নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনার জাগরণ নতুন দিনের বিষ্ফোরণ। আমরা গড়ব নতুন ভূবন, নতুন আশা মনে। এই কথাটির প্রতিধ্বনী বাজুক জনে জনে।

সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।

› বিস্তারিত পোস্টঃ

সংবাদের শিরোনাম লিখন

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১


সংবাদের শিরোনাম লিখন
জাহাঙ্গীর আলম শোভন

শিরোনাম সংবাদের একটা অংশ। শিরোনাম লেখাও একটা শিল্প। সংবাদ শিরোনাম লেখার ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিতে পারলে সংবাদ আকর্ষনীয় ও পাঠকপ্রিয় হয়ে উঠে। একজন ঝানু সাংবাদিক একজন দক্ষ শিরোনাম লেখকও বটে বিশেষ করে সহ সম্পাদকদের এ ব্যাপারে নির্জলা দক্ষতা থাকতে হয়। একটি স্বার্থক শিরোনাম রচনার জন্য কতগুলো বিষয় নজর রাখতে হয়।


১. মূল বক্তব্যের ভিত্তিতে
প্রতিটি সংবাদের একটি মূল বিষয় থাকে। একটি সংবাদে অনেক বিষয় আলোচনা করা হলেও একটা মূল বিষয় থাকবে সংবাদ শিরোনামে । মূল বিষয়কে ফোকাস করে রচনা করতে হবে।



২. কাহিনীর সাথে সঙ্গতিপূণ:
সংবাদের শিরোনাম মূল গল্পের সাথে সঙ্গতিযুক্ত হবে। সংবাদ শিরোনাম পাঠ করেই যেন পাঠক সংবাদটি সম্পর্কে ধারণা অর্জণ করতে পারে এবং কিছু জানতে পারে। পাঠক এমনটা কখনোই প্রত্যাশা করে না যে আপনি সংবাদে যা লিখবেন তা শিরোনামে নেই।


৩. আকর্ষণীয়:
এটা একটা সংবাদ শিরোনামের অন্যতম প্রধান গুন। শিরোনাম দিয়েই পাঠককে প্রথমত সংবাদের প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিরোনাম আকর্ষনীয় না হলে পাঠক যদি সংবাদ পাঠে আগ্রহী না হয় তাহলে মূল থবরে কি ভালোমন্দ আছে তা আপনি কাউকে জানাতেই পারলেন না।

৪. সহজ সরল ও সাবলীল
শিরোনাম হতে হবে সহজ সরল যাতে করে পাঠক একবার পড়েই শিরোনামের ভাবার্থ বুঝতে পারে এবং সংবাদ সম্পর্কেও একটা ধারণা পেতে পারে। জটিল শিরোনাম রচনা করে বাহাদুরী দেখাতে চাইলে মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।

৫. সংক্ষিপ্ত
শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত। যতোটা সংক্ষিপ্ত শিরোনাম রচনা করা যায় ততই উত্তম। তবে সংক্ষিপ্ত করতে গিয়ে কখনো অর্থহীণ শিরোনাম রচনা করা উচিত নয়।

৬. সাধারণ নিয়ম
একটা শিরোনাম লেখার জন্য সাংবাদিকতার নিয়ম অনসারে কিছু শর্ত বা নিয়ম থাকে। একজন সম্পাদক বা প্রতিবেদককে শিরোনাম রচনার সময় অন্যান বিষেয়রে সাথে এই বিষয়টিও মাথায় রাখতে হয়।

৭. নির্ভুল
অবশ্যই শিরোনাম হবে নির্ভূল। একটি সংবাদের শুরুতেই যদি ভুল থাকে। তাহলে সংবাদ সাংবাদিক ও সংবাদপত্র তিন বিষয়ের প্রতি পাঠকের নেতিবাচক ধারণা তৈরী হবে।

৮. পূণরাবৃত্তি বর্জিত
একটি শিরোনামের ভেতর একটি শব্দের বার বার ব্যবহার শিরোনামের স্বাভাবিক সৌন্দর্যকে ব্যহত করতে পারে। এজন্য শিরোনাম রচনার সময় এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখতে হবে।

৯. ঐতিহাসক বর্তমান কালে :
শিরোনাম লিখতে হয় ঐতিহাসিক বর্তমান কালে। ব্যতিক্রমও হতে পারে। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে এটাই প্রচলিত। যেমন ‘‘প্রধানমন্ত্রী গতকাল গোপালগঞ্জ সফর করেছেন’’ এটা না লিখে লিখা হয় ‘‘প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর’’ এটাই শিরোনাম লেখার বহুল প্রচলিত পদ্ধতি।

গ্রন্থসূত্র:
১। সংবাদ সম্পাদনা- খোন্দকার আলী আশরাফ, পিআইবি- ২০০৩
২। সাংবাদিকতা- দ্বিতীয় পাঠ, আর রাজী। ভাষা চিত্র, ঢাকা ২০০৯
৩। সম্পাদনার প্রথম পাঠ-অরুনাভ সরকার। পিআইবি ২০০৬
৪। সংবাদ লেখা ও সম্পাদনা, সিকান্দার ফয়েজ, বাংলা একাডেমী ২০০১
৫। সম্পাদকের নোট বই (প্রবন্ধ): জাহাঙ্গীর আলম শোভন ২০১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.