নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মে ঘ দূ ত

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার 'পরে

মে ঘ দূ ত › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ভালোলাগা মুহূর্ত

২৬ শে জুন, ২০১১ ভোর ৫:০৩

এইটি আমার ২৫০ তম পোষ্ট। র‍্যান্ডমলী কিছু সাইটে মানুষের ভালো লাগা মুহূর্তগুলো পড়তে পড়তে মনে হল কেন না আমিও নিজেরগুলো শেয়ার করি। তাই নিয়ে এলাম আমার ভালোলাগার প্রহরগুলো নিয়ে -



১। টিভি দেখতে বসে এমন কোন চ্যানেল ছেড়ে বসা যার ভাষা বুঝা দুষ্কর। স্প্যানিশ, কোরিয়ান, জাপানীজ বা এমনি কিছু। মজা লাগে আমার এমনটা করতে। চোখ থাকে টিভির পর্দায় আর মন চলে যায় কোথায়...



২। ফেইসবুকে প্রিয় কারো পোক বা ম্যাসেজ পেতে। বা প্রত্যাশিত কারো চ্যাটে নক্‌ করার শব্দটা। মিষ্টি মিষ্টি :-)



৩। ছুটির দিনের মেঘলা সকালে নিজের হাতে বানানো চায়ের কাপে আয়েশি চুমুক দিতে দিতে রবীন্দ্রসঙ্গীত শুনা।



৪। ছুটির দিনে আরাম আরাম দিবা-নিদ্রা দেওয়া :-)



৫। উত্তম-সুচিত্রা বা ওপার বাংলার সাদাকালো, প্রিয় কোন অভিনেতা-অভিনেত্রীর বা ভীনদেশী কোন পরিচালকের ক্লাসিক মুভি দেখা। সেটি যে দেশেরই হোক না কেন।



৬। গোধূলীলগ্নে নদীর পাড়ে বসে হাওয়া গেলা।



৭। উদ্দেশ্যবিহীন ভাবে কোথাও হারিয়ে যাওয়া।



৮। ক্যামেরা দিয়ে জীবনের, প্রকৃতির ছবি উঠানো।



৯। কারাটে ক্লাসে বা জিমে কাটানো সময়গুলো, যখন টপ্‌টপ্‌ করে ঘাম ঝরে পড়ে। মনে হয় আহ্‌ শ্রম সার্থক :-)



১০। বন্ধুর দুঃসময়ে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।



১১। সারাদিনের ব্যাস্ততার পর রাতে টিভিতে প্রিয় নাচের অনুষ্ঠান দেখতে।



১২। মনের আকাশে চড়ে বেড়ানো ভাবনাগুলোকে শব্দ দিয়ে বন্দী করে যখন ব্লগে পেশ করি, আর সহব্লগার বন্ধুরা যখন পড়ে মন ভালো করা সব মন্তব্য করেন। মনে হয়, আহ্‌ আর কি চাই :-)



১৩। মা যখন আমার প্রিয় খাবারগুলো রান্না করেন আর পেটভরে খেয়ে যখন তৃপ্তির ঢেকুর বেড়োয়।



১৪। হঠাৎ পেয়ে যাওয়া কোন গান দিনরাত নাগাতর শুনা আর দিনকতক একি গান শুনেও শুরুর মতোন আনন্দ পেতে।



১৫। শব্দঢালি থেকে মন ভালো করা শব্দদের নিয়ে চিঠির মালা বুনতে এবং পেতে।



১৬। অভিমানিনীর মান ভাঙ্গাতে। ছেলেমানুষী ঝগড়া করতে এবং আবার সেটি মিটমাট করতে। :-)



১৭। নিজের করা নিয়ম ভাঙ্গতে



১৮। পছন্দের কারো মুখে হাসি ফোটাতে।



১৯। কিছুই না করতে



২০। হাসতে। কারণ এবং অকারণে।



২১। নিজেকে ট্রিট করতে, অবশ্যই দারুণ কিছু অর্জনের পর।



২২। নিজেকে নিজের সর্বান্তঃকরণে ছড়িয়ে দিয়ে আরাম আরাম আয়েশ আয়েশ মুহূর্ত কাটাতে। শুধুই নিজের সাথে।



২৩। দূরে বহুদূরে কোথাও গিয়ে কিছুদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।



২৪। অফিসে জটিল কোন সমস্যার জট ছাড়াতে এবং অন্যকে ছাড়াতে সাহায্য করতে। একটা তৃপ্তি এবং গর্ববোধ হয় নিজের ইঞ্জিয়ারিং বিদ্যের উপর।



২৫। অবসরে পছন্দের কোন বিষয়ের উপর ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে। অবশ্যই পড়ালেখা বিবর্জিত।



২৬। কোন কাজে, যার ফল অনেকেই পাবে, যখন কেও এগিয়ে আসে না তখন নিজে সেটি তুলে নিতে এবং ঠিকঠাক সম্পূর্ণ করতে।



২৭। ক'মাস কঠিন অধ্যাবসায়ের পর সেমিষ্টার শেষে যখন প্রত্যাশিত গ্রেড মিলে তো



২৮। যার কথা মন যখন ভাবছে, সেই সেই মুহূর্তগুলোতে প্রত্যাশিত সেই জনের sms বা ফোনকল পেতে।



২৯। কাজ থেকে ফেরার পথে ট্রেনে বসে আরামনিদ্রা দিতে।



৩০। রেসিপি ফলো করে করে রান্না করে আর সেই রান্না যখন হয় উপভোগ্য।



৩১। ম্যাসাজ নিতে



৩২। যে জিনিসটা খুজছি গুগল মামা সেটি সহজেই পাইয়ে দিলে।



৩৩। ব্লগে মন ভরে যাওয়া এবং তৃপ্তি পাওয়া কোন লেখায় মনের মত করে মন্তব্য দিতে।



৩৪। বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে।



৩৫। বাসায় দাওয়াত খেতে আসা মেহমানরা যখন খাওয়া সেরে আড্ডা দিতে বসেন আর সারাদিনের ব্যস্ততার পর মাও যখন একটু অবসর পান তাদের সাথে বসে গল্প করার, সেই ফাঁকে কিচেনে যেয়ে এঁটো প্লেট-পেয়ালা ধুয়ে রাখতে। আর মা যখন এসে বলেন, হয়েছে হয়েছে তোমার করা লাগবে না, সেই মুহূর্তটা।



৩৬। পছন্দের কারো সাথে সময় কাটাতে, তাকে খাওয়াতে এবং পছন্দসই কিছু কিনে দিতে।



৩৭। কল্পনার ঘুড়িকে মনের রোদেলা আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটিয়ে বেড়াতে।



৩৮। ফেইসবুক ফ্যান প্যাজগুলোতে আমি যেই প্যাজগুলো দেখি, সেখানে কেও কোন কাজের জন্য এডমিনের তাড়িফ করলে।



৩৯। আমার সাইটের প্রশংসা শুনতে



৪০। রাতের খাওয়া সেরে ফ্রিজে রাখা রসগোল্লা দুই আঙ্গুলে ধরে টুপ করে মুখে পুড়ে দিতে।



৪১। নিজের পুরোনো লেখাগুলো পড়ে সেই লেখার সময়কার ভালোলাগা টুকু ফিরে ফিরে পেতে।



৪২। যখন বুকে জমে থাকা মন খারাপের মেঘগুলো কান্নার বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে।



৪৩। ছোট ভাইয়ের সাথে বসে ছেলেবেলাকার মতো আগ্রহ সহকারে প্রিয় কার্টুনগুলো দেখতে।



৪৪। শৈলী আপুটার কাছে থেকে "ভাইয়াআআআআ" ডাক শুনতে।



৪৫। ফিটফাট বাবুটা সেজে বাইরে বেড়োলে মানুষজন মুখ তুলে থাকালে, বিশেষ করে লবঙ্গলতিকা হয় যদি তো =P



৪৬। উঠিয়ে রাখা কোন জামাকাপড় অনেকদিন পর পড়তে যেয়ে জামার পকেট থেকে টাকা বেরোলে।



৪৭। নানান দেশ এবং জাতীর সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে।



৪৮। কারো উপর অভিমান করে থাকলে সেই জন জেনে বা না বুঝে ফুলানো মুখে রংধনু রঙ্গা একটা হাসি নিয়ে আসলে। যে হাসিতে আনন্দ তার সব রঙ নিয়ে ঝিকমিক করতে থাকে।



৪৯। পূর্ণিমা রাতে রুমের বাতি নিভিয়ে দিয়ে পর্দা সরিয়ে রাতের পৃথিবী আর শশীর মাঝে প্রেম দেখতে।



আপাতত এইটুকন-ই। পরে আরো মনে পড়লে যোগ করে দিব। কারো সাথে মিলে যাবে সে প্রত্যাশা করিনে। কিন্তু দৈবাৎ মিলে যায় যদি তবে সেটুকু জানবার আগ্রহ আছে বৈকি :-)।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১১ ভোর ৫:১২

লাবণ্য ও মেঘমালা বলেছেন: ৩, ৬, ৭, ৮, ১০, ১২, ১৩, ১৪, ১৭, ১৮, ১৯, ২১, ২৪, ২৫, ২৭, ২৮, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৬, ৩৭ :)
আপনি কোন সাইট এর এডমিন?

২৬ শে জুন, ২০১১ ভোর ৫:১৫

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌বা অনেকগুলো দেখছি। এখন স্ক্রল আপ ডাউন করে করে মেলাতে হবে দেখছি :)

সাইট নিজের আর ফেইসবুক ফ্যান পেজের এডমিন বেশ কয়েকটার। যেকোন একটার উত্তর দিতে পারি :P । কোনটা শুনতে চান?

২| ২৬ শে জুন, ২০১১ ভোর ৫:১৮

লাবণ্য ও মেঘমালা বলেছেন: ফেসবুকে ফ্যান পেজে সাধারনত মেম্বার হই না, সো নিজের সাইটের কথাই বলেন

২৬ শে জুন, ২০১১ ভোর ৫:১৯

মে ঘ দূ ত বলেছেন: বেশ :-)

http://www.fhiredekha.com/

৩| ২৬ শে জুন, ২০১১ ভোর ৬:০৩

আনন্দক্ষন বলেছেন: ৩২। যে জিনিসটা খুজছি গুগল মামা সেটি সহজেই পাইয়ে দিলে। -গুগল মামার জয় হোক।

৪০। রাতের খাওয়া সেরে ফ্রিজে রাখা রসগোল্লা দুই আঙ্গুলে ধরে টুপ করে মুখে পুড়ে দিতে। - মাঝে মাঝে মিষ্টি কিছু না পেলে , কফি মিক্স দিয়ে চালিয়ে নাই।

২৬ শে জুন, ২০১১ সকাল ৭:০৬

মে ঘ দূ ত বলেছেন: :) :)

জয় গুগল মামার।

৪| ২৬ শে জুন, ২০১১ সকাল ৭:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগা গুলো ভালো লাগলো..........
প্রত্যাশা করি এই লিস্ট আরো বাড়ুক..........

একটা রবীঠাকুরের গান দিলে বেশ শোনা যেতো আর লিস্ট পড়াযেতো।
শুভেচ্ছা মেঘদূত আড়াইশো তম পোষ্টে।

২৬ শে জুন, ২০১১ সকাল ৭:৫৫

মে ঘ দূ ত বলেছেন: ধন্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

তার চাইতে একটা কবির সুমন শুনে দেখুন :)

৫| ২৬ শে জুন, ২০১১ সকাল ৮:১৬

বাবুনি সুপ্তি বলেছেন: অনেক গুলো মজার আর অনেক গুলো সত্যি আনন্দের আর প্রিয় মুহূর্ত। সব গুলো ভাল লেগেছে :)

২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৯

মে ঘ দূ ত বলেছেন: আর্‌ররে কাকে দেখছি! ফুল কুড়ানো পিচ্চি মেয়েটা। তোমার ফুল কুড়ানো কবে শেষ হবে বাবুনি ভাইয়া? :P

ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো অনেক। :)

৬| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:০৯

শারমিন সোনালী বলেছেন: পছন্দের কারো সাথে সময় কাটাতে, তাকে খাওয়াতে এবং পছন্দসই কিছু কিনে দিতে। এভাবে চলতে থাকলে দাদা ফতুর হইয়া যাবেন, জাস্ট ফান। সব গুলো ভাল লেগেছে।

২৬ শে জুন, ২০১১ সকাল ৯:১৭

মে ঘ দূ ত বলেছেন: হাহা। পছন্দের মানুষের সংখ্যাটা এতটাই নগন্য যে সে শংকা বোধহয় অমূলক। আর আমি বলেছি নিজের পছন্দের কেনাকাটা। দামী জিনিস কিনে দিতে যাচ্ছে কে :P

৭| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:১৫

আরিফইসলাম বলেছেন: কল্পনার ঘুড়িকে মনের রোদেলা আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটিয়ে বেড়াতে।

বুকে জমে থাকা মন খারাপের মেঘগুলো কান্নার বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে।

সবগুলোই অনেক ভালো লাগলো ।

২৬ শে জুন, ২০১১ সকাল ৯:১৮

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ :)

ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

৮| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:২৮

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: বাপরে, কত্ত বড় লিস্ট। আমি অবশ্য এর সাথে আর ১০০ টা যোগ করতে পারবো। :P :P

২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৩১

মে ঘ দূ ত বলেছেন: তো করে ফেলুন জটপট। পড়ি আপনার লিষ্টটাও। :)

৯| ২৬ শে জুন, ২০১১ সকাল ১০:০২

নুপুরের রিনিঝিনি বলেছেন: গুগোল ক্রমে পড়তে পারলাম না..শুধু বক্সের মত দেখতে..যাই হোক..পোস্টে লাইক..ভাবছি আমিও এমন লিস্ট বানাবো..বাট আমার তো ৩/৪ টা লিস্ট বানাটে হবে.. :P

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

মে ঘ দূ ত বলেছেন: পোষ্ট না পড়ে বুঝলে কেমন করে, কেমন লিষ্ট?

ভাবছি, বক্স দেখে দেখে মন্তব্য করা হল, অন্য পোষ্ট পড়া হল, কমেন্ট করা হল, প্রিয়তে নেয়া হল আর নতুন পোষ্টও দেওয়া হল। তাও বক্সদের স্বীকৃতি দেওয়া হল না।

১০| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৩৭

রেজোওয়ানা বলেছেন: অনেক গুলোই মিলে গেলো.....

আমার প্রিয় কাজের একটা হলো বৃষ্টিদিনে দুপুর বেলায় শুয়ে শুয়ে গল্পের বই পড়া।

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

মে ঘ দূ ত বলেছেন: :) :)

সোহামণি তখন থাকে নিশ্চই ঘুমের ঘোরে? :P আপনার প্রোপাইলের এই নতুন ছবিটা বেশ পছন্দ হয়েছে।

১১| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৩

বড় বিলাই বলেছেন: আড়াইশতম পোস্টের জন্য শুভেচ্ছা। ভালো লাগার লিস্ট যেন আরও বড় হয়।

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

মে ঘ দূ ত বলেছেন: ধন্য ধন্যবাদ বিলাই :)

আশা তো করছি আরো বড় হবে।

১২| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৫০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কিছুই তো বাদ গেলো না দেখি!

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

মে ঘ দূ ত বলেছেন: বল কি হে! আমি তো আরো ভাবছিলাম কেও বলবে ১০০ টাও হয়নি :P

১৩| ২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৯

চর্যা পদ বলেছেন: দুইশতপঞ্চাশ তম পোস্টের জন্য অভিনন্দন।ভাল লাগার লিস্ট টা ভাল লেগেছে।:)

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ চর্যাপদ :)

শুভেচ্ছা রইলো।

১৪| ২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৬

আমিনুল ইসলাম বলেছেন: অনেকগুলোই তো মিলে না। :(

অভিনন্দন!

২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৮

মে ঘ দূ ত বলেছেন: মিলতেই হবে এমন তো কোন কথা নেই। :)

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

১৫| ২৬ শে জুন, ২০১১ রাত ৯:২৫

শায়মা বলেছেন: তাইতো বলি মেঘদূত কেনো আমার এত প্রিয়।

২৭ শে জুন, ২০১১ ভোর ৫:১৫

মে ঘ দূ ত বলেছেন: জানতে পেরে মেঘদূত দাঁত খেলিয়ে হেসে দিল :) :)

১৬| ২৬ শে জুন, ২০১১ রাত ১০:১১

নুপুরের রিনিঝিনি বলেছেন: বলা হয় নি ..
Internet Explorer এ পড়েছি :P :P
বক্সের স্বীকৃতি দেব মানে কি? B:-)

২৭ শে জুন, ২০১১ ভোর ৫:১৭

মে ঘ দূ ত বলেছেন: মানে হচ্ছে পড়তে যে পেরেছো সেটি তো আর বলে যাওনি, তাই... :P

১৭| ২৬ শে জুন, ২০১১ রাত ১০:২৮

দীপান্বিতা বলেছেন: অভিনন্দন....অভিনন্দন!!:#P২৫০ হয়ে গেলো!...দারুন!...আমার সাথেও বেশ কটা মিলে যাচ্ছে কিন্তু!!!:)

২৭ শে জুন, ২০১১ ভোর ৫:১৯

মে ঘ দূ ত বলেছেন: আর্‌রে দীপা দেবী যে! কত্ত যুগ বাদে! অনেক ভালো লাগলো আপনাকে দেখে :) :) (জানি আপনি দেবী সম্বোধন পছন্দ করেন না, কিন্তু আপনাকে এদ্দিন বাদে দেখে ইচ্ছে করলো লাগাতে :P)

ধন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো :)

১৮| ২৭ শে জুন, ২০১১ ভোর ৬:২৭

শোশমিতা বলেছেন: আপনার ভালোলাগা মুহূর্ত সবগুলোই অনেক ভালো লাগলো
আবার অনেক গুলোই মিলে ও গেলো:)

আড়াইশো তম পোষ্টে শুভেচ্ছা :)

২৭ শে জুন, ২০১১ রাত ১১:২৮

মে ঘ দূ ত বলেছেন: মিলে গেল জেনে আনন্দিত হলাম :)

ধন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্যও।

১৯| ২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:১৮

প্রজাপতীমন বলেছেন: অনেক গুলোর সাথেই মিলে গেল ।

মজার বিষয় হচ্ছে আমার নিজেরই মনে নেই আমার কি কি ভাল লাগে আপনার ভাল লাগার বিষয় গুলো পড়তে যেয়ে মনে হল আরে আমারও তো এটা ভাল লাগে ।

সত্যি অনেক ভাল লাগলো।

৪, ৫, ৮, ১০, ১২, ১৩, ১৪ একদম নিজের মনে হল।

ভাল থাকবেন সবসময় ।

২৭ শে জুন, ২০১১ রাত ১১:৩৪

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ। সত্যিই আনন্দ লাগছে জেনে যে আমার একাই এসব ভালো লাগে না :)

ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে।

ধন্যবাদ এবং শুভকামনা।

২০| ০১ লা জুলাই, ২০১১ সকাল ১০:৩৬

মেহবুবা বলেছেন: অনেকগুলো আমারও হয়তো আরো অনেকের সাথে মিলবে ।

সাথে যোগ হবে মেঘদূতের দায়িত্ব যথাযথ পালনের পর সন্তুষ্টি লাভ করা ; জানেন তো তার কাজ ?
অন্য কারো মনের খবর দূরে পৌছে দেয়া ।

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১০

মে ঘ দূ ত বলেছেন: নিশ্চই জানি :-)। তবে এই দূতগিরির কাজটা তো মনে মনে মেঘে মেঘে :P। নইলে আমার কি সাধ্য পেঁজা পেঁজা মেঘের পাল নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরি।

ভালো লাগলো অনেকদিন পর দেখে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভালো থাকবেন।

২১| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ২:১৭

কাউসার রুশো বলেছেন: ৪,৫,৬,৭,৮,১০, ১২,১৩,১৪,১৮,১৯,২০, ২২, ২৩, ২৪,২৫,২৬,২৮,৩২,৩৩,৩৪,৩৬,৩৭, ৪১,৪২,৪৬,৪৭,৪৮

অভিনন্দন :)

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১১

মে ঘ দূ ত বলেছেন: আর্‌রে অনেকগুলো মিলে গেল দেখি! :)

ধন্য ধন্যবাদ :)

২২| ০১ লা জুলাই, ২০১১ বিকাল ৪:৫৬

ত্রিনিত্রি বলেছেন: ২৫০ তম পোস্ট?? ওরে বাবা, এতো বিশাল ব্যাপার!!! শুভকামনা রইলো। :)

ভালো লাগার লিস্টি আরো বড় হোক। ১০০১ অসাম থিনগজ ইন লাইফের মত!!!!

ভালো লাগা ক্লিকায় গেলাম। আজকে আমি খুশী। গুগল মামু প্রথমবারের মত আমারে একটা পছন্দসই ছবি দিছে। :)

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৩

মে ঘ দূ ত বলেছেন: হুম অনেক পোষ্ট করে ফেললাম :)। দুই বছরের তো বেশী হয়ে গেল।

হু অনেকটা সেরকমই :)। তবে ওদের লিষ্টের একটাও আমার পছন্দ হয় না। তাই নিজেই বানিয়ে ফেললাম।

ভালো লেগেছে জেনে প্রীত হলাম। গুগল মামার জয় হোক :)

ধন্যবাদ। ভালো থাকবেন।

২৩| ০২ রা জুলাই, ২০১১ ভোর ৫:২১

নাআমি বলেছেন: শুভ ভোর।


শুভেচ্ছা মেঘদূতকে তার আড়াইশো তম পোষ্টে।


অসাধারন সুন্দর এক পোস্ট উপস্থাপনের জন্য ধন্যবাদ, অনেক ভাল লাগল !

০৩ রা জুলাই, ২০১১ ভোর ৫:৫১

মে ঘ দূ ত বলেছেন: আমার এইখানে সন্ধ্যা হবে হবে করছে। আপনাকে না হয় গোধূলীর শুভেচ্ছা জানালাম :-)

প্রতি-উত্তরে ধন্যবাদের আস্ত একটা মেঘ আপনার জন্য :)

শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

২৪| ০৫ ই জুলাই, ২০১১ রাত ২:৪১

ইসরা০০৭ বলেছেন: অনেক গুলো মজার আর অনেক গুলো সত্যি আনন্দের আর প্রিয় মুহূর্ত। সব গুলো ভাল লেগেছে । আবার অনেকটা মিলেও গেল।


আরও আসুক সেই প্রত্যাশায়...

আপনার পোষ্টগুলো অসাধারন।

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৪

মে ঘ দূ ত বলেছেন: মুখে হাসি এনে দেওয়া মন্তব্য :)

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ইসরাত।

২৫| ০৫ ই জুলাই, ২০১১ রাত ৩:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
আমার প্রিয় কাজের একটা হল নয়া বই কেনা...

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৫

মে ঘ দূ ত বলেছেন: বেশ বেশ :)

আশা করি শুধু কিনেন-ই না, পড়ে শেষ ও করেন সেই বই সব :)

২৬| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৬

কাউসার রুশো বলেছেন: চলচ্চিত্র-বিষয়ক ই-বুকের পর এবার বর্ষার ই-বুক ‌' বৃষ্টির দিনে '

০৯ ই জুলাই, ২০১১ রাত ২:১৩

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ রুশো ভায়া।

লিঙ্ক দিচ্ছি খুজে খুজে :)

২৭| ১০ ই জুলাই, ২০১১ সকাল ৭:৪৫

ফাইরুজ বলেছেন: প্রথমেই জানাই ২৫০তম পোস্টের অভিনন্দন।
সবগুলো ভালো লাগা ভালো লেগেছে তবে ৪৬ নাম্বারটা সবথেকে বেশী ভাল লেগেছে।শুভ কামনা।

১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১১

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ ফাইরুজ। ভালো লাগলো আপনাকে দেখে। আরো ভালো লাগলো আপনার লেখাগুলো ফিরিয়ে এনেছেন দেখে। ধন্যবাদ।

৪৬ নাম্বারটা কি ছিল স্ক্রল করে দেখে নিলাম :) । ভালো লেগেছে যখন তখন ধারণা করছি আপনার সাথেও হয় এমন। :)

শুভেচ্ছা আপনার জন্যও। এখন থেকে নিয়মিত লিখবেন আশা করছি।

২৮| ১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৭

জিসান শা ইকরাম বলেছেন: ২৫০তম পোস্টের অভিনন্দন। শুভ কামনা।

১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫১

মে ঘ দূ ত বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আপনার জন্যও।

২৯| ১৩ ই জুলাই, ২০১১ সকাল ৮:১৪

জুন বলেছেন: ২৫০ পোস্টের অভিনন্দন । অনেক কিছু মিলে গেল আমি একটু ছোট্ট যোগ করে যাই তাহোলো কেউ যদি কখনো ভুল না বুঝে তাহলেও অনেক ভালোলাগে মেঘদুত।

১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

মে ঘ দূ ত বলেছেন: ধন্য ধন্যবাদ। অসুস্থ শুনলাম, সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই প্রত্যাশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.