নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাহিদ হাসান

Z@hid

Z@hid › বিস্তারিত পোস্টঃ

তারা খসার দিন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

চশমা পরা বুদ্ধিদীপ্ত চোখে
আকাশের দিয়ে তাকিয়ে থাকে ছেলেটি।
কত কল্পনা, কত জল্পনা,
কত রহস্য, কত অজানা।
জানতে তাকে হবেই হবে,
কত তারার নাম না-জানা।
স্বপ্ন একদিন আকাশ ছুঁবে,
আকাশ কি আর এতই কাছে?
তবু যে তার বাঁধ মানে না,
তারা তাকে ছুঁতেই হবে।

এমনি সময় গাঁয়ের কোলে,
লক্ষী মেয়ে একলা বসে ভাবে,
একদিন তার বর হবে,
সে তাকে হাতে ধরে তারা চিনাবে।
নাম না জানা তারার নাম দু'জন মিলে দিবে।
কেউ জানে না, সেদিন তারা খসেছিল।
লোকে বলে, তারা খসা দেখে কেউ চাইলে নাকি দেবতা তা পূরণ করে।

এদিকে অন্তর্যামী মুচকি হাসে।
কে জানে তাঁর মনে কী আছে??
বালক-বালিকা বাঁধা পড়ে বিবাহ বন্ধনে।
হায় রে দেবতা!! এই ছিল তোর মনে!!
কেউ দেখিনি সেদিনও তারা খসেছিল।

একটি বছর যায়।
ঠিক একটি বছর পর বাড়ির ছাদে বসে
নববধূ তার স্বামীর কাঁধে মাথা রেখে - গায়ের উপর সমস্ত ভর এলিয়ে দিয়ে,
চুপটি করে বসে আকাশের তারা দেখছিল।
বিজ্ঞ বর হাত উঁচু করে আকাশের দিকে তাক করে তারা চিনাচ্ছিল।
অথচ তারা দেখে নি, সেদিনও তারা খসেছিল।

ওগো তোমরা শুনছ, জ্ঞানী বর মস্ত বড় বিজ্ঞানী হয়েছে।
পৃথিবীর লোকে তার কথা শুনে।
হ্যাঁ গো হ্যাঁ, আমাদের গল্পের যে নায়ক ছিল না গো, তারই কথা বলছি।
হ্যাঁ, আজ সে অনেক মানী লোক।
বছর ঘুরে তাঁর স্ত্রীর কোল জুড়ে সন্তান আসে।
যেদিন সে বাবা হয়, সেদিন আকাশের দিকে তাকিয়ে বলেছিল,
হে আকাশ, আমার পুত্র যেন তোমার মত বিশাল হয়।
কেউ দেখে নি, সেদিনও তারা খসেছিল।

তাদের বিয়ের ৩০ বছর কেটে গেছে।
তাদের প্রতি বিবাহবার্ষিকীতে তারা রাতে আকাশ ভরা তারা দেখেছে।
কোনদিন দেখেছে, কোন দিন দেখে নি,
সবদিনই একটি করে তারা খসে পড়েছিল।

তাদের বিবাহবার্ষিকী কিংবা খুশির দিন তারা উদযাপন করে না,
কোন পৃথিবীর মানুষ করে না।
করে আকাশের তারারা - একটি করে তারা খসে পড়ে।

তাহলে প্রথম দিন কেন তারা খসে পড়ল?
আরে বোকা, সেদিনই তো দেবতা তাদের একজনকে আরেকজনের কাছে দিয়ে
মনে মনে বলেছিলেন, "তোরা সুখী হবি। তোদের দিলাম আকাশভরা তারা"।

আজ তাদের বিবাহ বার্ষিকী।
আজও একটি তারা খসে পড়েছে আকাশ থেকে।
তাদের জানাই-
শুভ বিবাহবার্ষিকী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: তারা কি আপনার আপন কেউ ???

২| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

Z@hid বলেছেন: হ্যাঁ। তারা আমার আপন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.