নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাহিদ হাসান

Z@hid

Z@hid › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা তুমি

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

ভালবাসা তুমি,
প্রথম কথোপকথনে গলার স্বরের কাঁপন।
ভালবাসা তুমি,
প্রথম দেখায় রিকশায় পাশাপাশি বসার জড়তা।
ভালবাসা তুমি,
ধ্যানে-জ্ঞানে প্রতি মুহূর্তে তন্ময় হয়ে ভাবনা।
ভালবাসা তুমি,
অভিমানে উলটানো ঠোঁট, আনন্দে অশ্রুসিক্ত চোখ কিংবা দুঃখী-মলিন মুখ।

ভালবাসা তুমি,
কিশোরীর তীব্র আবেগ।
ভালবাসা তুমি,
কিংকর্তব্যবিমূড় বালকের বালিকার কাছে ভুল স্বীকার; নত চাহনি।
ভালবাসা তুমি,
দুঃসহ ব্যথার শর সাহসী বীরের মত বুক পেতে নেওয়া।
ভালবাসা তুমি,
অবিশ্রান্ত ভুলের বর্ষণ বর্ষার মাটির মত গভীর মমতায় শুষে নেওয়া; প্রশয়ের হাসিমুখ।

ভালবাসা তুমি,
নতুন চারার শীর্ষের দুটি পাতা- কচি, সবুজ।
ভালবাসা তুমি
দুঃসাহস, বুনো, অবুঝ।
ভালবাসা তুমি,
গৃহস্থের বাড়িতে চড়ুই পাখির বাসা।
ভালবাসা তুমি,
খুঁটে খুঁটে ধান খাওয়া ঐ শালিক জোড়া।

ভালবাসা তুমি,
প্রথম বর্ষার কদম্ব ফুল।
ভালবাসা তুমি,
শিমুল ফুলের রক্তিম লাল রঙ।
ভালবাসা তুমি,
অপরাজিতার নীলের মত স্নিগ্ধ নীল।
ভালবাসা তুমি,
নির্মল, নিষ্কলুষ; পূজার বেদীতে দেওয়া ভেজা বকুল ফুলের মত কোমল-সাদা।

ভালবাসা তুমি,
ভেনাস দেবীর মন্দির।
ভালবাসা তুমি,
আগ্রার তাজমহল।
ভালবাসা তুমি,
দান্তের মহাকাব্য কিংবা শেক্সপীয়রের নভেল।
ভালবাসা তুমি,
ভিঞ্চির ছবি কিংবা মাইকেল এঞ্জেলোর লিথোফ্রাফ-স্কাল্পচার।
ভালবাসা তুমি,
পর্বতচূড়ায় মেঘের ভেলায় সূর্যোদয়ের সজীবতা।
ভালবাসা তুমি,
পড়ন্ত বিকেলে সমুদ্র তীরে সূর্যাস্তের ছবি।

ভালবাসা তুমি,
মমতা, আবেগ, প্রেম।
ভালবাসা তুমি,
স্ত্রীর আচলে কাজ শেষে ঘরে ফেরা স্বামীর মুখের মুছে দেওয়া ঘাম।
ভালবাসা তুমি,
সন্তান-সম্ভবা স্ত্রীর পেটে মাথা রেখে জড়িয়ে ধরে বলা- “এই শুনতে পাও?”।
ভালবাসা তুমি,
শত দুর্দিনেও - “আমি আছি। ভালবাসি” বলে নির্ভরতা দেওয়া হাতের মৃদু চাপ।
ভালবাসা তুমি,
এক বৃদ্ধ আর বৃদ্ধার শীতের সকালে ট্রাউজার পরে মর্নিং ওয়াক।
ভালবাসা তুমি,
কোথায় নেই? পীড়িতের সেবা, মায়ের স্নেহ, ঈশ্বরের প্রেম- সবরূপে তুমি আছ গৌরাবাজ্জ্বল মহিমায়।
ভালবাসা তুমি,
অনাদি, শাশ্বত, অবিনশ্বর।


উৎসর্গঃ
নোশিন রাইসা নীতি, যাকে নিয়ে এমন শত শত -হাজার হাজার - লক্ষ লক্ষ কবিতা লেখা যায়।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.