![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত হারিয়ে যাব একদিন।
তোরই স্পর্শের বাইরে,
হেথায় সেথায় যেথায় খুজিস-
দেখবি আমি নাইরে।
আমায় নিয়ে ভাববি যখন
মাঝ রাতরি বেলা,
বুঝবি তখন কতটা আমায়-
করেছিলি অবহেলা।
হয়ত সেদিন খুজবি আবার
বুঝবি আমার মর্ম,
হারিয়ে ফের খুজে বেড়ানো
আজীবনই তোর ধর্ম।
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪
ব্ল্যাক ফাইটার বলেছেন: ইয়েস ম্যাম!!
নিজেকে ছোট মনে করা পৃথিবীর সবচেয়ে বড় বোকামী
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: শায়মা বলেছেন:
যে অবহেলা করে নো পাত্তা তাক
লেখা ভাল হইছে ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯
ব্ল্যাক ফাইটার বলেছেন: পাত্তা না দিলে তো অবহেলা কেও অবহেলিত করা হবে
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: অবহেলা তো অবহেলিত হবার ই যোগ্য ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:০১
ব্ল্যাক ফাইটার বলেছেন: এ বিষয়ে আপনার সাথে একমত হতে পারলাম না
অবহেলা কেই আপন করে নিতে হবে
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:০৮
শায়মা বলেছেন: হা হা দুঃখের কবিতাটা পড়ে কিন্তু হাসি পাচ্ছে ভাইয়া।
যে অবহেলা করে নো পাত্তা তাকে।