নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাহিদ হাসান

Z@hid

Z@hid › বিস্তারিত পোস্টঃ

কেমন ছিল ২০১৫?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

একজন আগন্তুক - যার প্রভাব-বলয় কারও জীবনের বৃত্তকে স্পর্শ বা ছেদ করে নি।
সকালের নরম রোদে প্রতিদিন মলিন মুখে হেঁটে গেছে ইসিই'র রাস্তা ধরে। তখন বেশ গাঢ় ছায়া পড়েছে তার। ক্লাস শেষে বের হয়ে এসেছে পকেটে দুই হাত ঢুকিয়ে উদাস চেহারায়। কিছুতেই কিছু যায় আসে না তার।
ক্যাম্পাসের মেইন গেইট দিয়ে ঢুকে ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে আসতে আসতে সে ভাবে ''কেন এ বেঁচে থাকা?'' বিধাতা উত্তর দেন,"তুমি নশ্বর। তুমি হারিয়ে যাবে বিস্মৃতির গহ্বরে। প্রকৃতির এই নিয়ম।"
যত সময় গড়ায় ক্রমশ ট্রান্সপারেন্ট হতে থাকে সে। সঙ্গে আবছা হতে থাকে তার ছায়াও। এই শীতের দুপুরে হালকা রোদে OAB বিল্ডিংয়ের সামনের রাস্তা দিয়ে সে হেঁটে যেতে থাকে। তার ছায়া আরও আবছা হতে হতে থাকে। দূরে বুয়েট মাঠ পেরিয়ে ৬ নং গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখে সে হয় পুরোপুরি স্বচ্ছ, পৃথিবীর আলো ভেদ ভেদ করে যাচ্ছে তাকে। এবং...তার কোন ছায়াও পড়ছে না।
রূপক অর্থে আমার চোখে এই আগন্তক "২০১৫"। এভাবেই সময় কেটে যায়; অস্তিত্ব বিলীন হতে থাকে একেকটি বছরের।২০১৫ কীভাবে শুরু হলো, কীভাবে শেষ হলো তার কিছুই আমার কাছে বোধগম্য নয়। জীবনে সঞয়ের থলেতে সামান্য কিছু দিয়ে এবং অনেক কিছু কেড়ে নিয়ে অপরিচিত আগন্তুকের মতই চলে যাচ্ছে একটি বছর এবং কালের নিয়মেই হারিয়ে যাবে মহাকালের গর্ভে। তবু যেখানেই হারিয়ে যাও তুমি ভাল থেকো ২০১৫। :D :D :D

জাহিদ হাসান
বুয়েট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.