![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় বল নেবেতো আমায়.....
শেখ হাসিনা পুত্র সজীব জয়ের নামে সুইস ব্যাংকে ৩০ বিলিয়ন ডলার জমা হয়েছে বলে দাবী করেছেন এক সাংবাদিক। ঐ সাংবাদিক টুঁইটারে এবং সরাসরি ইমেইল করে সজীব জয়কে এ ব্যাপারে জিজ্ঞেস করেছেন। এমনকি ঐ ইমেইলে জয়কে তার মা শেখ হাসিনা ওয়াজেদের রাষ্ট্রের জনগণের কাছ থেকে লুট করা এই অর্থ ফেরত দেয়ার দাবী জানিয়েছেন।
উইলিয়াম গোমেজ নামের নির্বাসিত ঐ বাংলাদেশী সাংবাদিকের এই সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে একটি অনলাইন নিউজে সাংবাদিক জেসিকা ফক্স একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি মিডিয়াগুলোকে সতর্ক করে এও বলেছেন যে জয় এই অর্থের বিষয়টিতে নীরব থাকবে। কিছুতেই মুখ খুলবে না।
ইমেইলে উইলিয়াম জয়কে লিখেছেন, আপনি নীরব থাকবেন কারন আপনি চোর না হয় ডাকাত, যেমন মা তেমনি পুত্র আপনি। আপনার মাও হল যেমন বাপ তেমন কন্যা। জয়কে তিনি উপদেশ দিয়ে লিখেছেন, আপনি নিজেকে বাংলাদেশের যুবরাজ ঘোষণা দিন এবং বাংলাদেশকে ‘বানানা রিপাবলিক’ বা ‘মামা রিপাবলিক’ নামকরন করুন। বাংলাদেশের সকল সমস্যার জন্য জয় ও তার পরিবারকে দায়ী উল্লেখ করে বলেন, হেফাজতের নিরীহ প্রতিবাদকারীদের হত্যার জন্য নেপথ্যে দায়ী শেখ হাসিনাক।
উইলিয়ামের দাবী এবিষয়টি বাংলাদেশী মিডিয়াগুলোকে জানানো হলেও তারা নীরব রয়েছে। তার মতে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া শেখ হাসিনা ও তার পরিবারের জনসংযোগ (পিআর) এর কাজ করে থাকে।
সুইস ব্যাংকে জয়ের নামে ৩০বিলিয়ন ডলার!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আমার আগের পোষ্টগুলো দেখেন... পরে আবার ভেবে বলুন আমি কি?
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
সেতু আমিন বলেছেন: ৩০ বিলিয়ন ডলারে কয়টা শুন্য থাকে আগে এটার জবাব দেন। তারপর আপনার প্রশ্নের উত্তর দিব।
এই লিঙ্ক দেখেন কাদের কাদের এই পরিমাণ ডলার আছে।
http://www.forbes.com/billionaires/
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: জানা নাই আমার
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
নিয়ামুল ইসলাম বলেছেন: যেই ৩০ বিলিয়নের কথা বলে থাকুক না কেন, ওরে বলব সীমার ছাগ্লামির আছে
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
গুগলরকস বলেছেন: গাঞ্জা বেশি হয়ে গেসে?
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
স্বপ্ন বাংলা বলেছেন: একলা খাইয়া কেন টাল হইবেন ! আহেন বাইডি দুইজনে মিল্লাই গাঁজা টানি ।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
nurul amin বলেছেন: বুঝলাম না
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
ক্যাচালবাজ বলেছেন: স্বপ্ন বাংলা বলেছেন: একলা খাইয়া কেন টাল হইবেন ! আহেন বাইডি দুইজনে মিল্লাই গাঁজা টানি ।
গুগলরকস বলেছেন: গাঞ্জা বেশি হয়ে গেসে?
ভাই গাঞ্জা বিষয়ক নতুন নাম হওয়ার আগে পোষ্ট ডিলিট মারেন
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
হাতীর ডিম বলেছেন: গাঞ্জা কি ফ্রী দিয়া গেছিল নাকি টোকাইয়া পাইছেন??? এরপর একটু কম কইরা খাইয়েন।
নাহ!! এইসব কাঠাল পাতা ভক্ষক নিয়া আর পারা গেল না।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
প্যাপিলন বলেছেন:
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
আমান৮২ বলেছেন: আগে হাইসা লই । পরে মুতুম।।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
আমান৮২ বলেছেন: আগে হাইসা লই । পরে মুতুম।।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
হেডস্যার বলেছেন:
লেখক বলেছেন: জানা নাই আমার
জানা না থাকলে আডি বান্ধেন...তারপর বাজারে বেচেন।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
ফিলিংস বলেছেন: উইলিয়াম গোমেজ নামের নির্বাসিত---ইনি কে ???
কেন নির্বাসিত----???
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
মুহাই বলেছেন: tirish billion kare koy Janento???
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
বেঈমান আমি. বলেছেন: ছাগল
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ...।
একটা কথা বলি, আমি কিন্তু বলেছি, "সুইস ব্যাংকে জয়ের নামে ৩০বিলিয়ন ডলার !!! কথাটা কতটুকু সত্য"
আমি কিন্তু বলিনি যে, কথাটা একদম সত্য, আমি জাস্ট একটা প্রশ্ন করেছি, আর আমার ভূলটা ছিল আমি কেন "?" প্রশ্ন বোধক চিহ্ন টা দেয়নি।
আর একটা কথা, যাকে তাকে ছাগু না বলে যারা ছাগু তাদেরকেই বলেন...।
গাঁজা টানর ব্যপারটা হল, যারা যারা এটা পছন্দ করেন দয়া করে তারাই টানেন.. আমাকে এর মাঝে না টানাই ভালো..।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
পথহারা নাবিক বলেছেন: ছাগু বলবো নাকি অন্য কিছু বলবো তুমাকে ঠিক বুঝতে পারতেছি না!!