নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই

হিমাংসু বিপ্লব

আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? ”

হিমাংসু বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগার মত...

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

ওপেন সেক্স কান্ট্রি

প্রাসঙ্গিক আলাপের এক পর্যায় আন্টি বলতে শুরু করল, তোমার আংকেল জাপান থাকে। ঐ সময়টায় আমার মেয়ে জামাইও জাপান থাকত। জানোই তো বাবা জাপান ওপেন সেক্স কান্ট্রি। তোমাকে বলতে আপত্তি নেই, তাই খুলে বলছি...

আমি আন্টিকে থামিয়ে দিয়ে বললাম, ওপেন সেক্স কান্ট্রি বলতে কি বোঝাচ্ছেন আন্টি?
আন্টি স্বাভাবিকভাবে বলল, ঐ দেশে তো সেক্স খুবই সহজ, ইচ্ছে করলেই সেক্স করা যায়।

আমি বিষয়টা বুঝতে পারলাম। এ দেশের অধিকাংশ মানুষের কাছেই উন্নত বিশ্বের দেশ মানেই খোলা মেলা মেয়ের ঝাঁক, অথবা ওপেন সেক্স কান্ট্রি। আন্টির ক্ষেত্রেও হয়ত তাই ঘটেছে। এমন মনোভাবের জন্য হলিউডের মুভিগুলোকে দায়ী করা যায়। মুভিগুলো থেকে প্রাসঙ্গিক দৃশ্যগুলোকে ভুলভাবে গ্রহণ না করা হলে হয়ত এমনটা হত না।

আন্টির এই ভ্রান্ত ধারনাটি ভাঙা প্রয়োজন। বুঝিয়ে বলতে হবে। কিভাবে বলা যায় বুঝতে পারছি না। বেশি চিন্তাভাবনা না করে বলেই ফেললাম, আন্টি, সত্যি বলতে আমদের দেশেও ঐ দেশের মত।
- তুমি কি বোঝাতে চাচ্ছ?
বোঝাতে চাচ্ছি আমরাও ওদের মত। পার্থক্য শুধু এ সব বিষয়ে আমরা ভণ্ডামি করি, ওরা করে না। এ দেশের মানুষ দুষ্ট বা বলতে নেই ধরনের কাজগুলো লুকিয়ে লুকিয়ে করে। সেটা নিয়ে পরে ভণ্ডামিও করে। ভণ্ডামি করে ধোয়া তুলসী পাতা হয়। যার পাতা দেখতে যত ধোয়া সে তত পবিত্র।

আন্টি কিছু বলছে না। হাতে ধরা মোবাইলটি নাড়াচাড়া করছে। আমার কথাগুলো আন্টির চিন্তাভাবনাকে হয়ত এলেমেলো করে দিয়েছে। তা না হলে এ প্রসঙ্গে পাল্টা কিছু যুক্তি দেয়ার চেষ্টা করত।

আমি বললাম, এখন উঠি আন্টি। বাসায় গিয়ে ফেসবুক নিয়ে বসতে হবে। আজ জাপানি মেয়ে খুঁজে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে হবে। কাজ হলে তার কাছ থেকে ওপেন সেক্স বিষয়টা ভালো করে জেনে নেয়া যাবে।

ফেসবুকে জাপানি মেয়ে খোজা নিয়ে রসিকতা করেছি। আন্টিকে হাসানোর জন্য। তাতে কোন লাভ হল না। আন্টি হাসেনি। আগের মত নিসচুপ।

হাতে সময় কম। বাসায় ফিরতে হবে। যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সোফা থেকে উঠে দাড়িয়ে বললাম, আজ তাহলে আসি আন্টি।
আন্টি ঘার ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, যাওয়ায় আগে ভণ্ডামি বিষয়টা একটু পরিষ্কার করে যেতে পারবে?
পারবো আন্টি। বলবো?
- হ্যাঁ বল
এই যেমন ধরুন আমি আপনি মিলে এতক্ষণ আপনার বাসায় বসে গল্প করলাম। কাল সকালে আংকেল যদি জাপান থেকে ফোন করে জিজ্ঞেস করে "গত রাতে কি করলে", আপনি নিশ্চয়ই তখন বলবেন না "সুমনা বাড়ি ছিল না, তাই আমি আর সাঈদ মিলে সেক্স নিয়ে গল্প করেছি"?

আন্টি কিছু বলেনি। যাবার পথে দরজা পর্যন্তও এগিয়ে দিতে আসেনি। নিসচুপ হয়ে সোফায় বসে ছিল। আন্টির মুখখানা দেখে মায়া লাগছিল। এই মুহূর্তে সুমনা তার বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। সুমনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেখতে পারলে ভালো হত। সুন্দরী মেয়েদেরকে নিসচুপ অবস্থায় মায়াবী সুন্দর দেখায়। শুনেছি সুমনা দেখতে শ্যাম বর্ণের সুন্দরী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.