![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি আমার তৈরী আপনার ছোট ব্যাংকিং বা সমিতির জন্য ডাটাবেস সফটওয়্যারটি শেয়ার করছি। এটি দিয়ে যে সুবিধাদি পাবেন
১. নতুন অ্যাকাউন্ট খোলা
২. অ্যাকাউন্টের তথ্যাদি যুক্ত করণ (ছবি সহ, নমিনি ইত্যাদি)
৩. টাকা জমা, উত্তোলন
৪. সবগুলো অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট কোন অ্যাকাউন্টের বর্তমান কতটাকা আছে, উত্তোলন হয়েছে এক নজরে দেখা
৫. অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রিন্ট করা ইত্যাদি।
যেভাবে চালাবেন:
১. প্রথমে ফাইলটি ডাউনলোড করুন।
২. ডাউনলোড করে ফাইলটি এক্সট্রাক্ট করুন তারপর ফাইলটি নিরাপদ জায়গায় রাখুন।(সি ড্রাইভে না রাখা উত্তম, উইনডোজ নষ্ট হলে আপনার হিসাব চলে যাবে)
৩. ডাটাবেসটি ব্যবহার করতে আপনার পিসিতে অফিস ২০০৩ অথবা এক্সটি ইন্সটল রাখুন
ডাউনলোড করুন
আশা করছি এটি অনেকের উপকারে আসবে। যাদের ব্যক্তিগতভাবে আরো সুযোগ সুবিধা ও নিজস্ব ফাংশন চাহিদা ইত্যাদির ভিত্তিতে আরো অপশন দরকার হবে। যোগাযোগ করতে পারেন। ০১৮১৩৬৭৭১৪১
ফেইসবুকে আমি
আমার ব্লগ
২| ২১ শে জুন, ২০১৪ সকাল ১১:১৩
আনমনেএকাকী বলেছেন: প্রিয়তে রাখলাম।
৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২০
সৈয়দ মো: তাহমী বলেছেন: ভাই,
ইম্প্লয়িদের বেতন এর রেকর্ড এবং স্টোরের মালের জমা-খরচের হিসাবের একটা ছোট সফট্ দরকার। কম্পনি খুবই ছোট... একটু হেল্প কি করা যায়।
৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৩
সৈয়দ মো: তাহমী বলেছেন: প্রিয়তে নিলাম। আমি এটাকে কাজে লাগািচ্ছ। যদি Deposit কে Debit আর Withdraw কে credit করে দিতেন তবে কৃতার্থ হতাম।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৫| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
সৈয়দ মো: তাহমী বলেছেন: আমার ই-মেইল আই.ডি: [email protected]
৬| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:১০
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালো উদ্যোগ
৭| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৭
নাহিদ২৯ বলেছেন: valo
৮| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৯| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
রাজপুরুষ বলেছেন: দারুন উদ্যোগ।
সংগ্রহে রাখলাম।
আপডেট করলে জানাবেন, প্লিজ।
১০| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
এস এস মারজান বলেছেন: ধন্যবাদ , প্রযুক্তির সেবক ।
১১| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
রাজপুরুষ বলেছেন:
অন টেষ্ট হিসাবে একটা এন্ট্রি দিয়েছি
কিন্তু আর নতুন এন্ট্রি দিতে পারছিনা ।
দয়া করে সমাধান দিবেন।
পরবর্তীতে যোগাযোগ করব।
১২| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৪
অপ্রকাশিত কাব্য বলেছেন: Android এ ব্যবহার করা যাবে?
১৩| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:৩২
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: দারুন সফটওয়্যার বানিয়েছেন ভাই।
১৪| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:৪৮
সুমাইয়া আলো বলেছেন: অবশ্যয় ভাল কাজ করেছেন একটি
১৫| ২১ শে জুন, ২০১৪ রাত ১০:১১
আম্মানসুরা বলেছেন: প্রিয়তে
১৬| ২২ শে জুন, ২০১৪ রাত ১২:৩৯
আরাফ করিম বলেছেন: সুন্দর সফটওয়্যার।
১৭| ২২ শে জুন, ২০১৪ রাত ১:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো।
১৮| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:০১
আহসানের ব্লগ বলেছেন: আমার সমিতি এর এর নাম শুভেচ্ছা । কাজে লাগবে ।
১৯| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: গুড পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫
ইলি বিডি বলেছেন: প্রিয়তে নিলাম।
২১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭
অপু ওপি বলেছেন: online হলে ভালো হতো
২২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭
অপু ওপি বলেছেন: online হলে ভালো হতো
২৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩
আজীব ০০৭ বলেছেন: +++
২৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০
সাজ্জাদ হোসেন স্বাধীন বলেছেন: ভাই আমরা একটা নতুন সমবায় সমিতি চালু শুরু করতে যাচ্ছি তাই আমার একটা সমবায় সমিতির সফটওয়্যার লাগবে। সঞ্চয় জমা, সঞ্চয় উত্তোলন, ঋণ গ্রহণ, ঋণ বিতরণ, নতুন সদস্য ভর্তি সহ Dashboard সহ এক নজরে যেনো সব দেখা যায়। এই রকম একটি সফটওয়্যার তৈরি করে দিবেন প্লিজ। আপনার এই রকম সফটওয়্যার হলেও চলবে শুধু এ্যাড করতে হবে সঞ্চয় জমা, সঞ্চয় উত্তোলন, ঋণ গ্রহণ, ঋণ বিতরণ এগুলো। আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো 01762959999 অথবা 01612959999 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই। আর আপনার সাথে যোগাযোগের নাম্বার দিয়েন ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সকাল ১১:১১
রােশদ সুলতান তপু বলেছেন: প্রিয়তে নিলাম। আমি এটাকেকাজে লাগানোর চেষ্টা করবো টেস্ট কেস হিসাবে। যদি এটার আর কোন আপডেট প্রয়োজন হয় তাহলে জানাবো আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।