নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছিলাম, ভাল আছি, ভাল থাকব, আলহামদুলিল্লাহ

একজন পথকবি

হে মহান আল্লাহ, করোনার করুণা থেকে আমাদের রক্ষা কর

একজন পথকবি › বিস্তারিত পোস্টঃ

বিকাশ অ্যাপ দিয়ে লেনদেন সহজ কিন্তু একটু রিস্কি নয় কি?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৭

একটি প্রত্যন্ত অঞ্চলে তাসলিমার বসবাস। তাসলিমার স্বামী এক সন্তানসহ তাসলিমাকে রেখে সদ্য পাড়ি জমিয়েছেন বিদেশে স্বচ্ছলতার আশায়। অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা ঋণ করে সে বিদেশ যায়। বিদেশে ব্যস্ততার জন্য সে প্রতিনিয়ত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না তাই সে তার ক্যাম্পের পাশের অনেক ব্যবসায়ীর মাধ্যম দিয়ে দেশে তার বউ তাসলিমার কাছে টাকা পাঠায়। ব্যবসায়ীরা একটি নাম্বার নিয়ে তারা দেশে ফোন করে নাম্বার দিয়ে বিভিন্নভাবে গ্রাহকের একাউন্টে টাকা পাঠায়। তাসলিমা বিকাশ সম্পর্কে খুব একটা জানেনা। সে পাশের গ্রামের বাজার থেকে মাঝে মাঝে গিয়ে টাকা তুলে আনে, ফোনটি দোকানির হাতে দিয়ে পিন নম্বরটি দোকানিকে বলে দোকানদার ফোন টিপাটিপি করে টাকা দিয়ে দেয়।
তাসলিমা এবার তার বাবার বাড়ি বেড়াতে এসেছে। তাসলিমার মোবাইলে দশ হাজার টাকা আসে তার স্বামী তাকে ফোন করে জানায় টাকা টা তুলে তাসলিমার বাবার থেকে নেওয়া টাকার কিছু পরিমাণ দশ হাজার টাকা যেন দিয়ে দেয়। তাসলিমা তার বাবার বাড়ির পাশের এক দোকানে ফোন নিয়ে যায় টাকা তোলার জন্য কিন্তু দোকানী ফোন হাতি নিয়ে চেক করে দেখে তাসলীমার মোবাইল থেকে টাকা কেউ ক্যাশ আউট করে নিয়েছে কেননা দোকানী ক্যাশ আউটের এসএমএস দেখে। দোকানী তাসলিমাকে জিজ্ঞেস করে টাকা কবে এসেছে, তাসলিমা আজই এসেছে জবাব দেয় কিন্তু সে বলে আমিতো কোথাও টাকা উঠায় নি, আমি বিকাশ ভালমতো বুঝিও না। দোকানীর জিজ্ঞাসায় জানতে পারে তাসলিমার গ্রামের পাশের বাজারের দোকানদার পিন নম্বর জানে এবং দোকানী ধারণা করে বিকাশ অ্যাপ দিয়ে তাসলিমার নম্বর লগিন করা আছে যখন টাকা এসেছে তখন দোকানদার অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করে নিয়েছে। তাসলিমা চিন্তার মধ্যে পড়ে যায়।

** রকিম গ্রামে বসবাস করেন। ব্যবসায়িক কাজে মাঝে মাঝেই বিকাশে তার বড় বড় লেনদেন হয়। গ্রামের দোকান থেকে সে লেনদেন করে সে নিজে বিকাশ সম্পর্কে আহামরি বুঝেনা, টাকা তুলতে গেলে দোকানী ক্যাশ আউট করে নেয়। হঠাৎ করেই জরুরী কাজে তার ঢাকা যাওয়া লাগে, সে বেশ কিছু টাকা বিকাশের মাধ্যমে বহন করে এবং ঢাকার একটি দোকান থেকে ক্যাশ আউট করে। ঢাকায় ক্যাশ আউটের ক্ষেত্রে সে এবার একটু ব্যাতিক্রম পায়। দোকানী তার ফোন হাতে রেখে অন্য ফোনে কি যেন করে এবং তার পিন নম্বরটি চাই সাথে সাথে তার মোবাইলে একটা ম্যাসেজ আসে সেটা দেখে দেখে দোকানী তার মোবাইলে তুলতে থাকে। রকিম বুঝতে পারেনা ব্যাপারটা কি ঘটছে, কেননা গ্রামের দোকানদার তো এমন কিছু করে না, বরং তার মোবাইলেই কি মি টিপে টাকা বের করে দেয়। রকিম টাকা তুলে জরুরী কাজ সেরে ঢাকা থেকে চলে আসে। 10/15 দিন পর রকিমের মোবাইলে টাকা পাঠিয়ে একজন ফোন করে রকিমের প্রাপ্ত টাকা পাঠিয়েছে যেন সে তুলে নেয়। রকিম এর জরুরী না থাকায় সে আরও কয়েকদিন পর যায় গ্রামের দোকানে টাকা তুলতে কিন্তু গ্রামের দোকানদার মোবাইল চেক করে বলে সে তার টাকা তো ক্যাশআউট হয়ে গিয়েছে, জবাবে রকিম বলে আমিতো ঢাকায় টাকা তোলার পর আর কোথাও টাকা উঠায় নি। রকিম একটু ভাবনার মধ্যে পড়ে যায়, দোকানদার রকিম কে জিজ্ঞেস করে আর কেউ পিন নম্বর জানে কিনা, রকিম দোকানদার কে সেই নতুন সিস্টেম এ টাকা তোলার ব্যাপারটা বলে তখন দোকানদার ব্যাপারটা বুঝতে পারে যে অ্যাপ এর মাধ্যমে রকিমের টাকা টা ঢাকায় ক্যাশ আউট হয়ে যায়। রকিম চিন্তার মধ্যে পড়ে যায়।

বিঃদ্রঃ নিজে ক্যাশ আউট করা শিখুন এবং লেনদেনের ব্যাপারে সচেতন হউন, বিকাশ সম্পর্কীয় কোন ম্যাসেজ এলে নিজে না পড়তে পারলেও কাউকে দিয়ে পড়িয়ে নিন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: নিজেকেই সচেতন হতে হবে।দুই নাম্বারী সব জায়গাতেই থাকে।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

নূর আলম হিরণ বলেছেন: ডাচ বাংলা ব্যাংকিং এর মত ক্যাশ আউট করতে গেলে নিজ নাম্বারে কল আসলে পিন চাপলে ক্যাশ আউট হয়, তেমন সিস্টেম হলে এটার সমাধান হবে।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: আপনার কথায় তো যুক্তি আছে।

৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: হুম, সাবধানে কাজ করতে হবে।

৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:২৬

একজন পথকবি বলেছেন: সেক্ষেত্রে এমনটি করলে ভাল হয়, যে মোবাইলে অ্যাপ ইনস্টল থাকবে এবং পার্সোনাল একাউন্ট লগিন থাকবে সেই মোবাইলেই পার্সোনাল বিকাশ একাউন্টের সিমটি থাকলে আশা করি এমন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.