নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মে ঘ দূ ত

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার 'পরে

মে ঘ দূ ত › বিস্তারিত পোস্টঃ

পাগলা হাওয়ার বাদল দিনে..

১৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫৫

পাগলা হাওয়ার বাদল-দিনে

পাগল আমার মন্‌ জেগে ওঠে



মন আমার মূলত দৃতীয় লাইনটার কথায় বলতে চায়ঃ



পরশু ই-মেইলে একটা মেমো পায় বসের এর কাছ থেকে। খুব অবাক হই কারণ মেইলেইতো লেখা যেতো যা বলবার। আর খুব দরকারী কিছু না থাকলে অফিসে সাধারণত এভাবে এটাস করে মেমো পাঠায় না। তার উপর আবার বসের বস এবং সে বসের বস cc করা। ব্যাপার কি? খুলে দেখি আমাকে উদ্দেশ্য করে লেখা যার সার-সংক্ষেপ হচ্ছে আমার কাজে সন্তুষ্ট হয়ে বস শুধু ধন্যবাদ এর চাইতে আরো বেশি কিছু দেবার তাগিদ অনুভব করছিল। হেন তেন কি কি করেছি উল্লেখ করে শেষে যা লিখলো তাই আমার মুখজুড়ে হাসি এনে দিল। একটা ভালো এমাউন্টের চেক :D যা বাই-উয়িকলী বেতন এর সাথে যুক্ত হবে (কি মজা!)।



পাগলা হাওয়ার বাদল-দিনে

পাগল আমার মন্‌ জেগে ওঠে

চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে

সেখানে অকারণে যায় ছুটে

ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে

যাবে না, যাবে না--

দেয়াল যত সব গেল টুটে

বৃষ্টি-নেশা ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--

যত মাতাল জুটে।

যা না চাইবার তাই আজি চাই গো,

যা না পাইবার তাই কোথা পাই গো।

পাব না, পাব না,

মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।



Click This Link



রিমিক্সঃ Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:০০

আহছানউল্লাহ বলেছেন: পাগল হাওয়ার সাথে বেশী পাগলামী ভাল না ।হাওয়া কে নিজর গতিতে চলতে দিন..............

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:০৩

মে ঘ দূ ত বলেছেন: হাওয়ার সাথে পাগলামী কে করছে, এখানে তো প্রফুল্ল মনের কথা বলা হয়েছে :|

২| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:০৫

তনুজা বলেছেন: খালি মুখে এই খবর

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:০৭

মে ঘ দূ ত বলেছেন: ও জন্যেই তো গানটা কষ্ট করে টাইপ করা এবং দুইটা গান যুক্ত করে দেয়া :-*

হিহিহি :D

৩| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৩

নুশেরা বলেছেন: বাহ্ বাহ্ দারুণ খবর। টাইপোগুলো মাফ করে দিলাম :)

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৪

মে ঘ দূ ত বলেছেন: ওহ্‌ খোদা এইটাতেও ভুল। আমি শুদ্ধ করে লিখা যে কবে শিখপো। :((

৪| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৪

মিলটনরহমান বলেছেন: ভালো লাগলো ভাই

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৫

মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগাটাই তো শেয়ার করা। আপনার ভালো লেগেছে যেনে ততোধিক ভালো লাগলো।

৫| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৫

কাপািলক বলেছেন: গানটি তো মন মাতানো

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৭

মে ঘ দূ ত বলেছেন: সে আর বলতে। গুনগুন করে ভাজতে ভাজতেই পোষ্টটা করে ফেলা।

ধন্যবাদ।

৬| ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:৫৪

কঁাকন বলেছেন: পার্টি দেন

কেক-কুক কই

??

১৮ ই মে, ২০০৯ ভোর ৬:৫৮

মে ঘ দূ ত বলেছেন: বা-রে এতো সুন্দর করে পাগলা হাওয়া খাওয়ালাম ওতে পেট ভরলো না?

৭| ১৮ ই মে, ২০০৯ সকাল ৭:১৮

মন মানে না বলেছেন: চেক পাইলেন , পার্টি কই ?

১৮ ই মে, ২০০৯ সকাল ৭:৪৫

মে ঘ দূ ত বলেছেন: আহ, পেট ভরে খেয়ে এলাম। বেগুনভাজির ছবিটা ম্যাজিকের মতোন কাজ করেছে :D

চেকটা আগে হাতে পেয়ে নিয় তারপর ভেবে দেখা যাবেনে ক্ষন ;P

৮| ১৮ ই মে, ২০০৯ সকাল ৮:০৯

মন মানে না বলেছেন:
আহ্ ...

১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:১৭

মে ঘ দূ ত বলেছেন: :D

৯| ১৮ ই মে, ২০০৯ সকাল ৯:৪৪

ক-খ-গ বলেছেন:

কেক-কুক কই ??????
খালি মুখে এই খবর দেন, এইটা কেমন কথা?

১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:১৯

মে ঘ দূ ত বলেছেন: এই নিন আপনার জন্য একটা ফ্রুট কেকঃ

১০| ১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৫

রোহান বলেছেন: লও মিয়া পুরা মিষ্টির হাঁড়ি নিয়া আইলাম ;)

১৯ শে মে, ২০০৯ ভোর ৬:০৭

মে ঘ দূ ত বলেছেন: ওরি ওরি আমার প্রিয় মিষ্টি! :) অনেক অনেক ধন্যবাদ।

একজন অন্তত বুঝলো কষ্ট যে করে তাকেই খাওয়াতে হয়। হেহে :D

১১| ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৬

শিরীষ বলেছেন: আহ আজকে এই গানটা সারাদিন গাইতে ইচ্ছে হচ্ছে---

০৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:১৬

মে ঘ দূ ত বলেছেন: গেয়ে চলুন প্রাণ খুলে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.