নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়...

সমুদ্র কন্যা

তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................

সমুদ্র কন্যা › বিস্তারিত পোস্টঃ

লাল গানে নীল সুর

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৬



ছোটবেলায় এক ধরনের লাল নীল পেন্সিল ছিল। ঠিক মাঝখানটায় দুভাগ হয়ে এক মাথা লাল, আর এক মাথা নীল। আমি সারাদিন ওই পেন্সিল নিয়ে বসে বসে কত ছবিই যে আঁকতাম! পেন্সিলটা ঘুরিয়ে ঘুরিয়ে, একবার লাল রঙে আবার নীল রঙে। আমার যত ছবিওয়ালা গল্পের বই ছিল সবগুলোরই মানুষ, পাখি, বাঘ, ভালুক সব লাল নীল হয়ে গেছিল। ঠিক ওই গানটার মত,



লাল গানে নীল সুর

হাসি হাসি গন্ধ




আমি ছবি আঁকতে ভালবাসতাম খুব। দুপুরবেলা যখন সব্বাই ঘুমে, দেখা যেত আমি মেঝেতে উপুড় হয়ে শুয়ে আকাশের দিকে ঠ্যাং দুটো তুলে দিয়ে একমনে ছবি আঁকছি। আর সাথে উঁউঁউঁ করে কোন সরচিত সঙ্গীতের সুর ভাজা। একটা খুব অদ্ভূত খাবার বেশ প্রিয় ছিল আমার। প্রায় অর্ধেকের মতন লেবু রস করে নিয়ে তাতে চিনি দিয়ে জিভ দিয়ে চেটে চেটে খাওয়া। এখনও, সুযোগ পেলে সেটা ছাড়ি না ভুলেও।



পড়তে শেখার অনেক অনেক আগেই, এমনকি বর্ণমালা চিনতে শেখারও আগে লিখতে শিখেছিলাম। অ আ লিখতাম আর চিকন সুরে গান গাইতাম, 'পড়তে আমার ভাল লাগেনা, লিখতে ভাল লাগে গো ও ও ও ও......'। আমার দিনের বেশিরভাগ সময় যেতো ছবি আঁকায়, আর আমার প্রতিটা ছবির পিছনেই থাকতো একটা করে গল্প। ছবি দেখতে চাও? তাহলে গল্পও শুনতে হবে কিন্তু। একটা বিশাল ফাইলে আমার সব ছবি যত্ন করে রেখে দেয়া আছে এখনও। একটা হাঁস পরিবারের ছবি, একটা খরগোশ পরিবারের, গাঁয়ের মাতব্বর এসে কিভাবে শাঁসাল তাদের, চক্ষু হাসপাতালে লাইন ধরে দাঁড়ানো সব মহিলাদের, গ্রামের বাড়িতে বিয়ে দিয়ে বউ নিয়ে যাওয়ার, বাবাকে জড়িয়ে ধরে লাল শাড়ি পরা বউটার সে কি কান্না......জলরঙে আঁকা শিখিনি। আমি আঁকতাম শুধু পেন্সিলে। আমার এত্ত এত্ত রঙ পেন্সিল ছিল।



তারপর একসময় কি যে হল! ছবি আঁকাটা খুব কমে গেল। যখন ক্লাস এইট নাইনে পড়ি, তখন সময় পেলেই শুধু মেয়েদের মুখ আঁকতাম। পুরো খাতার আনাচ কানাচ জুড়ে কত কত মেয়ের মুখ যে ছিল আমার। আর ভার্সিটিতে ভর্তির পর ছবি আঁকা প্রায় বন্ধই হয়ে গেল। তখন আমার একটা অদ্ভূত অভ্যাস হয়েছিল। আমি বই পড়তাম, আর বইয়ের কোন একটা দৃশ্য কল্পনা করতাম ছবি হলে কেমন হবে! মনে মনে খুব আফসোস হতো, ইস আমি যদি আঁকতে পারতাম।



'থ্রি কমরেডস' বইতে একটা দৃশ্য ছিল, প্যাট সকালবেলায় ঘুম ভেঙে খোলা জানালার সামনে দাঁড়ানো। বাইরে বাগান। ওর পরনে শুধু রূপোলী রঙের সরু একজোড়া সান্ধ্য জুতো। সকালের সূর্যের সোনালী আলো এসে পড়েছে ওর কাঁধে। ওই ছবিটা, ওই আলোটা কেমন হবে ভাবতে গেলে আমার মাথাই খারাপ হয়ে যেতো। আমি খুব চাইতাম ছবিটা দেখতে, কিন্তু সেটা আমার কল্পনাতেই রয়ে গেল।



আমার ছবিগুলোর রঙ ফিকে হতে হতে একসময় ধূসর হয়ে গেছে, আমার লাল গানেও এখন আর নীল সুর বাজে না, কল্পনার ঘুড়ি সূতো ছিঁড়ে কোথায় যে পড়েছে আর খুঁজেই পাই না।



সেইরকম লাল গানে নীল সুর বাজানো, হাজারটা রঙের আকাশের অনেক উঁচুতে কল্পনার ঘুড়ি উড়ানো একটা ছবি আঁকতে খুব খুব ইচ্ছে হচ্ছে কয়দিন ধরে। কিন্তু আমি যে আমার ছবি আঁকার খাতাটা খুঁজে পাচ্ছি না, হারিয়েছি রঙ পেন্সিলগুলো সব। হচ্ছে না, কিছুই আর হচ্ছে না।

মন্তব্য ৬৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮

বীনা বলেছেন: ......... বা! খুব মিষ্টি আর সুন্দর........... +++...........

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:০৮

সমুদ্র কন্যা বলেছেন: বীনা! বহুদিন পর দেখলাম............

ধন্যবাদ অনেক।

ভাল থেকো।

২| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:০০

বৃষ্টিধারা বলেছেন: +++++++++

ভালো লাগলো ।

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩০

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা।

বৃষ্টিধারায় ভাসিয়ে দিন না পৃথিবী। কতদিন ধরে একটু স্নিগ্ধতার জন্য হাহাকার।

শুভকামনা।

৩| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:০১

পটল বলেছেন: হুম। রং বিবর্ণ হওয়ার জন্য সময় কি দায়ী নয়!

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩২

সমুদ্র কন্যা বলেছেন: সময়...সময়...

পাগলা সময়টাকে কি লাগাম বেঁধে আটকে রাখা যায় না একটুক্ষণের জন্য হলেও। ছুটছে তো ছুটছেই কেবল............

৪| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:০২

নাআমি বলেছেন: আমার ছবিগুলোর রঙ ফিকে হতে হতে একসময় ধূসর হয়ে গেছে...

অপুর্ব !! খুব সুন্দর লিখেছ.....

একটু আগে তোমার আগের লেখাটা কমেন্ট করলাম.....


কিন্তু ফিকে হলে চলবেনা, প্রতিটি লেখার সাথে ১ টি করে তোমার আকা ছবি চাই.....

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪২

সমুদ্র কন্যা বলেছেন: একটা করে ছবি! আমি যে এখন আর আঁকি না আপু। কতদিন...বহুদিন...

আর হবে না, আর হয় না।

অনেক ধন্যবাদ ঘুরে ঘুরে আমার লেখাগুলো পড়ার জন্য।
ভাল থেকো।

৫| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:১০

রাধাচূড়া বলেছেন: ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৫

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ রাধাচূড়া।

শুভেচ্ছা।

৬| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:১৭

আরিশ ময়ুখ বলেছেন: অনেক ভালো লাগল :)

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আরিশ।

শুভেচ্ছা।



অট: প্রো পিকে কি আপনি? কিছু মনে করবেন না, ছবিটা একদম উত্তম আমলের নায়কদের মত হয়েছে। সুন্দর........:)

৭| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩২

নীল-দর্পণ বলেছেন: সময়ের সাথে সাথে কেন যে সব এমন হয়ে যায়....এটা মনে হয় আমাদেরই দোষ.....

লেবুর রসের সাথে চিনি মিশিয়ে চেটে চেটে খাওয়া! খেয়ে দেখতে হবে তো :D

০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২০

সমুদ্র কন্যা বলেছেন: আমাদের দোষতো বটেই। সময়ের সাথে সাথে বুড়ো হই আর রঙগুলো সব ফিকে হতে থাকে মনের।

বড় একটা লেবুর অর্ধেকটা, চিনি একটু বেশি নিতে হবে, আর সাথে একটুখানি বীট লবণ (এটা বড়বেলার আবিস্কার)...অতি অসাধারণ একটা খাবার। তবে এসিডিটি থাকলে না খাওয়াই ভাল।:)

৮| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৫

সত্যবাদী মনোবট বলেছেন:

সময়........
উজ্জল রংগুলো তার সাথে
জৌলুস হারায়

সময়.........
বয়ে যায় তবুও সুখ স্মৃতিগুলো
মনের ক্যানভাসে থেকে যায়

...................................অনেক ভালো লাগলো আপুনি তোমার লাল নীল রংয়ের গল্প :)

০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪২

সমুদ্র কন্যা বলেছেন: সময়...সময়...বয়ে যায়...সব ছিনিয়ে নেয়...কিছু কি ফেলে রেখে যায় পিছনে? কি জানি...

ধন্যবাদ মনোবট।

শুভেচ্ছা।

৯| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: হারিয়েছো তো কি হয়েছে???


কিনে ফেলো আবার!!!


রং বিতান, মর্ডাণ বা বইবিচিত্রা চলে যাও।


রঙ পেন্সিল, ক্রেয়ন, পাস্টেল , জলরঙ, তেল রঙ কি না পাবে সেখানে?:P

০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৮

সমুদ্র কন্যা বলেছেন: শায়মা'পু তুমি একটা পাজী। কোথায় একটু ভাব মারার জন্য হা পিত্যেশ একটা লেখা লিখলাম, আর তুমি সব ঠিকানা-টিকানা হাজির করছো এনে। ধুর আমার ভাবের মাথায় তুমি একেবারে রঙগোলা জল ঢেলে দিলা :P :)

১০| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১০

আরিশ ময়ুখ বলেছেন: আমিই!
এডিটের ব্যাপার-স্যাপার =p~

০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৫

সমুদ্র কন্যা বলেছেন: :):)

এডিটিং একটা ভাল জিনিস। কিন্তু আমি বেচারী পারিই না।:(

১১| ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৪:০৮

গুরুজী বলেছেন: ++

০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৮

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ গুরুজী।

শুভেচ্ছা।

১২| ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১৬

সুরঞ্জনা বলেছেন: শায়মা বলেছেন: হারিয়েছো তো কি হয়েছে???


কিনে ফেলো আবার!!!


রং বিতান, মর্ডাণ বা বইবিচিত্রা চলে যাও।


রঙ পেন্সিল, ক্রেয়ন, পাস্টেল , জলরঙ, তেল রঙ কি না পাবে সেখানে?

আমিও তাই বলি। আবার শুরু করো। জীবনের সব ছবি, সুর চিরকাল একরকম থাকেনা। নতুন করে নতুন ছবি, নতুন সুর তৈরী করে নিতে হয়।
বুঝলে গো কইন্যা? এখন থেকে তোমার প্রতিটা পোস্টে তোমার আগের আঁকা একটি করে ছবি জুড়ে দিও। দেখবে ছবি আঁকার ইচ্ছেগুলো প্রজাপতির মতো ডানা মেলে উড়বে।

০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:২১

সমুদ্র কন্যা বলেছেন: ইস আপু তুমি আবার নাচুনি বুড়ি শায়মা'পুকে উতসাহ দিতে ঢাক ঢোল নিয়ে হাজির হইছো! খেলবো না...খেলবো না...:( :P

হয়তো নতুন করেই আঁকা হবে সব ছবি আবার, নতুন করেই সুর বসানো হবে গানে...লাল গানে নীল সুরের বদলে হয়তো লাল সবুজ চির তরুন একটা সুরই হবে কিংবা হতেও পারে সে গানের সুর বিবর্ণ, ধূসর.........কে জানে। সময়ই বলে দেবে সব।

ভাল থেকো লক্ষ্মী আপু।

১৩| ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:১৩

রাজসোহান বলেছেন: হবে! লেখাটা সুন্দর!!

০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:২৪

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস সোহান।

হবে কিনা জানি না। খুব চাই হোক।

১৪| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৯

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ইচ্ছেটাকে জাগিয়ে তুলুন.. অনবদ্য হয়ে উঠুন ম্যাম.. ভাল লাগল সরল কথোপকথন :)

০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:০০

সমুদ্র কন্যা বলেছেন: ইচ্ছেটা যখন আপনাতেই মরে যায় তখন জাগিয়ে তোলা কষ্ট...খুব খুব কষ্ট...বরং সে তখন গলা টিপে আর সবকিছু মেরে ফেলে...

এইভাবে উতসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমিনা।

শুভকামনা রইল।

১৫| ০৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১০

পটল বলেছেন: পারলে তো কাজের কাজই হতো!

০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:০২

সমুদ্র কন্যা বলেছেন: তাতো ঠিকই...কিন্তু সমস্যা হল সেটাতো আর সম্ভব না...

১৬| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:১২

সত্যবাদী মনোবট বলেছেন:
কেনো ফেলে যায় না বলো আপু....................


ধরো...........

কোন মেয়ে যেদিন প্রথম মাতৃত্বের স্বাদ পেলো সে যতই বয়স্ক হউক না কেন কখনই কি সেই এই মাতৃত্বের স্মৃতি ভুলে যেতে পারবে?

সময়, সময়ের নিয়মেই চলে
সুখ কিংবা দুঃখ সময়ের দুটি রূপ মাত্র
আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনে কখনো দুঃখ আবার সুখ স্মৃতিগুলো মনে করে সামনে এগিয়ে চলি। এটাই বুঝি জীবনের নিয়ম।


সময়............ তার নিজস্ব গতিতেই ছুটে চলছে।
যেদিন আমি থেমে যাবো শুধুই আমার সময় কিংবা আমার পৃথিবী থেমে যাবে
অন্য কিছু নয়..............


অনেক কিছু বলে ফেললাম আপু। রাগ করো না। বোনের সাথে মন খুলে না বললে কার সাথে বলবো বলো???

০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:০৭

সমুদ্র কন্যা বলেছেন: রাগ করবো কেন পাগল? ভুল কিছু তো আর বলনি। খুব সুন্দর করে গুছিয়ে বলেছো, একদম ঠিক কথাটাই। এইরকমভাবে ভাবতে পারাটাই তো সবচেয়ে বেশি দরকার। অনেক ভাল লাগল তোমার কথাগুলো।

ভাল থেকো সবসময়।

১৭| ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৪৫

বড় বিলাই বলেছেন: আপনার ছোটবেলার ছবি আঁকার বিষয়গুলো জটিল। আপনার তো ছবি আঁকা ছেড়ে দিলে চলবে না আপু। আবার শুরু করতেই হবে।

০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:১০

সমুদ্র কন্যা বলেছেন: হা হা হা আপু, মোটেই জটিল কিছু না। খুব সাধারন সব ব্যাপার স্যাপার। অনেকদিন আর আঁকি নাতো...এখন আর একদমই হয় না কেন যেন...কাল রাতেও চেষ্টা করছিলাম...কিন্তু কি হল জানেন? হাত কাঁপছিল। হয়তো আঁকবো আবারও...কে জানে!!

ভাল থাকবেন আপু।

১৮| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:০৫

সায়েম মুন বলেছেন: আবার ছবি আঁকার রসদ কিনে লেগে পড়ুন। এবার নিশ্চয়ই আগের চেয়ে ভাল আঁকতে পারেন।

শুভকামনা রইলো!

০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:১৬

সমুদ্র কন্যা বলেছেন: ছবি আঁকা আর হবে কি না কে জানে! সবাইকে দিয়ে সব হয়ওতো না, তাই না?

ধন্যবাদ মুন।

শুভেচ্ছা।

১৯| ০৬ ই মার্চ, ২০১১ ভোর ৪:০০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হবে না মানে! নিশ্চয়ই হবে। হতেই হবে :) চেষ্টা করেই দেখুন আপু।

১০ ই মার্চ, ২০১১ রাত ১২:০১

সমুদ্র কন্যা বলেছেন: হবে...হয়তো...হয়তো না...কে জানে কি...

ভাল থেকো ডাচম্যান।

২০| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমাদের খুব বড় একটা সমস্যা কি জানো? আমরা আমাদের ভালোলাগা/ মন্দলাগা অনুভূতিগুলোর জন্য খুব বেশি অন্য কারও মুখাপেক্ষী থাকি। ছোটবেলায় একটা ভালো ছড়া লিখতে পারলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম- ইশ, মা ভালো বলবেন তো? এখন খুব মজার কোনও জোক বললে অপেক্ষায় থাকি, ছোটবোন ভালো বলবে তো? কোনও মুভি পছন্দ হলে ভাবি, এই মুভিটাই বরের পছন্দ হবে তো? একটা ভালোলাগা গান ফেসবুকে শেয়ার দিয়ে ভাবি, বন্ধুদের পছন্দ হবে তো?... কেন, সমুদ্র? আমরা কি নিজের পছন্দ/ অপছন্দ ভাবনা/অভাবনাগুলো নিয়ে একটু স্বতন্ত্র হতে পারি না? এমন কি হতে পারে না যে, আমার যা ভালো লাগলো তা নেহাতই আমার, সেখানে অন্য কারও সমর্থন/অসমর্থনের মূল্য খুব সামান্যই হবে?

আমি জানি তুমি অজস্রবার ভেঙেচুরে গেছো, তবু বন্ধু হিসেবে এটাই বলবো- নিজের ইচ্ছের দিকে একবার তাকাও। একটাই জীবন আমাদের, এই জীবন আর কখনও ফিরে আসবে না... নিজের জন্য হাসার, নিজের দিকে তাকিয়ে একটু হলেও মেতে ওঠার এই তো সময়! কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমার জন্য কি তুমি নিজেই যথেষ্ট নও?

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩১

সমুদ্র কন্যা বলেছেন: তোমার কমেন্টটা পড়ে ইচ্ছা হল খুব কতক্ষণ তোমাকে জড়িয়ে ধরে কাঁদি। আমি অনেক অনেক লাকী যে তোমার মতন অদ্ভূত ভাল কিছু বন্ধু আছে আমার...যারা যেকোন বিপদে আমার পাশে থেকেছে, সাহস দিয়েছে...যারা গভীর ভালবাসা নিয়ে আশ্বাস দিয়েছে we r all here for u...তোমরা আমার সাহস...আমার শক্তি...

বহুবার ভেবেছি জানো পরের জন্যতো অনেক বাঁচলাম, এবার একটু নিজের জন্য বাঁচি। কিন্তু আমি চাইলেই কি আর সব হবে? হয় কখনো? হয়নি মেঘু সোনা, হবেও না...নিজের জন্য আমি একাই যথেষ্ট বটে...কিন্তু আর কেউ সেটা মানবে কেন! থাকতে দিবে কেন! এরজন্যই রোজ আমি একটু একটু হলে ভেঙ্গেচুরে যাই, একটু একটু করে রঙগুলো ফিকে হয়ে আসে, একটু একটু করে আমি মরে যাই...

২১| ০৭ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৫

রোদেলা বলেছেন: মনে অন্ধকার নেমে এলো।

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৩

সমুদ্র কন্যা বলেছেন: মনে অন্ধকার নেমে এলে কি করে হবে রোদেলা! রোদ্দুরের সোনালী আলোয় ভরে তুলুন চারপাশ। ভাল থাকুন খুব খুব।

২২| ০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৭

লিটল হামা বলেছেন: কি সুন্দর যে লেখো তুমি!

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৬

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর!

না, সুন্দর নয় হাসান। বিবর্ণ...ধূসর...

২৩| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৩০

ফাহাদ চৌধুরী বলেছেন: ভালো লাগছে লিখাটা!!

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৭

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস ফাহাদ।

শুভেচ্ছা।

২৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:১০

রাজর্ষি....... বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:) (লেখক তো কমেন্টে উত্তর দেয়না কমেন্ট করুম নি..?)

থ্রি কমরেডস বইটা আমি মনে হয় পড়েছিলাম আবছা আবছা মনে পড়ে গাড়ী নিয়ে কাহিনী শুরু...শেষে প্যাট মারা যায় দুরের এক হাসপাতালে গিয়ে..? তাই কি..?

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি জানি তুমি অজস্রবার ভেঙেচুরে গেছো, তবু বন্ধু হিসেবে এটাই বলবো- নিজের ইচ্ছের দিকে একবার তাকাও। একটাই জীবন আমাদের, এই জীবন আর কখনও ফিরে আসবে না... নিজের জন্য হাসার, নিজের দিকে তাকিয়ে একটু হলেও মেতে ওঠার এই তো সময়! কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমার জন্য কি তুমি নিজেই যথেষ্ট নও?

সমুদ্র কণ্যাঃ মানুষ কিন্তু প্রথমে নিজের কাছে হারে ....তাই আবার শুরু করুন নিজের জন্য....

শুভ কামনা রইল..

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৮

সমুদ্র কন্যা বলেছেন: কমেন্টের উত্তর দিবো না কেন ভাইয়া? অবশ্যই দিবো। তবে হয়েছে কি জানো, আজকাল ভীষণ অলস হয়ে গেছি। তাই দেরি হয়ে যায়। এই আর কি!

নিজের জন্য শুরু করা। হ্যাঁ, সেটাই সবচেয়ে দরকার।

শুভকামনা আপনার জন্যও।

২৫| ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪৩

ইমরান নিলয় বলেছেন: বেশ ভাল লাগলো।

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৯

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান।

ভাল থাকুন।

২৬| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:১৪

মাহী ফ্লোরা বলেছেন: পাগলা সময় হারিয়ে গেল বাঁধা গেল না কিছুতেই :(

১২ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪১

সমুদ্র কন্যা বলেছেন: পাগলা সময়...বাঁধা যায় না কখনো...কোনভাবেই...

মন খারাপ করবেন না মাহী। কিছু চলে গেছে হয়তো জীবন থেকে, কিন্তু তার বদলে সময় আরো অনেক কিছুই দিচ্ছে অবিরত জীবনকে...দিয়ে যাবে সবসময়...

শুভেচ্ছা।

২৭| ১৩ ই মার্চ, ২০১১ রাত ১:০০

স্বদেশ হাসনাইন বলেছেন: স্মৃতি রোমন্থনের পাগলামীটা মনের সেরা খাদ্য। একটা মাছির মতো উড়তে থাকে অনেকস্মৃতি, সময়টা ভুলেই গেছি। ট্রেসিঙ কাগজে অনেকগুলো ছবি, কাহিনী, চরিত্র, রঙ মিলে মিশে বিমূর্ত হয়ে গেছে। নামগুলো মনে পড়ে না। গাছের ছায়া আছে, রেলগাড়ির হুইসেল আছে, বিয়ে বাড়ির মাইক এবং সন্নিহিত কোনের মতো ঘুম ভেঙে গভীর রাতে টিনের চালে বৃষ্টির শব্দ। ঘষা কাচে হারিয়ে যাওয়া ভালবাসার ক্ষণ, অলস ভাবে চোখে চেয়ে থাকা, এতটা নিখুঁত যে বর্তমান পুড়িয়ে শুধুই পুরনো কিছুকে চাই । অথচ ভবিষ্যতটা না হলে আমাদের চলে না। দ্বৈতরূপ। শহরের বিলাস কক্ষটা অবহেলায় থাকে, ভাল লাগে গ্রামের পথের পেইণ্টিং। আর সাদাকালো দৃশ্যগুলো মঞ্চের ধূম্যজালের মতো অতীত স্প্রে করে - অসম্ভব জেনেও অন্ধকারে মাতামহীর শরীরে নিজের শৈশব সমর্পণ করতে চাই - অথচ এরই মধ্যে ঘড়িটা ক্রমাগত মূহুর্ত সরিয়ে নিচ্ছে মহাবিশ্বের রত্নভাণ্ডারে। শিশুদের স্কুলে এগিয়ে দিতে একটা ছবি মনে পড়ল। যে দপ্তরী ঘন্টা বাজাতো তার একটা হাত ছিল না, কিন্তু ভীষণ মজার, বাম হাতে ঘন্টা বাজাতো। মুখ ভর্তি পানের দাঁতে বলত - বাচ্চারা আজকে আগে আগে ছুটি ....ছুটি হবে এই খুশীতে স্কুলের সামনে বারোযারী কলে মুখ ঠেকিয়ে পানি পানটাও শেষ করা হতো না..

২২ শে মার্চ, ২০১১ দুপুর ২:৩৯

সমুদ্র কন্যা বলেছেন: কি সুন্দর করে প্রতিটা অনুভূতি আর স্বপ্নময় মূহুর্তগুলো তুলে ধরেছেন হাসনাইন!

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

২৮| ১৩ ই মার্চ, ২০১১ রাত ১:০২

সরলতা বলেছেন: কি অদ্ভূত সুন্দর একটা লেখা!

২২ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: অদ্ভূত সুন্দর একটা মন নিয়ে লেখাটা পড়েছেন বলেই হয়তো এত ভাল লেগেছে।

অনেক ধন্যবাদ সরলতা।

ভাল থাকবেন।

২৯| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৫

অন্ধ আগন্তুক বলেছেন: আপু , এই লেখাটা পড়ে আমি লেখক সমুদ্র কন্যাকে নতুন করে চিনেছিলাম !

অনেক ভালো থাকবেন ।

২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস আগন্তুক।

শুভকামনা।

৩০| ১৪ ই মার্চ, ২০১১ রাত ৯:৩০

মুশতারী বলেছেন: আপনার লেখাগুলো খুব সফট! সুন্দর!

২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১৫

সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুশতারী।

ভাল থাকবেন।

৩১| ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৮

নস্টালজিক বলেছেন: সো ফার, তোমার সেরা লেখা।

খুব যত্ন করে লিখসো, কোনো বাহুল্য নাই...

পরিমিত শব্দচয়নে পারফেক্ট মেলান্কোলি।


২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৭

সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস ভাইয়া।

মাথায় এল হঠাৎ আর লিখে ফেলেছি, তেমন কিছুই ভাবিনি। মন খারাপ হলে সত্যি ভাল ভাল কথা লেখা যায়। :)

৩২| ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩৯

রেজোওয়ানা বলেছেন: চমৎকার একটা লেখা.......

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৬

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ভাল থাকবেন।

৩৩| ২৩ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৩৩

সত্যবাদী মনোবট বলেছেন:

আমি প্রতিদিন ভোঙ্গেচূড়ে
নিজকে গড়ি
আমার জন্য নয়,তোমাদের জন্য
তোমাদের ভালোবাসার মায়ায়
আর একটি স্বপ্ন দেখি
একটা দিন বেশী বাঁচার ইচ্ছায়........

কেমন আছো আপু? সব ভালো তো.............

২৫ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৩

সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মনোবট।

এইতো আছি।

হ্যাঁ, ভালই সব।

ভাল থেকো।

৩৪| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৩

Dee Dee বলেছেন: ঈদ মুবারাক আপু! :)

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: ঈদ মোবারক ডী ডী! :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.