![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেটে আইএস এর প্রধান আবু বকর
বাগদাদির একটা ছবি দেখলাম । তার
হাতে পড়া একটা রোলেক্স ঘড়ি ।
উল্লেখ্য রোলেক্স হলো পৃথিবীর
সবচেয়ে দামি ঘড়ি ।আসলে বাগদাদির
ব্যাপারে আমার একটুও আগ্রহ নেই
কিন্তু তার হাতের ঘড়ি দেখে কিছু
পুরানো স্মৃতি ঢেকে রাখতে পারলাম না ।।
২০১০ সালে যখন ময়মনসিংহ কেবি
কলেজে ভর্তি হই তখনকার কথা ।
আসলে সেবারই আমি প্রথম কোন
শহরে থাকার জন্য যাই । আর সুযোগ
পেলে শহরের মধ্যে বন্ধুদের সাথে
ঘুরাঘুরি করি । একদিন গেলাম অলকা
নদী বাংলায় । সেখানে একটা ঘড়ির
দোকান চোখে পড়ল । পকেটে তখন
১৫০০ টাকা আছে । যদিও আগে
থেকে জানতাম ঐখানকার ঘড়ির দাম
অনেক বেশি । তাই দোকানদারকেই
বললাম , ভাই ১৫০০ টাকার মধ্যে
একটা ঘড়ি দেখান তো । দোকানদার
অবজ্ঞায় স্বরে বললো ৩০০০ এর
নিচে কোন ঘড়ি নাই । হঠাত্ একটা
ফাস্ট ট্যাক ঘড়িতে চোখ আটকে গেল
। দাম মাত্র ৫৬০০ টাকা । ঐ ঘড়ি
নিয়ে আমি দিবাস্বপ্ন দেখা শুরু
করলাম । দেখলাম এই ঘড়িতে আমি
হয়ে যাচ্ছি সবচেয়ে সুদর্শন ছেল ।
দেখলাম ঘড়িটা হাতে দিছি আর সুন্দরী
মেয়েরা আমার জন্য পাগল হয়ে যাচ্ছে
। আমিও ছেড়ে দেবার পাত্র নই ।
বুকের মধ্যে কিনবোই আত্মবিশ্বাস
নিয়ে টাকা জমানো শুরু করে দিলাম ।
অনেক কষ্ট করে , খেয়ে না খেয়ে ,
হাতখরচের টাকা বাঁচিয়ে সবশেষে
৬০০০ টাকা জমিয়ে ফেললাম ।
নাহ । শেষ পর্যন্ত কেনা হয় নাই ।
দেশে তখন ডেসটিনি নামক এক রোগের
প্রাদূর্ভাব দেখা দিলো । আমি ভাবলাম
এখন ঘড়ি কিনে কি হবে ? কিছুদিনপর
তো ঐ ঘড়ির পুরো কোম্পানীটাই
কিনতে পারবো । দিলাম সব টাকা
ডেসটিনিতে । বুঝতেও পারিনাই কখন
যে ঐ টাকা স্যুয়ারেজের লাইন ধরে
নদীর জলে পড়েছে । তবুও তো আশা
থাকেই ।
২৮ শে মে, ২০১৫ রাত ১০:১৯
মীশুক মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৩৩
বটপাকুড় বলেছেন: আপনার ঘড়ির কথা শুনে আমার পুরোনো রোগের কথা মনে পড়লো। ইন্টার এ পড়ার সময় প্রচণ্ড শখ ছিল সুইস ঘড়ি পরার। এখন বিদেশে আসার পর আমার সেই শখ এখনো যাইনি, প্রায় ঘড়ি কিনি । আমার কাছে এখন দামী ব্রান্ডের ৭ টা ঘড়ি আছে।
২৮ শে মে, ২০১৫ রাত ১০:২৬
মীশুক মন্ডল বলেছেন: ভাই ঘড়ির নেশাটা আমার আমারও ভালোই আছে । আরও একজন আমার মত পেয়ে ভালো লাগলো ।
৩| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: শুধু ঘড়ি কেন, যে কোন নেশাই শেষ পর্যন্ত কাজে আসে না।।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ দুপুর ২:১৪
কাবিল বলেছেন: দারুন অভিজ্ঞতা!!
ভাল লাগলো।