![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়ে যাবো একদিন
উড়ে যাবো একদিন;তবে
বলাকা চিহ্নিত সাদা বিমানে নয় !
সবুজ বৃক্ষের বিবর্ণ পাতার মতো
শনির বুকে উড্ডীন-
ঈগল সদৃশ তীক্ষ্ণ ঠোঁটের
ধুসর রঙা কুড়া পাখির মতো....
মাল্টি কালার প্রজাপতি নীলটে কালো মাছি
বাতাসী মূহুর্তের মতো উড়ে যাবো একদিন !
রুপালি রঙের চোখ দুটোতে
দুই রত্তি করে দিয়ে যাবো;অশ্রু সদৃশ হীরের দানা !
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
শাহীন আহমদ রেজা বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।