![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মহান আল্লাহ, করোনার করুণা থেকে আমাদের রক্ষা কর
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়...পারে লয়ে যাও আমায়।
উক্তিটি বিখ্যাত বাউল সম্রাট লালন থেকে সংগৃহীত।
কুষ্টিয়া জেলার সর্ব সংস্কৃতির পাশাপাশি লালন সাঁইজির নামও দেশের পাশাপাশি বিদেশে প্রচারিত। স¤প্রতি মেলা হয়ে গেল লালন শাহের মাজারকে কেন্দ্র করে। এই মেলা দেখতে কুষ্টিয়ার আশপাশের লোকজনের পাশাপাশি বহুদুর থেকেও অনেকে এসেছে মেলা দেখতে। ঢাকা থেকে অনেক টিভি সাংবাদিক এসেছে মেলায়।
শুরু করেছিলাম লালনের দুটি লাইন দিয়ে তাই লালন নিয়ে কিছু কথা বলেছি কেননা স¤প্রতি লালন স্মরণাউৎসব পালিত হলো বেশ আনন্দের সাথে এবার স্পন্সর পেয়েছিল বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিকম কোম্পানী গ্রামীণফোন।
যাক গে সে কথা, যে আক্ষেপ নিয়ে আজকের এই ছোট প্যানপ্যানানি। বাংলাদেশের প্রথম স্বাধীন রাজধানী হিসেবে কুষ্টিয়া খ্যাত পাশাপাশি সংস্কৃতির রাজধানী কুষ্টিয়াকে বলা হয়। এখানে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী যে বাড়ির সাদে বসে রচনা করেছিলেন
”আমাদের ছোট নদী চলে বাকে বাকে
বৈশাখ মাসে তার হাটুজল থাকে”
বিষাদ সিন্ধু খ্যাত মীর মোশাররফ হোসেনের বাস্তভিটাও কুষ্টিয়ার লাহীনি পাড়াতে। নাট্য পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন আহমেদ কুষ্টিয়ার সন্তান, অভিনেতা আহমদ শরীফ কুষ্টিয়ার, এছাড়াও শিল্পী এস আই টুটুল আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান।
কুষ্টিয়া থেকে তৈরী হয়েছে সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং এখনকার মাারদাঙ্গা খেলোয়ার এনামূল হক বিজয় আমাদের গর্বিত কুষ্টিয়ার সন্তান।
রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে আলোচনা করি জনাব মাহাবুবুল আলম হানিফ এখনকার এমপি কিন্তু আগের নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা ছিল এরপরেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার সন্তান।
যায় হোক কুষ্টিয়া নিয়ে মোটামুটি অনেক বলে ফেলেছি যতটুকু আমার জানা ছিল। কথা হচ্ছে এই যে, কুষ্টিয়ার এত সংস্কৃতি এত কৃতি সন্তান কিন্তু দূর্ভাগ্য নিয়ে বলতে হয় যে, ঢাকা থেকে আসতে কুষ্টিয়ায় ঢুকতে যে প্রধান হায়ওয়ে সড়কটি আছে এই সড়ক টা কি আমাদের কৃতি সন্তানদের চোখে পড়ে না ? জনাব মন্ত্রী ও সাবেক উপদেষ্টা আপনারা কি কোনএকদিনও কুষ্টিয়ার বুকে পা রাখেন না ? এটাতো আজকের কথা না অনেক দিন ধরেই ভেড়ামারা বার মাইলের পর থেকে কুষ্টিয়ার প্রধান মজমপুর বাসষ্ট্যন্ড প্রর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। অনেকবার রিপোর্ট করা হয়েছে। সরেজমিন টিভি নিউজ হওয়ার পরে মাঝে মাঝে রাস্তায় কিছু ভাঙ্গা ইট ফেলে দেয়া হয় কিছুদিন পর আবার যা তাই হয়ে যায়। রাস্তার অবস্তা এমন হয়ে যায় যে ৭/৮ মাসের কোন গর্ভবতী মেয়েকে যদি ওই রাস্তা দিয়ে নিয়ে যায় তাহলে তার অকাল গর্ভপাতের তীব্র সম্ভাবনা থাকে।
প্রসঙ্গত কুষ্টিয়ার রাস্তাটা অবিলম্বে পূর্ণরুপে মেরামত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। এতে আমার আপনাদের এবং জনমতের উপকার সাধিত হবে। আপনারা সরকার আপনারা অনেককিছুই রাতারাতি করতে পারেন কোন একদিন ঘুম থেকে উঠে শুনব রাস্তার কাজ শুরু হয়েছে সেটাই আমার জন্য মঙ্গলকর আমি একজন সাধারণ জনগন।
২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
ফিলিংস বলেছেন: একমত....।
বাড়ী কূষ্টিয়া কোথায়....
২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
একজন পথকবি বলেছেন: লালনের পাশে
৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
ফিলিংস বলেছেন: একমত....।
বাড়ী কূষ্টিয়া কোথায়....
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৭
শরৎ চৌধুরী বলেছেন: এটা আসলেই একটা চমৎকার, মফস্বল সংবাদমূলক ব্লগ হয়েছে। তবে অনুরোধ থাকবে যে শ্লেষের তোড়ে সেনসেটিভ বিষয়গুলো যেন বেশি আক্রান্ত না হয়। কারো জন্য অবমাননাকর না হয়। শিরোনাম এবং "রাস্তার অবস্তা এমন হয়ে যায় যে ৭/৮ মাসের কোন গর্ভবতী মেয়েকে যদি ওই রাস্তা দিয়ে নিয়ে যায় তাহলে তার অকাল গর্ভপাতের তীব্র সম্ভাবনা থাকে।" পুন:লেখ করার প্রস্তাব রইল।