![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর আবর্তিত সুখে, ছিটকে পড়া কিছু ছিন্ন দুঃখে- শান্তির ধূলির ধোঁয়াটে বলয়ে- আমি অথবা তুমি সেই কেন্দ্রস্থ কৃষ্ণ-গহ্বর। আমাদের বুকে শুধু আঁধারের নিত্য-নৃত্য খেলা।।
প্রথম যখন ।। অচিন্ত্যকুমার সেনগুপ্ত
প্রথম যখন দেখা হয়েছিলো, কয়েছিলে মৃদুভাষে
'কোথায় তোমারে দেখেছি বলো তো,- কিছুতে মনে না আসে।
. .কালি পূর্ণিমা রাতে
ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে?
মোর জীবনের হে রাজপুত্র, বুকের মধ্যমণি,
প্রতি নিঃশ্বাসে শুনেছি তোমার স্তব্ধ পদধ্বনি!
তখনো হয়তো আঁধার কাটেনি,-সৃষ্টির শৈশব,-
এলে তরুণীর বুকে হে প্রথম অরুণের অনুভব!'
. .আমি বলেছিনু, 'জানি,
স্তব গুঞ্জন তুলি তোরে ঘিরে হে মোর মক্ষীরানি!'
যাপিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন,
দু-চোখে দু-চোখ পাতিয়া শুধালে, 'কোথা ছিলে এতদিন?'
. .লঘু দুটি বাহু মেলে
মোর বলিবার আগেই বলিলে: 'যেয়ো না আমারে ফেলে।'
আজি ভাবি বসে বহুদিন পরে ফের যদি দেখা হয়,
তেমনি দু-চোখে বিশ্বাসাতীত জাগিবে কি বিস্ময়?
. .কহিবে কি মৃদুহাসে,
'কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে!!'
______________________________________
কিছু কথা: "প্রেমের কবিতা" নামে ১৩৭০ সনের এই কবিতা সংকলনের বেশির ভাগ কবিতাই অসম্ভব মাতায় আমাকে। বইটি আমার সংগ্রহে না থাকায় ভাবনাতে থাকলেও আপনাদের মাঝে ভাল লাগা কবিতা গুলো শেয়ার করতে পারি নাই এতোদিন। গতকাল বিকেলে হঠাৎ করে পেয়ে গেলা বইটি । সংগ্রহটি অযত্নে এত পুরাতন হয়ে গেছে যে পৃষ্ঠা ভাঁজ করতে গেলে তা ভেঙে যায়। চেষ্টা করবো নিয়মিত প্রেমের কবিতা বিভাগ থেকে সংকলনটির ভাল লাগা কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে।
ভাল থাকবেন সবাই।
২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১:২২
মেঘ শূন্য দিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৭
নীরব 009 বলেছেন: 'কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে!!'