নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনার জাগরণ নতুন দিনের বিষ্ফোরণ। আমরা গড়ব নতুন ভূবন, নতুন আশা মনে। এই কথাটির প্রতিধ্বনী বাজুক জনে জনে।

সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।

› বিস্তারিত পোস্টঃ

একটি প্রতিবন্ধি পূর্নবাসন কেন্দ্রের জন্য পরামর্শ

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

একটি প্রতিবন্ধি পূর্নবাসন কেন্দ্রের জন্য পরামর্শ

জাহাঙ্গীর আলম শোভন

এই প্লানটি তাসনুভা শামীম প্রতিবন্ধি পূর্ণবাসন কেন্দ্রের জন্য লেখা। কিন্তু এ ধরনের যেকোন প্রতিষ্ঠাকের এটি কাজে লাগতে পারে।

অবকাঠামো ও পূণবাসন সুবিধা
১. আবাসিক সিট
সিট ১০০ টি, প্রতি রুমে ৪ সিট, মোট ২৫ ষ্পম। (সুপার ষ্পম)
২. ডাইনিং রুম প্লাস টিভি রুম কাম কমনরুম ১টি , ৫০টি সিট
৩. নামাযরুম ১টি, পত্রিকা রুম ও লাইব্রেরী ১টি।
৪. অফিস সেকশান
পরিচালক কক্ষ/ ম্যানেজার ও একাউ›ন্ট কক্ষ/ ওয়েটিং ষ্পম
৫. নার্সরিী, পার্ক , বাগান, পুকুর ও খেলার মাঠ
স্টোর রুম/ হলরুম/ মিটিং রুম/ গেস্ট হাইস।
৬. প্রতিবন্ধিদের হাতে তৈরী পন্য বিক্রির জন্য একটি একটি সুপার শপ। যেখানে প্রতিবন্ধিরা পন্য রেখে যাবে আর সংস্থার পক্ষ থেকে বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে দেয়া হবে। সার্ভিস চার্জ হিসেবে বিক্রয় মূল্যের সাথে ৭% যোগ করা হবে।

সার্ভিস ও প্রশিক্ষণ সুবিধা
১. কম্পিউটার ট্রেনিং ন্টোর
২. সেলাই প্রশিক্ষণ
৩. ডক্টর চেম্বার
৪. ফিজিওথেরাপী
৫. ফার্মাসী ও ক্যান্টিন
৬. নার্সারী প্রশিক্ষণ
৭. হাতের কাজ
৮. অন্যান্য

স্কুলিং
১. প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা ও শিশু শিক্ষা : ৩টি শ্রেনী
২. কোচিং: বাংলা, অংক, ইংরেজী, আরবি
৩. ধমীর্য় শিক্ষা: নামায, কোরআন ও হাদীস
৪. স্কুল মাদরাসা শিক্ষা নেয়ার জন্য বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে গমনের জন্য পরিবহন সুবিধা।

কর্মী ব্যবস্থাপনা
১. শীর্ষ ৩ ব্যক্তি বাদে বাকীদের নিয়োগ দেয়া হবে প্রতিবন্ধিদের মধ্য থেকে। এজন্য কিছু পারিশ্রমিক পাবে তারা।
২. যারা প্রশিক্ষণ নেবে তাদের মধ্য থেকে যারা ভালো করবে তারা আবার অল্প কিছু ফি এর বিনিময়ে অন্যদের প্রশিক্ষণ দেবে।
৩. প্রশিক্ষক, ডাক্তার ও টিচাররা হবেন খন্ডকালীন কর্মী। এবং সমাজের বিভিন্ন স্তরের স্বেচ্চাসেবকরাও এতে অংশ নিতে পারবেন।
৪. বাজার, রান্না, ধোয়া, হিসাব রাখা, সব কাজই সক্ষম বর্ডাররা করবে। এজন্য তারা নূনতম ভাতা পাবে।
৫. মাঝেমধ্যে কেউ চাইলে স্বে”াসেবক হিসেবে কাজ করে দিতে পারবে।

বৃত্তি বা স্কলারশীফ
১. প্রতিবন্ধি শিশুদের মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।
২. এছাড়া ফিজিওথেরাপির উপর শর্ত সাপেক্ষে এলাকার সক্ষম তরুন তরুনীদের বৃত্তি প্রদান করা হবে যাতে তারা শিক্ষা জীবন শেষে সাময়িক বা পার্টটাইম এখানে স্বেচ্চাশ্রমে সেবা দিতে পারে।
৩. একই উদ্ধেশ্যে প্রতিবছর একজন প্রতিবন্ধিকে মেডিক্যালে লেখাপড়ার জন্য বৃত্তি দেয়া হবে। সারা বাংলাদেশ থেকে বাছাই করা হবে। প্রতিবন্ধি পাওয়া না গেলে এই কেন্দ্রের সাথে পরবর্তিতে সেবামূলক কাজ করবে এই শর্তে পুরো বৃহত্তর সিলেট থেকে একজন মেডিক্যালে চান্স পাওয়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

নোট:
১. ১০০ জন বর্ডার থাকলে আরো ১০০ জন থাকবে অনাবাসিক যারা কাজ ও প্রশিক্ষণ এর জন্য বাসা থেকে যাতায়াত করবে।
২. এখানে কাউকে স্থায়ী পূর্নবাসন করা হবেনা। প্রশিক্ষণ এক কাজ শেষে সবাই অন্যত্র কাজ নিয়ে চলে যাবে।
৩. সর্বো” ৩ বছরের বেশী প্রশিক্ষণ কাজে এবং ৩ বছরের বেশী কাজের সুবাদে কোন পান্দপ্তবয়স্ক প্রতিবন্ধি এখানে থাকনো। এবং শিশুদের ক্ষেত্রে ৫ বছরের শিক্ষা ও প্রশিক্ষন সাথে ৫ বছরের কাজ মোট ১০ বছরের বেশী কেউ এখানে থাকবেনা। তবে কেন্দেন্দর যদি কারো প্রয়োজন হয় অথবা আসন খালি থাকে সেক্ষেত্রে শিথিল করা যেতে পারে।

আয়ের খাত:
১. বিদেশী সংস্থার অনুদান
২. প্রবাসীদের অনুদান
৩. নিজস্ব আয়
৪. এলাকাবাসীর অনুদান
৫. সরকারী অনুদান

ব্যয়ের খাত
১. অবকাঠামো ও উন্নয়ন
২. বেতন, ভাতা, পারিশ্রমিক ও কনসালটেন্সি ফি
৩. ইউটিলিটি বিল: গ্যাস বিদ্যুৎ পানি
৪. বৃত্তির অর্থ
৫. পরিবহন খরচ
৬. যাতায়াত ও যোগাযোগ
৭. বিভিন্ন অনুষ্ঠান ও খেলাধুলা সামগ্রী
৮. শিক্ষা ও প্রশিক্ষণ সামগ্রী
৯. অনুদানের জন্য যাবতীয় কাজে খরচ

প্রচার প্রচারণা:
১. ফেইসবুকে আপনার পার্সোনাল প্রোফাইল এর সাথে না রেখে একউ একাউন্ট আলাদা ফেইজ খুলুন।
২. প্রচারনার জন্য ফেইসবুকে বুস্ট¢ পোস্ট¢ করুন।
৩. ফেইসবুকে টার্গেট পিপল ঠিক করে এড দিন।
৪. লন্ডনের জুমাবার পত্রিকায় এড দিয়ে দেখতে পারেন।
৫. আপনার সব কাজ একটা কালারে নিয়ে আসেন। আপনি সে কালারটা বেশী ব্যবহার করবেন। যাতে কালার দেখলে মানুষ বোঝে যে এটা তাসনুভা শামীম ফাউন্ডেশনের কিছু একটা হবে।
৬. .ব্রুশিউর ভালো ও উন্নতমানের কাগজে ছাপুন। এবং একটি খামে পুরে প্রদান করুন।
৭. অনেক ছবি ব্যবহার করার দরকার নেই। ভালো এবং আবেদন আছে এরকম ২/১টি ছবি যথেষ্ঠ। যেমনটা মুসলিম এইড, সেইভ দ্যা চিলডেন্দন ও অন্যান্য সংস্থার বিজ্ঞাপনের ব্যবহার হয়।
৮. একশটা আজে বাজে ছবি না তুলে একটি সঠিক ছবি তুলুন। যাতে এর ফ্রেম, আলো, ফোকাস, রেজুলেশন, এঙ্গেল, মুড সব ঠিক থাকে।
৯. প্রতিবছর নতুন আপডেট দিন। নতুন করে প্রচারপত্র ছাপুন।
১০. দেশে এখন পেমেন্ট গেটওয়ে কোম্পানী আছে। যারা আপনাকে বিভিন্ন ডেবিট ক্রেডিট বা ব্যাংক কার্ডের মাধ্যমে অনুদান কালেকশনে সহায়তা করতে পারে।
১১. ভিজিটিং কার্ড বানাতে পারেন ছোট একটি ডোনার কার্ডের মত।
১২. ইদ কার্ডের মত একটি ধন্যবাদ কার্ড বানাতে পারেন। অথবা রমযান কার্ড যাতে রোজার আগেই রোজার শুভেচ্চা জানিয়ে লোকজনকে দিতে পারেন। ও পাঠাতে পারেন। বিশেষকরে তাদেরকে যারা আপনার ডোনার হতে পারে। সফট কপিও পাঠাতে পারেন। জানাতে পারেন সাহায্যের আবেদন।
১৩. ছোট ছোট সুন্দর ভিডিও বানিয়ে ইউটিউবে দিতে পারেন। যাতে কেউ আপনার কার্যক্রম সম্পর্কে আরো জানতে পারে।
১৪. দিতে পারেন সুবিধাভোগী লোকদের সাক্ষাৎকার ও ডিসি এমপিসহ ভিআইপিদের মতামত।
১৫. কয়েকদিন পর পর কাজের অগ্রগতি সম্পর্কে ভিডিও বানিয়ে নেটে দিতে পারেন। আর মেইল করে সবাইকে সে লিংকটা দিয়ে দিতে পারেন।
১৬. যাদেরকে পুর্নবাসন করছেন তাদের প্রোফাইল বানিয়ে আলাদা একটি ক্যাটালগ করতে পারেন। যাতে নাম ছবি বক্তব্য সাহায্যের ধরন বা পরিমান ইত্যাদি সব উল্লেখ থাকবে।
১৭. ওয়েবসাইটেও প্রত্যেকের জন্য তাদের সমস্যা তুলে ধরে আলাদা আলাদাভাবে আপীল করতে পারেন।
১৮. ফেইসবুকে বুস্ট পোস্ট করার জন্য এক/দুইজন মিডিয়া মার্কেটার রেখে দিতে পারেন। তারা নেটে প্রমোশন করবে। তারা তাদের বাসায় বসে করবে। আপনি শুধু কনন্টে দেবেন। তবে স্বেচ্চাসেবি কাউকে পেলে ভালো হয়।
১৯. আপনার কার্যক্রম এর উপর আপনি বাংলা ও ইংরেজীতে আর্টিকেল লিখে বিভিন্ন ব্লগে দিতে পারেন। এটার সুবিধা হলে এ বিষয়ে কেউ যখন গুগল থেকে সার্চ দিয়ে খুজবে তখন ব্লগ আর্টিকেল এর শিরোনাম ও ট্যাগ অনুসারে ব্রাউজার বিষয়গুলো জানতে পারবে। ফলে এটা অনেক প্রচার হবে। এবং আপনি এগুলো লিংক আকারে ডোনারদের দিতে পারবেন। তারা লিংক থেকে ক্লিক করে বিস্তারিত জেনে নেবে।

অন্যান্য পরামর্শ:
আপনি যখন যে কাজ করতে চাইবেন। আমার সাথে শেয়ার করলে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো যে কাজটি আপনি সহজে কিভাবে ভালোভাবে করতে পারেন। এ ধরনের আরো লেখা প্রয়োজন হলে আপনারা আমাকে জানাতে পারেন। আপনাদের উপকারার্থে আমি আপনাদের সাথে শেয়ার করবো

লেখক: কনসালন্টে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.