![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল টাইম বেকার, পার্ট টাইম নগণ্য লেখক!
ভালোবাসার বিচরণ
- মোঃ তন্ময় হাসান সিয়াম
আমার বিচরণ, তোমার ওই চাওয়ায়
আমার বিচরণ, চোখের ওই মায়ায়।
চেয়ে দেখি তোমার ওই খোঁপা বাঁধা চুল
ভাবি, বলি তুমি ছিলে আমার হাসির মূল।
চেয়ে থাকি তোমার ওই কপালের দিকে
নিজের হাতের ছোঁয়া নেই, কপালের টিপে।
দেখে থাকি তোমার, মিষ্টি ওই হাসি
আশা করি এভাবেই, রাখবে আমায় খুশি।
তোমার মাঝে নেই, মায়ার জুড়ি
দুই হাতে কিনে দিবো, ভালোবাসার চুড়ি।
লাল রাঙা আলতা দিও, তোমার দুই পায়ে
পথে-প্রান্তরে ঘুরবো আমি, শুধু তোমায় নিয়ে।
আমার পদচারণা শুধু তোমাকে নিয়ে
অবাধ বিচরণ তোমাকে ঘিরে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৮
মোঃ তন্ময় হাসান সিয়াম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৮
Tashfiq Talukdar বলেছেন: ভালোবাসার মাসে ভালোবাসার কবিতা, অসাধারণ হয়েছে।