এসএসসি এবং এইচএসসি পাস তাদের প্রথমে করতে হবে এক বছর মেয়াদি এ-লেভেল কোর্স। এই কোর্সটি আপনি এলএলটি’র অধীনেই করতে পারবেন। এরপর দ্বিতীয় বছরে আপনি এলএলবি অনার্স (লন্ডন) করতে সক্ষম হবেন ইউনিভার্সিটি অব লন্ডনের সঙ্গে। অন্যদিকে যারা অনার্স/মাস্টার্স পাস তাদের একটু কম সময় লাগবে। কারণ, ইউনিভার্সিটি অব লন্ডন তাদের তিনটা বিষয় লাঘব করে দেবে। এক্ষেত্রে ৯টি বিষয় সম্পন্ন করলেই ওই শিক্ষার্থী একাডেমিক স্টেজ শেষ করতে পারবেন। ব্যারিস্টারি পড়ার দ্বিতীয় ধাপটি হচ্ছে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স। এই কোর্সটি শেষ করতে সময় লাগবে ৯ মাস এবং এই ৯ মাস শিক্ষার্থীকে লন্ডনে অবস্থান করতে হবে। এক্ষেত্রে যাবতীয় সহযোগিতা প্রদান করবে লন্ডন ল’ টিউটোরিয়াল। প্রথম ধাপটি সম্পন্ন করে কোনো শিক্ষার্থী যদি ভকেশনাল কোর্স করার জন্য লন্ডনে নাও যান, তবুও সে বাংলাদেশের কোর্টে প্রাকটিস করার যোগ্যতা অর্জন করতে পারবেন। পাশাপাশি বিসিএস ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন। আমাদের দেশে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যারিস্টারি কোর্স পড়াচ্ছে তাদের মধ্যে লন্ডন ল’ টিউটোরিয়াল প্রতিশ্রুতিশীল। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শিক্ষক আর শিক্ষার্থীদের পদচারণায় এখন মুখরিত এলএলটির ক্যাম্পাস। খায়ের ফাহিম, সেলিম, আমিনা, মইনুদ্দিন, মাহবুব এখানকার শিক্ষার্থী। কথা হলো তাদের সঙ্গে। তারা বললেন, ‘আমরা বেশ খুশি। এখানকার সব শিক্ষক খুবই আন্তরিক এবং অভিজ্ঞ। বিশেষ করে ডিম্পল ম্যাডাম, খালিদ স্যার এবং তানভির স্যারকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।’ প্রতিষ্ঠানটির পরিচালক কাজী রহমান মানিক। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বললেন ‘আমি খুবই গর্বিত। এক বছরের অক্লান্ত শ্রম আর একবুক স্বপ্ন আজ সার্থক হয়েছে। আমি লন্ডন ল’ টিউটোরিয়ালের শিক্ষার গুণগত মান অম্লান রাখব।’

সুযোগ-সুবিধা : বাংলাদেশ এবং ইউকে’র সমন্বিত শিক্ষা ব্যবস্থা; লন্ডনের বিভিন্ন কলেজে লেকচার দেয়া একঝাঁক তরুণ শিক্ষক; আন্তরিকতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে নতুন ব্যারিস্টারগণের লেকচার; প্রতি ১ ঘণ্টা লেকচারের পর আধঘণ্টা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান; প্রতি মাসেই শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষার ব্যবস্থা। এখানে উল্লেখ্য, ব্যারিস্টারি কোর্সের সব পরীক্ষাই অনুষ্ঠিত হবে ব্রিটিশ কাউন্সিলে। ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ ২৫ নভেম্বর। যোগাযোগ : বাসা # ১৪ (চতুর্থ তলা), সড়ক # ৭, ধানমন্ডি আবাসিক, ঢাকা। ফোন # ০১৯১৬-৯৩ ৪৪ ৮০, ০১৭৩২-৭০ ৩৬ ৪০।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.