![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....
রাজধানীর বাসা বাড়িতে কোনো মেস, কোয়ার্টার থাকবে না, ভাড়া দেয়া যাবে না কোনো ব্যাচেলর ব্যক্তিকে। যারা আছেন তাদের আগামী সাত দিনের মধ্যে বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। সম্প্রতি পুলিশের সদর দফতর থেকে ডিএমপির থানাগুলোকে এমন একটি নির্দেশনা দেয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, নগরীর বাসা বাড়িতে মেস কোয়ার্টারগুলো এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু মেস কোয়ার্টার থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় পুলিশের টনক নড়েছে। ওইসব বাসায় আশ্রয় নিয়ে হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মীকেও গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ কারণে নগরীর প্রতিটি থানা এলাকায় কোনো কোনো বাসা বাড়িতে মেস বা ব্যাচেলরদের ভাড়া দেয়া হয়েছে। তার একটি তালিকা ও ইতোমধ্যে তৈরি করেছে নিজ নিজ থানার কর্মকর্তারা। ওই তালিকা অনুযায়ী অনেক বাড়ি মালিককে ব্যাচেলরদের উঠিয়ে দেয়ার নির্দেশও দিয়েছে পুলিশ। এদিকে পুলিশের এমন সিদ্ধান্তের কারণে অসন্তোষ দেখা দিয়েছে নগরীর মেস কোয়ার্টার বাড়ি
মালিকদের মধ্যে। অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন নির্দেশনায় মেস কোয়ার্টারের ব্যাচেলরদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর হতাশা। অনেকেই ইতোমধ্যে নিকটস্থ আত্মীয়দের বাসায় ধরনা দিচ্ছেন। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হঠাৎ এমন সিদ্ধান্তকে আইন বহির্ভুত এবং মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মানবাধিকারের কয়েকটি সংগঠন। মানবাধিকার কর্মকর্তারা বলছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে বিকল্প চিন্তা করা উচিত। কতিপয় অপরাধীর কারণে এমন ঢালাওভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা, এটা ঠিক নয়। এতে করে লাখ লাখ ব্যাচেলর গৃহহীন হয়ে রাস্তায় থাকতে হবে। কারণ পুলিশের নিষেধাজ্ঞার কারণে কোনো বাড়ির মালিক ব্যাচেলরদের মেস ভাড়া দেবেন না।
রাজধানীর ব্যাচেলরদের সাত দিনের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ পুলিশের - See more at: Click This Link
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আসুন একটা দল গঠন করি.।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
বাংলার তৌহিদ বলেছেন: হোয়াট দ্যা ফাক!!!!!
কুত্তামির একটা সীমা আছে।এদের আর কি করার আছে এরা কি চায় এই দেশে ।জাতি জাগলে থামানো যাবে না।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: কবে যে জাতি জাগবে..।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খবরদার!!!! ভাই ভূলেও এই দাবী কইরেন না!!!
শেষৈ গনভবনে গণবিয়ের আয়োজন কইরলে কিন্তু ফাইসা যাবেন!!!!
স্বপ্ন, প্রেম, প্রতিষ্ঠা আশা সব ধুলিস্যাৎ
আজ বেকারদের নোটিশ দিচ্ছে...
তারপর একসময় পুরা দেশবাসীকে নোটিশ দেবে দেশ ছেড়ে চলে যাও!!!!
শূধূ তারা থাকবে? আর বাকশাল থাকবে! তারই নাম হবে ঘণতন্ত্র!!!!!
আজিব সব তুঘলকি সিদ্ধান্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছাত্র, চাকুরীজীবি, বেকার, শিক্ষক কত রকমের ব্যাচেলর আছে!!!
আছে দারিদ্রের কারণে ফ্যামিলি ছেড়ে শহরে শ্রম দেয়া ম্যারেড ব্যাচেলর!!!!
সব ব্যাচেলররা গিয়ে সুধাসদনে সাময়িক আশ্রয় চাহিয়া আবেদন করতে পারেন!!!!
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: গনভবনে গণবিয়ের আয়োজন...।
খারাপ না কিন্তু...
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: এই সরকারের আমলে কত কি হইলো..............!!!!
গনজাগরন....
হেফাজত....
এখন হবে...
ব্যাচেলর পার্টি
আরো চমকের অপেক্ষায়।।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: কত কিছুই তো দেখলাম এই ছোট জীবনে...
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এত দেখি মাথাব্যাথার কারনে মাথা কেটে ফেলার মত অবস্হা।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: ঔষধ নাই, তাই মাথা কেটে ফেলা ছাড়া আর কি করবে?
জানিনা সরকার কি চা্য়? ঢাকা শহরে লীগ ছাড়া আর কেউ থাকতে পারব না, এটা বলতে পারছে না শুধু....
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
জনাব মাহাবুব বলেছেন: লেখক বলেছেন: ঔষধ নাই, তাই মাথা কেটে ফেলা ছাড়া আর কি করবে?
জানিনা সরকার কি চা্য়? ঢাকা শহরে লীগ ছাড়া আর কেউ থাকতে পারব না, এটা বলতে পারছে না শুধু....
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
বেকার সব ০০৭ বলেছেন: যেই হারামজাদা এই কথা প্রথম কইছে, তার মেয়ে বা নাতনি রে বিয়া কইরা ব্যাচেলর থেকে মুক্তি হইবার চাই।
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
রতন দাস বলেছেন: আমাবর্ষার চাঁদ বলেছেন: এই সরকারের আমলে কত কি হইলো..............!!!!
গনজাগরন....
হেফাজত....
এখন হবে...
ব্যাচেলর পার্টি
আরো চমকের অপেক্ষায়।।
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
লিংকন১১৫ বলেছেন: এহন কি বউ পয়দা করুম
যতো ধরণের ছাগ্লামি
১০| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
পথহারা সৈকত বলেছেন: সব ব্যাচেলররা গিয়ে সুধাসদনে সাময়িক আশ্রয় চাহিয়া আবেদন করতে পারেন!!!!
১১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই, খবরটা মিথ্যা - ভূয়া । ইদানিং সাইটের ভিজিটর বাড়ানোর জন্য এই ধরনের ভূয়া খরব বানিয়ে শেয়ার করা হয়। আমরাও কোনকিছু যাচাই বাচাই না করে দুমছে শেয়ার করি।
এরকম যদি সত্যি কোন নিউজ থাকতি তাহলে ঠিকই বড় বড় মিডিয়াগুলোতে আসতো।আপনে কি এই খবরটা বড় কোন নিউজ সাইটে নিউজটা দেখছেন?
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
ব্লকড বলেছেন: ব্যাচেলরদের কি ভোট নাই? আসেন আন্দোলনে যাই। সব ব্যাচেলর ভাই ভাই