![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....
এক মেয়ের ইংরেজী বলার খুব শখ।
তার বিয়ের পর বাসরঘরে গিয়ে জানতে তার স্বামীর শুধু
একটা পা আছে!!!
.
তখন সে তার মাকে ফোন করে বলে,
মেয়ে:- মা তোমাদের
জামাইয়ের শুধু এক Foot আছে!
মা :- তাইলে এখন তোর আর কতো বড় লাগবো?
২।এক মেয়ে আর এক ছেলে সাথে চ্যাট করতেছে, তাদের পরিচয় কিছুদিনের, এখনও আপনি এর গন্ডি পার হতে পারে নি।
চ্যাট এর এক পর্যায়ে ছেলে বলল--"খুব ঘুম পাইতেছে,আজকে যাই। পরে কথা হবে। ভালো থাকুন"
মেয়ে বলল-- "Accha jan"
ছেলে আবার বলল--"প্লিজ আবার বলেন?"
মেয়ে বলল- "Accha jan"
ছেলে বলল--"যাই?"
মেয়ে বলল-- "Accha jan,somossa nai"
ছেলে আবারও বলল "গেলাম কিন্তু?"
মেয়ে এখন কিঞ্চিত রাগান্বিত হয়ে বলল -"Ajib to!! jan bollam na?"
এইবার ছেলে বলল--"আসলে এর আগে কেও এতোবার
কইরা jan বইলা ডাকে নাই তো তাই বারবার শুনতে ইচ্ছা হইতেছিলো!!"
৩।এক লোক জঙ্গলে ল্যাংটা হইয়া হাঁটতাছে!
এইটা দেইখা জঙ্গলের সব পশু পাখিরা হাঁসতেছে, তখন লোকটা এই তোমরা হাঁসতাছো কেন?
.
পশুপাখি: আমাগো তো পেছন দিরা লেজ তোমার দেহি সামনে দিয়া!
৪। এক কিপ্টা নিষিদ্ধ এলাকায় গেছে অই! কাজে...
এক দালাল তারে ঘুর ঘুর করতে দেইখা জিগাইলো, কি ভাই লাকব নাকি!! কিপ্টাঃ ইয়ে মানে রেট কত??
দালালঃ মাইয়া = ৫০০টাকা , আমার = ১০০টাকা , পুলিশ = ৫০টাকা।
কিপ্টাঃ ওয়াও!! এত সস্তা!!
নিয়া আসো পুলিশ ওয়ালারে!!
৫।স্ত্রীঃ মেহমান আসতেছে, কিন্তু ঘরে ডাল ছাড়া কিছু নাই, কি করবো এখন?
স্বামীঃ"যখন উনি আসবে, তখন কিচেনে একটা বাসন ফেলে দিবে, আমি জিজ্ঞেস করবো 'কি হইছে', তুমি তখন বলবে কোরমা পড়ে গেছে।
এরপর আরেকটা বাসন ফেলবে, তুমি তখন বলবে বিরিয়ানি পড়ে গেছে তখন
আমি বলবো, 'ঠিক আছে, ডাল ই নিয়ে আসো' মেহমান তখন কিছু মনে করবে না"
তো মেহমান আসার পর কিচেন থেকে বাসন পড়ার শব্দ আসলো স্বামীও জিজ্ঞেস করলো,"কি হয়েছে"?
স্ত্রী জবাব দিলো, "ডাল ই পড়ে গেছে"!
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মদন বলেছেন: শেষের টা জোশ
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
ড. জেকিল বলেছেন: পরের দুইটাই বেশি জোশ!
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
বাঁধলেই বাঁধন বলেছেন: এই দুঃসময় .. হাসাইলেন! ধন্যবাদ
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
বাঁধলেই বাঁধন বলেছেন: এই দুঃসময় .. হাসাইলেন! ধন্যবাদ
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
হরিপদ কেরাণী বলেছেন: শেষেরটা ভালো হইছে।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১
ওপেস্ট বলেছেন: ভালো হইছে
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
অস্পিসাস প্রেইস বলেছেন:
বহুদিন পর। সামুতে জোকসের পোস্ট। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
শিলা সুলতানা বলেছেন:
!!!