নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

hello friends ami shehan. TechTunes Is My online Boss, i love TechTunes. My Blog http://www.TrueTips24.com

hello friends ami shehan.. My Blog http://www.TrueTips24.com

মো; ফরহাদ

মো; ফরহাদ › বিস্তারিত পোস্টঃ

শরীয়তমতে স্ত্রীকে আকৃষ্ট করতে ১০ টিপস

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

সব স্বামীরাই চান স্ত্রী তার প্রতি সব সময় আকৃষ্ট হোক। নিজেই থাকতে চান স্ত্রীর ভাবনার জগৎজুড়ে। প্রত্যাশা করেন, স্ত্রী একমাত্র তাকেই ভালোবাসবে মন উজাড় করে দিয়ে। কিন্তু সব স্বামীদের কপালে তা জোটে না।

তবে সামান্য কিছু বিষয়ে দৃষ্টি রাখলে স্ত্রীর ভালোবাসা ভালোবাসা অর্জন কোনো ব্যাপারই না। আসুন জেনে নেই এ ব্যাপারে ১০ টিপস। ইন্টারনেট অবলম্বনে লিখেছেন- মো: বাকীবিল্লাহ।
এক. স্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আলাপের সময় এ দিক সেদিক তাকাবেন না।

দুই. নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। সুগন্ধী ব্যবহার করুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসে।

তিন. স্ত্রীকে বিভিন্ন কাজে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়।

চার. তার বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলের প্রতি আকৃষ্ট হয়।

পাঁচ. একত্রে থাকাবস্থায় অন্য কারো সাথে ফোনালাপ পরিহার করার চেষ্টা করুন। এছাড়া স্ত্রীর সাথে ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।

ছয়. স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করুন, বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সব সময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল লাগা, প্রিয় জিনিস ইত্যাদি।

সাত. কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগত জানান। এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।

আট. তার সৌন্দর্যের প্রশংসা করুন। যেমন- তোমাকে খুব সুন্দর লাগছে। পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি।

নয়. স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন। যেমন- কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।

দশ. তাঁর ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। যেমন তোমাকে হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই ভালো হয়। তুমি অনেক পজিটিভ ইত্যাদি।

এসব বিষয়ের প্রতি মনোযোগী হলে স্ত্রী আপনার প্রতি ইতিবাচক হবে আকর্ষণ অনুভব করবে।
পূর্বে প্রকাশিত এখানে
ইসলামিক লাইফ স্টাইল সম্পর্কে জানতে এখানে জান

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১

অবিবাহিত ছেলে বলেছেন: কথায় যুক্তি আছে ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: জাইনা রাখলাম B-))


"আমার সারাটা দিন মেঘলা আকাশ" আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম শুধু ........ আরে ধূত সবইতো দিয়ে দিলাম /:)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

পোস্টটা পছন্দ হইছে :!> :#>

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

পোস্টটা পছন্দ হইছে :!> :#>

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

সায়েম মুন বলেছেন: গুড পোস্ট। তার মানে হইলো অফিসের বস থেকে শুরু--- বাড়ির মহারানী পর্যন্ত তেল মেরে চলতে হবে। এত তেল কই পাই। /:)

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

মরুবিজয় বলেছেন: ভাল্লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.