নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব বল কোথায় গিয়ে

স্বপ্ন দেখব বলে, আমি দু'চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি....

মেঘপাখি আর বৃষ্টির গল্প

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....

মেঘপাখি আর বৃষ্টির গল্প › বিস্তারিত পোস্টঃ

জিনিয়াসরা কোথায় উত্তর দিন

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩



৬ জন মানুষের প্রত্যেকের

কাছে ৬

টি করে ঝুড়ি আছে,প্রত্যেকটি ঝুড়ির

প্রত্যেকটিতে ৬

টি করে মা বিড়াল

আছে যাদের প্রত্যেকটির

৬ টি করে বাচ্চা আছে।

তাহলে মোট

কয়টি পা আছে???

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

মোরশেদ পারভেজ বলেছেন: (৬*৬*৬*৬*৪)plus (৬*৬*৬*৪)

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

স্বপ্নী বলেছেন: ৮৭৬ টি

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:






আমি কিন্তু মোটেও জিনিয়াস টিনিয়াস নই... আপনার এই প্রশ্নটি পাবার পরই ক্যালকুলেশনে বসলাম...

আমার মনে হচ্ছে এটা ১০২০ হতে পারে... না হলে না ভুলো হলো এই আরকি...

শুভকামনা...

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

আরাফআহনাফ বলেছেন: ৫১৯৬টি;
(৬*৬*৬*৬*৪)#(৬*২)=৫১৯৬।
আমিও কিন্তু জিনিয়াস টিনিয়াস নই...

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: মা বিলাল আছে ২৩৬ টি
বাচ্ছা বিড়াল আছে ১২৯৬ টি

মোট বিড়াল = ১৫৩২ টি

বিড়ালের যদি ৪ টি করে পাও হয় তাহলে মোট = ৬১২৮ টি বিড়ালের পা আছে।

আর যদি মানুষের পাও ধরেন তাহলে মোট ৬১৪০টি পা আছে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

আকাশদেখি বলেছেন: ঝুড়ি আছে ৩৬টি & বিড়াল আছে ৬ টি করে সুতরাং বিড়াল ৩৬*৬=২১৬ টি
বাচ্চ বিড়াল আছে ২১৬*৬=১২৯৬টি

মা বিড়ালের পা ২১৬*৪=৮৬৪
বাচ্চা বিড়ালের পা ১২৯৬*৪=৫১৮৪

সুতরাং মোট পা ৫১৮৪+৮৬৪=৬০৪৮

মানুষ সহ ৬০৪৮+১২=৬০৬০ টি

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

অদৃশ্য বলেছেন:






বিড়াল = ৬*৬ = ৩৬
বাচ্চা = ৩৬*৬ = ২১৬

বিড়াল+ বাচ্চা = ২১৬+৩৬ = ২৫২*৪(বেড়ালের পা) = ১০০৮+২(মানুষের পা) = ১০১০ টি পা

১০১০*৬ = ৬০৬০ টি পা

@আকাশ দেখি আর আমার ক্যালকুলেশনে মিল পাওয়া গ্যাছে... এটা হবার সম্ভাবনা থাকতে পারে...


শুভকামনা...

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অংক কষে জিনিয়াস হইতে মন চাচ্ছেনা ! ;) ;) ;)

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

ওালিউললাহ বলেছেন: হহহহহহহহহহহহহহহহহাহাহাহাহাহহা ললটুশ .. পুরাই জটীীীীীীীীীীীীীীীীীী........ললললললললললল

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪১

ওালিউললাহ বলেছেন: এমনিতেই মাথা গুরতাছ্যে তার মইধ্যে আবার জিনিয়াস ঐবার জইন্যে ক্যালকুলেশনে বশমু >> হুহ নাহ হইতে পারেনা /:) . সুডু বেলায় ফাকি ডিশি আর এখন বড় ঐ্য়্যা ক্যালকুলেশনে যামু ............. না না এইটা হইতে পারে না --- আপনার তা আপনি-ই করেন :P :P

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

েফরারী এই মনটা আমার বলেছেন: ১০০৮

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

েফরারী এই মনটা আমার বলেছেন: প্রতিটা ঝুড়ীতে বেড়াল আছে =৬ +৬*৬ =৪২,৬ টি ঝুড়ি তে বেড়াল আছে =৪২*৬=২৫২।মোট বেড়ালের পা =২৫২*৪=১০০৮।৬ জন মানুষের পা ১২টি।সর্বমোট পা আছে ১০২০ টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.