![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাস খেলা
গরীবে তাস খেলে ন্যাশনাল ব্রীজ
টুইন্টি নাইন স্পীডট্রাম লেম্বু।
গাছের নিচে জনশুন্যস্থানে অন্ধকার
ঘরে খিলদিয়ে বিড়ি টেনে হতাশা নিয়ে--
তাদেরকে বলা হয় জুয়ারী।।
ধনীরাও খেলে
খেলায় লাভ লছ আছে
ঊনত্রিশ ত্রিশেই গেম হয়।
দরজায় খিলনয় সাদাকাচের
জানালাখোলে,হেলেদুলে বেনসনের রিলাক্স মুডে-
কাটাকাটি,নিপুণ,চড়াচড়ি, ডায়েস,ওয়ান-টেন, ওয়ান-এইট,থ্রী কার্ড,নাইন কার্ড,ফ্লাশ আর রেমি।
ছবিযুক্ত তাস গুলো অনার্স কার্ড
ইশকা এখানেও রং,শুধু ঐ লোক গুলো থাকেনা
♠কেউ জুয়ারী বলেনা♠
©somewhere in net ltd.