![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........
"আকাশে মেঘ জমেছে
নদীতে উঠেছে ঢেউ
চোখেতে জল এসেছে
মন ভাল নেই।
"বাতাসে পাতা দুলছে
ফুলেতে বসেনি মৌ
হৃদয়ে ঝড় উঠেছে
মন ভাল নেই।
"গাছেতে পাখি বসেছে
গান করেনি কেউ
এ দেহে বিষে ভরেছে
মন ভাল নেই।
"দিন শেষে রাত এসেছে
ঘুমের জন্য শুয়ে রই
ঘুমহীন রাত কেটেছে
মন ভাল নেই।
"এ হৃদয় তোকে ভালোবেসে
দুঃখ ছাড়া কিছুই বাকি নেই
মরছি আমি তোর বিরহে
মন ভাল নেই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: মন ভাল নেই তাই।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সিক্ত শ্রাবণ বলেছেন: মন ভাল হয়ে গেল তো কবিতা পড়ে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সত্যি বলছেন দাদা? যাক আমারো মন ভল হয়ে গেল।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
সিক্ত শ্রাবণ বলেছেন: হ্যাঁ সত্যি বলছি।
খুব ভাল লাগলো লেখাটা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
ধ্রুবক আলো বলেছেন: মন ভালো নেই তাতে কি
লেখনি ভালো হইছে,,,,
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, তবে আমার কাছে তেমন মনে হয়না।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: প্রতিটা স্তবকই উদ্ধৃতি চিহ্ন ("
দিয়ে শুরু হয়েছে কেন, যার কোনটাই শেষ হয় নাই?