| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাক রুদ্ব
হারিয়ে যাওয়া দুঃখ গুলো ফিরে পাওয়ার ইচ্ছা
একবার পিছু ফিরে দেখ,
দিগন্তটা এখোনো ফুরোয়নি|
একবার পিছু ফিরে দেখ,
মরুময় উদ্যান এখোনো রাঙ্গেনি|
কি আশ্চার্য তাইনা জীবনটা?
ভালবাসা আর দুঃখের সর্ম্পকটা?
কিন্তু বিশ্বাস কর-
তোমার জন্য একটু ও কাঁদিনি
কারন চোখের নদী শুকিয়ে গেছে|
তোমায় নিয়ে আর একটি স্বপ্নও দেখিনি,
কারন দুচোখের ঘুম হারিয়ে গেছে|
জেনে রেখো একদিন ঠিক বুঝবে,
সেদিন পথে প্রান্তরে খুজবে| 
২|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০
বাক রুদ্ব বলেছেন: ছবিটার সাথে কবিতার ও কিছু মিল আছে বাধ হয়|কারন এত লম্বা সময় না হলেও আমার সাথেও একই ঘটনা ঘটেছে|
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
কানিজ রিনা বলেছেন: এই ছবিটা আমার খুব প্রিয় যতবার দেখেছি, কেন
জানি মনে হয় আমার একজন মানুষ ষাকে আমি
খুব খুব ভালবাসতাম, যে আমার সাথে বিশ্বাস
ঘাতকতা করেছিল। আমার সেই মানুষটা যাকে আমি
আমার জীবন থেকেও বেশি ভালবাসতাম কিন্তু সে
হেলায় চবিশ বছর ধরে আমার সাথে বিশ্বাস ঘাতকতায়
দিন হাড়িয়েছে।