![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....
১৯৭৪ সালে ওআইসি সম্মেলন থেকে ফেরার পর শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। মারফত তা কিছুটা জানা যায়। যেমন,
# "আমি ভুট্টোর যত্নশীলতায় মুগ্ধ। আমি পাকিস্তানিদের ভালোবাসা আর প্রীতিতে অভিভূত। এয়ারপোর্ট থেকে ইসলামি সম্মেলনের যাত্রাপথে হাজার হাজার পাকিস্তানি লাইন ধরে দাঁড়িয়ে ছিল!"
# বাংলাদেশের ওপর পাকিস্তানের নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিলে মুজিব বলেন, "আমি সব ভুলে যেতে চাই। আমি চাই আমাদের দেশের মানুষও সব ভুলে যাক। আমাদের নতুন করে শুরু করতে হবে। আপনি জানেন যে, মানুষের স্মৃতিশক্তি সংক্ষিপ্ত।"
# ভুট্টোর কথা উঠলে মুজিব বলেন, "আমি তাকে সাহায্য করতে চাই। সে একজন পুরোন বন্ধু।"
শেখ মুজিবের ভাগ্য ভালো সে আজ বেঁচে নেই। নাইলে পাকিপ্রেম আর যুদ্ধাপরাধ কিংবা রাজাকারির অপরাধে তাঁর ফাঁসি তো অবধারিত ছিল। তাছাড়া পাকিস্তান বর্জন না করে পাকিস্তানের কোলে উঠে বসে থাকার অপরাধে ইমরান ভাইয়া নিশ্চই তাঁর বিরুদ্ধে আরেকটি গনজাগরণ সৃষ্টি করতেন।
নাহ। তিনি মরে গিয়েই বেঁচে গেছেন বলা যায়।
জয় বাংলা। পাকিপ্রেম সামলা।
উইকিলিক্স
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: দেখে তো তাই মনে হচ্ছে...
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
হেডস্যার বলেছেন:
নাইলে পাকিপ্রেম আর যুদ্ধাপরাধ কিংবা রাজাকারির অপরাধে তাঁর ফাঁসি তো অবধারিত ছিল।
সেইটা কে দিত?
আওয়ামীলীগ না বিএনপি?
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: কে আবার দিব জামাত দিত
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
েফরারী এই মনটা আমার বলেছেন: নাইলে পাকিপ্রেম আর যুদ্ধাপরাধ কিংবা রাজাকারির অপরাধে তাঁর ফাঁসি তো অবধারিত ছিল। তাছাড়া পাকিস্তান বর্জন না করে পাকিস্তানের কোলে উঠে বসে থাকার অপরাধে ইমরান ভাইয়া নিশ্চই তাঁর বিরুদ্ধে আরেকটি গনজাগরণ সৃষ্টি করতেন।
শাস্ত্র বলে না বাঁশের চেয়ে খঞ্চি বড়!!!!
বর্তমান ভাসমান পাকি সাপ্লাইয়ার আর সুবিধাবাদী চেতনার ব্যবসায়ীগো লম্ফজম্ফ দেখে তাই মনে পড়ে
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
পথহারা নাবিক বলেছেন: পাকি প্রেম তাইলে দেশের জন্ম লগ্ন থেকেই!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: দাদার জন্ম ব্রটিশ আমলে, বাপের জন্ম পাকিস্তান আমলে, আমার জন্ম বাংলাদেশ আমলে....
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেখ মুজিবের ভাগ্য ভালো সে আজ বেঁচে নেই। নাইলে পাকিপ্রেম আর যুদ্ধাপরাধ কিংবা রাজাকারির অপরাধে তাঁর ফাঁসি তো অবধারিত ছিল। তাছাড়া পাকিস্তান বর্জন না করে পাকিস্তানের কোলে উঠে বসে থাকার অপরাধে ইমরান ভাইয়া নিশ্চই তাঁর বিরুদ্ধে আরেকটি গনজাগরণ সৃষ্টি করতেন।
শাস্ত্র বলে না বাঁশের চেয়ে খঞ্চি বড়!!!!
বর্তমান ভাসমান পাকি সাপ্লাইয়ার আর সুবিধাবাদী চেতনার ব্যবসায়ীগো লম্ফজম্ফ দেখে তাই মনে পড়ে