![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
আমার খুব পছন্দের দুটি কবিতা। বরের ছোটখাট খুনসুটিতে অস্থির হয়ে অভিমানী বালিকা বধূর নালিশ। আর দুষ্টু বরটার সেই মান ভাঙানোর দুষ্টু দুষ্টু সব পন্থা। খুব সুন্দর! খুব রোমান্টিক!
'আমি কিন্তু যামুগা'
আমি কিন্তু যামুগা। আমারে যদি বেশি ঠাট্টা করো।
হুঁ, আমারে চেতাইলে তোমার লগে আমি থাকমু না।
আমারে যতই কও তোতাপাখি, চান, মণি, সোনা।
আমারে খারাপ কথা কও ক্যান, চুল টেনে ধরো।
আমারে ভ্যাংচাও ক্যান, আমি বুঝি কথা জানিনাকো।
আমার একটি কথা নিয়ে তুমি অনেক বানাও।
তুমি বড় দুষ্টু, তুমি আমারে চেতায়ে সুখ পাও,
অভিমানে কাঁদি, তুমি তখন আনন্দে হাসতে থাকো।
শোবোনা তোমার সঙ্গে, আমি শোবো অন্যখানে যেয়ে
আর এ রাইতে তুমি শুয়ে রবে একা বিছানায়,
দেখুম ক্যামন তুমি সুখী হও আমারে না পেয়ে,
না, আমি, এখনি যাইতেছি চলে অন্য কামরায়।
এখন পালাও দেখি
এখন পালাও দেখি! বন্ধ করে দিয়েছি দরোজা!
এ রাত্রিতে, আমার দু'হাত থেকে পারো না পালাতে।
বরং সেটাই মেনে নেওয়া ভালো, যা নির্ঘাত সোজা।
আমার আলিঙ্গনে বেঁধে থাকো এ সুন্দর রাতে।
মিছেমিছি কেন তুমি রাগ করে চলে যেতে চাও!
বেশ তো, আমার সাথে আজ রাতে কথা বলবে না।
হয়েছে তোমার রাগ, আলাদা কি হবে বিছানা?
অন্যখানে শুতে যাবে, কিছুতেই হবে না, হবে না!
চামেলী, মালতী আর রজনীগন্ধার সুরভিতে
তোমার বিত্ত্বল দেহ, সে সুরভি সারা ঘরময়,
আর সে সুরভি যেন কেঁপে ওঠে তোমার নীবীতে।
রাত্রিতে তোমাকে ছেড়ে একা থাকা,........বড় কষ্ট হয়!
হে অভিমানিনী, আমি অসহায়, বড়ই কাতর,
প্রেয়সী, মিষ্টি হেসে ক্ষমা করো, তুমি নও পর।
২৬ শে মে, ২০১০ রাত ৮:২৫
সমুদ্র কন্যা বলেছেন: :#> :#> :#>
২| ২৬ শে মে, ২০১০ রাত ৮:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: হি: হি: হি:
++
২৬ শে মে, ২০১০ রাত ৮:২৮
সমুদ্র কন্যা বলেছেন: হিহিহিহিহিহিহি
৩| ২৬ শে মে, ২০১০ রাত ৮:২১
বড় বিলাই বলেছেন: মজার তো।
২৬ শে মে, ২০১০ রাত ৮:৩২
সমুদ্র কন্যা বলেছেন: আমার খুব পছন্দের কবিতা আপু।
কি দুষ্টু বরটা বলেনতো!
৪| ২৬ শে মে, ২০১০ রাত ৮:২৪
পাহাড়ের কান্না বলেছেন: কবিতা পইড়া কান্দন আইতাছে।
২৬ শে মে, ২০১০ রাত ৮:৩৪
সমুদ্র কন্যা বলেছেন: আহারে, কান্দে না ভাইডি। তোমারো দিন আইবো।
৫| ২৬ শে মে, ২০১০ রাত ৮:২৭
অমিত চক্রবর্তী বলেছেন:
আমারো ভালো লাগল।স্যাকারিনের চেয়েও মিষ্টি।।
২৬ শে মে, ২০১০ রাত ৮:৩৫
সমুদ্র কন্যা বলেছেন:
৬| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৩৮
কথক পলাশ বলেছেন: দারুণ তো!
শিখে রাখলাম। কাজে লাগতেও পারে!
২৬ শে মে, ২০১০ রাত ৮:৪২
সমুদ্র কন্যা বলেছেন: শিখে রাখেন পলাশ ভাই, এসব খুবই কাজের জিনিস
৭| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৩৮
বাদশা মিন্টু বলেছেন: আমি কিন্তু যামুগা। আমারে যদি বেশি ঠাট্টা করো।
হে অভিমানিনী, আমি অসহায়, বড়ই কাতর,..............
সত্যিই বলিতেছি.......ভাল লেগেছে এ আদর..
২৬ শে মে, ২০১০ রাত ৮:৪৪
সমুদ্র কন্যা বলেছেন:
৮| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৪৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মজার, কিন্তু একটিও বিশেষ ভালো লাগেনি।
আচ্ছা, এগুলোর লেখক কে?
২৬ শে মে, ২০১০ রাত ৮:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: বিশেষ ভাল নাই লাগতে পারে। কিন্তু অদ্ভুত কম্বিনেসন আর মজার, অবশ্যই
লেখক কে, তাতো শিরোনামেই বলে দিয়েছি।
৯| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৫১
কাঠের খাঁচা বলেছেন: সেকেন্ড টা সুন্দর, প্রথমটা বেশি গাঁইয়া টাইপের
২৬ শে মে, ২০১০ রাত ১১:২৫
সমুদ্র কন্যা বলেছেন: ধুর বোকা, প্রথমটাই বেশি মজার। গাঁইয়া হলেও...............আর দুটো মিলল বলেই অনেক সুন্দর।
১০| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৫৩
গুরুজী বলেছেন: ওরে দারুন তো।
২৬ শে মে, ২০১০ রাত ১১:২৬
সমুদ্র কন্যা বলেছেন:
১১| ২৬ শে মে, ২০১০ রাত ৮:৫৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: রোমান্টিক কাব্য!!
২৬ শে মে, ২০১০ রাত ১১:২৭
সমুদ্র কন্যা বলেছেন: রোমান্টিক! অতি রোমান্টিক!!
১২| ২৬ শে মে, ২০১০ রাত ৯:০৯
বাহলুল বলেছেন: আঁই তো অবাক হই গেলাম। লেখা ভাল হইছে।
২৬ শে মে, ২০১০ রাত ১১:২৯
সমুদ্র কন্যা বলেছেন: আন্নে অবাক হইছেন কিল্লাই বাহলুল?
এটাইতো স্বাভাবিক
১৩| ২৬ শে মে, ২০১০ রাত ৯:১০
ভাঙ্গন বলেছেন: কবিতাগুলো আমি পড়েছিলাম 'আবৃত্তির কবিতা সমগ্র'তে।
শেয়ার করেছেন বলে ভাল লাগল।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন।
আমার কাছে ওমর আলীর একটা বই-ই শুধু আছে। ওমর আলীর লেখা ভাল লাগে অনেক।
১৪| ২৬ শে মে, ২০১০ রাত ৯:১৬
সুরঞ্জনা বলেছেন: বরগুলো কি সতি এমন মিষ্টি মিষ্টি দুষ্টু হয়? আহা! তাই যদি হতো।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: হয় না বুঝি আপু? ইসরে, চিন্তায় ফেলে দিলেনতো তাহলে! আমিতো কত কিছু ভেবে বসে ছিলাম :#>
১৫| ২৬ শে মে, ২০১০ রাত ৯:১৯
বাবুল হোসেইন বলেছেন: হে অভিমানিনী, আমি অসহায়, বড়ই কাতর,
প্রেয়সী, মিষ্টি হেসে ক্ষমা করো, তুমি নও পর।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৪১
সমুদ্র কন্যা বলেছেন: অভিমানিনীর মান কি ভেঙেছে ভাইয়া?
১৬| ২৬ শে মে, ২০১০ রাত ৯:২৭
দ্রোহি বলেছেন:
দারুন রোমান্টিক।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: আরে দ্রোহি ভাইয়া যে! কেমন আছেন?
১৭| ২৬ শে মে, ২০১০ রাত ৯:৪২
ভিয়েনাস বলেছেন: সুরঞ্জনা বলেছেন: বরগুলো কি সতি এমন মিষ্টি মিষ্টি দুষ্টু হয়? আহা! তাই যদি হত................... আহা এমন যদি হতো।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: আহা এমন যদি হতো!
১৮| ২৬ শে মে, ২০১০ রাত ১০:১৪
সায়েম মুন বলেছেন: গেয়ো, মেঠো--ভালা হয়েছে
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫০
সমুদ্র কন্যা বলেছেন:
১৯| ২৬ শে মে, ২০১০ রাত ১০:২৩
আশরাফ মাহমুদ বলেছেন: প্রথমটা ভালো লাগলো। মজার।
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: প্রথমটা আমারো বেশি ভাল লাগে।
মজার অনেক
২০| ২৬ শে মে, ২০১০ রাত ১০:৫৬
নৈশচারী বলেছেন: হা হা হা! মজা পাইসি পড়ে! তবে রোমান্টিসিজম একটু বেশিই হয়ে গেসে মনে হয়!
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: পাগলি, কবিতায় রোমান্টিসিজম দেখাবে নাতো আর কিসে দেখাবে?
ভাবছো সত্যি সত্যি? সুরঞ্জনা আপুর কমেন্ট পড়ে দেখো। সে আশায় গুড়ে বালি
২১| ২৬ শে মে, ২০১০ রাত ১১:০৯
নুরুন নেসা বেগম বলেছেন: যামু, না আমু!
২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: নাহ যামুগা। আর থাকমু না
২২| ২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: এই কবিতাতো জীবনে পড়িনি। কবির নামও শুনিনি। এখনও কতকিছু জানার বাকী।
২৭ শে মে, ২০১০ রাত ১২:০৬
সমুদ্র কন্যা বলেছেন: মন খারাপ করে না শায়মা'পু। পড়ে নিও একসময়।
২৩| ২৭ শে মে, ২০১০ রাত ১২:৩৮
মামন বলেছেন: ++
২৭ শে মে, ২০১০ দুপুর ১২:০৫
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মামন।
২৪| ২৭ শে মে, ২০১০ রাত ২:০৪
তায়েফ আহমাদ বলেছেন: ওমর আলীর একটা কবিতাই পড়েছিলাম.......
'এদেশের শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি'
ঐটাও ছিল এই দুইটার মত চরম কবিতা..........
২৭ শে মে, ২০১০ দুপুর ১২:০৬
সমুদ্র কন্যা বলেছেন: 'এদেশের শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি'.......................আমার কাছে এই বইটাই আছে। প্রতিটা কবিতাই আমার কাছে চরম মনে হইছে। আর মাঝে মাঝে পেপারে যেগুলো দেয় সেগুলোও আমি রেখে দিই।
২৫| ২৭ শে মে, ২০১০ সকাল ১০:৪১
ফাহাদ চৌধুরী বলেছেন:
রজনীগন্ধার সুরভিতে মুখরিত কবিতাদ্বয়ের অভিমানী দেহে রোমান্টিকতা উপচাইয়া পরতাছে দেহি!!
ভাল লাগছে!!
২৭ শে মে, ২০১০ দুপুর ১২:০৭
সমুদ্র কন্যা বলেছেন: রজনীগন্ধার সুরভিতে মুখরিত কবিতাদ্বয়ের অভিমানী দেহে রোমান্টিকতা উপচাইয়া পরতাছে দেহি!!
২৬| ২৭ শে মে, ২০১০ দুপুর ১২:২১
ডিস্কো ঘোড়া বলেছেন: ইশ! কবিতা তো না, পুরা দিলমে চাক্কু!
২৭ শে মে, ২০১০ রাত ১০:২৪
সমুদ্র কন্যা বলেছেন:
২৭| ২৭ শে মে, ২০১০ রাত ৯:৫৩
শূণ্য উপত্যকা বলেছেন: +++++++++++++১৩
২৭ শে মে, ২০১০ রাত ১০:২৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ শূণ্য উপত্যকা।
২৮| ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:০৯
সোমহেপি বলেছেন: বুইজা ফালাইছি.............
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৪১
সমুদ্র কন্যা বলেছেন:
২৯| ৩১ শে মে, ২০১০ বিকাল ৪:৫৩
নস্টালজিক বলেছেন: 'আমি কিন্তু যামুগা'
পড়ে দ্রবীভূত হয়ে গেলাম!
কি অসাধারন কাব্য!
৩১ শে মে, ২০১০ বিকাল ৫:১৭
সমুদ্র কন্যা বলেছেন: শোবোনা তোমার সঙ্গে, আমি শোবো অন্যখানে যেয়ে
আর এ রাইতে তুমি শুয়ে রবে একা বিছানায়,
দেখুম ক্যামন তুমি সুখী হও আমারে না পেয়ে,
সত্যি অসাধারণ কাব্য!
৩০| ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৩১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওরে খাইসে এতো দেখি চ্রম রোমান্টিক কবিতা! ভালু ভালু। :!>
তোমার বিত্ত্বল দেহ, সে সুরভি সারা ঘরময়,
আর সে সুরভি যেন কেঁপে ওঠে তোমার নীবীতে।
এই শব্দ দু'টোর অর্থ কি?
৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: কে জানে। কবি বলতে পারবে।
হ্যাঁ চরম রোমান্টিক। :#> :#>
৩১| ৩১ শে মে, ২০১০ রাত ১১:৩৮
রাজসোহান বলেছেন: এই পোস্ট দেখি নাই ক্যান ?
০২ রা জুন, ২০১০ রাত ১১:২৬
সমুদ্র কন্যা বলেছেন: দেখো নাই ক্যান? তুমারে মাইনাস
৩২| ০১ লা জুন, ২০১০ দুপুর ১:৪০
কাব্য বলেছেন: অভিমানী কবিতা কেউ শোনায় না আর দুষ্টু দুষ্টু (:#>) পন্থা কারো উপ্রে প্রয়োগো করবার পানি না
০২ রা জুন, ২০১০ রাত ১১:৩২
সমুদ্র কন্যা বলেছেন: আহারে কাব্যবাবুর কি দু:খু
ভাইবেন না.............আপ্নেও সুযোগ পাবেন।
৩৩| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:৫৮
স্বপ্নকথক বলেছেন: চমৎকার দুটি কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা জুন, ২০১০ রাত ১১:১১
সমুদ্র কন্যা বলেছেন: আমার খুব পছন্দের দুটো কবিতা।
শুভেচ্ছা রইল।
৩৪| ০৩ রা জুন, ২০১০ রাত ১১:১২
রাজসোহান বলেছেন: মাইনাস দিলি পারি টাইনাস
০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১২:৩২
সমুদ্র কন্যা বলেছেন: তোমারে তাইলে ঢাইনাস।
৩৫| ০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
মেহেরুবা বলেছেন: আহা!
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: উহু!! :#> :#>
৩৬| ১৩ ই জুন, ২০১০ সকাল ৯:৫৮
পারভেজ বলেছেন: ওমর আলীর আরেকটা কবিতা খুব ভালো লেগেছিল,
হুবাহু মনে নেই; তবে ভাবটাঅনেকটা এমন- কিন্তু ছন্দ আর শব্দ মাধুর্য্য ছিল অনন্য।
একদিন এক লোক এসে বল্লো, একটা ছবি এঁকে দিতে পারো?
দৃপ্ত, সুন্দরী, মোহময়ি কোন রমণি?
আমি বললাম, কেন?
আমি পোড়াবো তা আগুনে।
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সমুদ্র কন্যা বলেছেন: একই বইতে আছে এ কবিতাটাও, খুব সুন্দর।
ধন্যবাদ পারভেজ।
৩৭| ১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
সাদাকালোরঙিন বলেছেন: ওমর আলীর কবিতার বইগুলোর নাম জানতে চাই।
১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: আমার কাছে একটা বই-ই আছে ভাইয়া।
'এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি'.................আর কোন বই আছে কিনা, আর থাকলেও কি নাম জানি না।
৩৮| ২৮ শে জুন, ২০১০ দুপুর ২:৪০
সমুদ্র চৌধুরী বলেছেন: বড় ভালো লাগলো।
২৮ শে জুন, ২০১০ রাত ৯:২৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্র চৌধুরী।
শুভকামনা।
৩৯| ০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৬
জাফরিন বলেছেন: প্রিয়তে নিলাম। ভবিষ্যতে বরের সাথে মান করব
০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:১৭
সমুদ্র কন্যা বলেছেন:
৪০| ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩
ইষ্টিকুটুম বলেছেন: মজার এবং অবশ্যই খুব সুন্দর!!
২০ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৭
সমুদ্র কন্যা বলেছেন:
৪১| ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:০৭
চতুষ্কোণ বলেছেন: ওমর আলীর কবিতা ভালই লাগে। অন্যরকম সুর থাকে উনার কবিতায়। তবে এইধরণের ভিন্নমাত্রার কবিতায় কামরুজ্জামান কামুকেই বেশি ভাল লাগে।
১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা এত কম পড়েছি...........কিছু না বলাই ভাল। তবে ওমর আলীর কবিতাগুলো বেশ লাগে। অনেক সহজ........কিন্তু গভীর........
৪২| ৩১ শে মে, ২০১১ সকাল ১১:১৩
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ওমর আলী আমার প্রিয় কবিদের একজন। অনেকদিন থেকে খুঁজি তারে। কিন্তু পাই না। আগে পাইতাম বিভিন্ন সংবাদ পত্রের সাহিত্য পাতায়। এখন আর তিনি মনে হয় লিখেন না। আজ গুগল মামার সাহায্যে খুঁজতেই পেয়ে গেলাম অসাধারণ রোমান্টিক আমাদের মাটির ভাষায় দু'টি জমজ কবিতা...
ধন্যবাদ আপনাকে..
০২ রা জুন, ২০১১ বিকাল ৪:৪১
সমুদ্র কন্যা বলেছেন: পত্রিকায় পড়েই ওমর আলীর সম্পর্কে প্রথম জেনেছিলাম। তারপর বইমেলা থেকে কিনলাম 'এ দেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি'। অনেক ভাল লাগে কবিতাগুলো। সরল, সুন্দর....
আপনাকেও অনেক ধন্যবাদ মোহেব্বুর।
৪৩| ৩১ শে মে, ২০১১ সকাল ১১:২৬
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: একদিন একটি লোক
একদিন একটি লোক এসে বললো, 'পারো?'
বললাম, 'কি'?
'একটি নারীর ছবি এঁকে দিতে,' সে বললো আরো,
'সে আকৃতি
অদ্ভুদ সুন্দরী, দৃপ্ত, নিষ্ঠুর ভঙ্গিতে-
পেতে চাই নিখুঁত ছবিতে।'
"কেন?" আমি বললাম শুনে ।
সে বললো, 'আমি সেটা পোড়াবো আগুনে ।'
০২ রা জুন, ২০১১ বিকাল ৪:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: একটি রমণী একটি পাথরকে বুকে চেপে ধরে
বললো আকুলস্বরে, 'তুমি একবার,
একবার শুধু কথা বলো।'
তারপর সে নীরব হলো।
হয়তো শোনার জন্য পাথর কি বলে।
পাথর ভিজলো তার দুচোখের জলে।
খুললো না পাথরের মুখ।
রমণী আবার তার বুক
মিশালো পাথরে,
বললো আকুল ভেজাস্বরে,
'কথা বলো, ওগো, বলো কথা।'
পাথর দিলো না সাড়া।
পাথরের ঠোঁটে নীরবতা।
৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৯
অর্ক বলেছেন: খুব ভালো লাগলো। কবি ওমর আলি প্রচুর লিখেছে। তাঁর প্রকাশিত কবিতা'র সংখ্যা অনেক। অত্যন্ত নিবেদিত প্রাণ কবি ছিলেন।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান এ কবিকে!
জয় হোক কবি ও কবিতার।
৪৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৬
অর্ক বলেছেন: লিখেছেন
অনন্তকাল তিনি বেঁচে থাকবেন তাঁর কবিতায়! তাঁকে ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নিয়ে রীতিমতো গবেষণা হওয়া দরকার। আমি অনেকটাই নিশ্চিত, প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত কবিতার সংখ্যায় তিনি সর্বাগ্রেই থাকবেন।
কবি আজ নেই। তাঁর সৃষ্টিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আরও এমন পোস্ট আশা করছি।
ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১০ রাত ৮:০৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আর দুষ্টু বরটার সেই মান ভাঙানোর দুষ্টু দুষ্টু সব পন্থা। খুব সুন্দর! খুব রোমান্টিক!

