| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদীহাসানসুমন
হারানোর বেদনায়, পিছে ফেলে সমসাময়িক সুখ… অনেক একায়; অনেক ভিতরকে খুজে ফিরি…
এই সিরিজের আগের পর্বগুলোতে ইমাম মেহেদীর আগমনের ধর্মীয় এবং মহাজাগতিক আলামতসমুহ বর্ণিত হয়েছিল যেগুলো নিচের লিঙ্কে পাওা যাবে।
পর্ব সংকলন
আজকের পর্বে ইমাম মেহেদীর আগমনের বৈশ্বিক আলামত থেকে বর্ণনা করা হবে। আলামতগুলো কি স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে তা আমরা দেখতে পারব।
এমন যুদ্ধ শুরু হবে যা থেকে নারী, শিশু এমনকি বৃদ্ধরাও রেহাই পাবে না
নিরীহ মানুষের যখন হত্যাযজ্ঞ শুরু হবে তখন ইমাম মেহেদীর আগমন ঘটবে। (আল মুত্তাকি আল হিন্দই, আল বুরহান ফি আলামাত আল মাহদী আখির আয যামানা পৃঃ ৩৫)
ইমাম মেহেদী তখন আসবেন যখন নিরীহ মানুষ ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হবে। এই হত্যাযজ্ঞের ভার যখন মাটি আর আকাশ বহন করতে পারবে না তখন ইমাম মেহেদী প্রকাশিত হবেন। (ইবনে হাযার আল হাইতামী, আল কাওয়াল আল মুখতাসার ফি আলামত আল মেহদী আল মুন্তাধার, পৃঃ ৩৭)
তারা হত্যা করবে মা, বাবা, কন্যা, পুরুষ, সবাইকে এবং পার্সিয়া ও ইরাক দখল করে মুসলিমদের উপর ভয়াবহ অত্যাচার চালাবে। এসময় দ্বন্দ্ব, আগ্রাসন, ধ্বংস এবং যুদ্ধ চলবে। (আল মুত্তাকি আল হিন্দই, আল বুরহান ফি আলামাত আল মাহদী আখির আয যামানা পৃঃ ৩৬)
এই ঘটনাসমূহ দেখতে হলে আমাদেরকে খুব বেশী দূর যেতে হবে না। আমরা দেখেছি এবং দেখছি ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন এবং হালে মিসর ও সিরিয়াতে কি ব্যাপক দ্বন্দ্ব এবং যুদ্ধ চলছে। এই যুদ্ধে হাজার হাজার নিরীহ প্রানহানী ঘটেছে এবং ঘটছে। এখন সেগুলোই ঘটছে যা সহীহ হাদীসে বর্ণিত আছে। অতএব এটা বলায় যায় ইমাম মেহেদীর আগমন এখন শুধু সময়ের ব্যাপার।
আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
মেহেদীহাসানসুমন বলেছেন: আমিন
২|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১
নামহীন যুবক বলেছেন: ভালো বলেছেন।দাজ্জাল,ইমাম মাহাদী নিয়ে একটা সিরিজ শুরু করব খুব শিঘ্রি।আশা করি সাথে থাকবেন
৩|
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
সবু৫৬৭ বলেছেন: হযরত ইমাম মেহেদি (আঃ) নিয়ে অত মাতামাদি না করে কুরআন ও হাদীস অনুসরণ করুন। যখন ইমাম মেদেদি আসবে তখন তাকে মেনে নেব আমরা সবাই। এটা আল্লাহর রাসুল (সা
এর নির্দেশ। আল্লাহ আমাদের কুরআন ও হাদিস মোতাবেক চলার তৈফিক দান করুন।.....আমিন।
৪|
২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: এতদিনে ত চলে আসবার কথা!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮
খেয়া ঘাট বলেছেন: আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।