![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাকিব-তামিম টাকার খেলোয়ার ।
দেশের জন্য খেলে । একটু ভাল খেললেই যেন ইমোশনাল হয়ে যাই । জিতলে জয়োল্লাস । আনন্দের সীমা থাকে না । ভাবি এরা দুজন আমাদের গর্ব ।
ভাবি এরাই দেশের নায়ক ।
শাকিব-তামিমরা এখন শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সফর বাদ দিয়ে আইপিএল খেলতে যেতে চায় । তাদের এখন আর দেশের জন্য খেলতে ভাল লাগে না ।
নাহ বুক থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে যাওয়া ছাড়া আর তেমন কিছু আমার আর আসে না ।
যেখানে তারা অবহেলিত সাইড বেঞ্চে বসে নয়ত পানি বহন করতে হয় প্রায় খেলায়, সেটাতেই নাকি তারা বেশি মজা পায় ।
দেশ তো আর তাদের কোটি কোটি টাকা দেয় না তাই তারা কেন খেলব দেশের হয়ে ?
সাকিব-তামিমরা এখন সেই মাল যারা আর্ন্তজাতিক খেলা বাদ ইনজুরি হলে চিকিৎসা করতে যায় কিন্তু বিপিএল, আইপিএলে যেন ঠিকমত ফিট থাকতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকে ।
যাদের দেশের জন্য ভালবাসা নাই, যারা দেশের জন্য মন থেকে কিছু করতে চায় না বরং টাকা দেখলেই দৌড় মারতে চায় তাদের জোর করে ধরে রেখে লাভ কি ভাই ?
ছেড়ে দিন, যেথায় যেতে চায় চলে যাক ।
খেলোয়াদের ম্যাচ ফি প্রায় দ্বিগুন করা হয়েছে আজকে আবার । যাদের রাক্ষসের পেট তাদের ম্যাচ ফি বাড়ালেও পেট ভরবে বলে মনে হয় না ।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
মেহদী১০ বলেছেন: পুরোপুরি সত্য না শুধু এটাই বাস্তব সত্য ।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
বিষন্ন পথিক বলেছেন: শাকিব না সাকিব
শাকিব শুধু নাম্বার ওয়ান হিরো (?) (জলিল সাহেব এটা মানেন না)
একজন মানুষের কত টাকা লাগে? দেশের জন্য খেলে, ব্র্যান্ড করে কত টাকা পায়, তা দিয়ে চোদ্দ পুরুষ বসে খেতে পারবে। খুব খারাপ লাগে যখন মানুষের ভালোবাসা আর সন্মান কিছু ডলারের বিনিময়ে লাথি মারে।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মেহদী১০ বলেছেন: ভুলটা অনাকাঙ্খিত তাও কেন জানি ঠিক করতে ইচ্ছা করছে না ।
এদের জন্য ব্যবহৃত যে ভাষায় বেমানান । গাল দিতে ইচ্ছা করে এদের কিন্তু পারি না ।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনার খবরের রেফারেন্স কি? মনগড়া কথা না বলাই ভালো!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
মেহদী১০ বলেছেন: ভাই খেলাধুলা যদি এতই প্রিয় হয় তবে খেলাধুলার ব্যাপারে খোজও রাখতে হয় । মোটামুটি সব পত্রিকা ও মিডিয়াতে এসব আসছে ।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
শাকিল ১৭০৫ বলেছেন: আপনার বক্তব্য এর সাথে একমত হতে পারলাম না
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
মেহদী১০ বলেছেন: একমত না হতে পারার কারন কি জানতে পারি কি ??
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
কাউসার রানা বলেছেন: @ মুহাম্মদ ফয়সল এবং শাকিল ১৭০৫, আপনাদের বলছি এই খানে দেখুন
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
মেহদী১০ বলেছেন: ধন্যবাদ লিংকটা দেওয়ার জন্য যদিও এটা অগেই দেখা উচিত ছিল যদি কেউ খেলা দেখে ।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
মির্জা জুনায়েদ বলেছেন: BPL এ জোর করে খেলসে ইনজুরি নিয়া আর এখন শ্রীলংকা তে জাইতে পারে নাই সব ই টাকার খেলা
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
মেহদী১০ বলেছেন: আসলেই সবই টাকার খেলা ।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
মির্জা জুনায়েদ বলেছেন: ক্রিকেটে অর্থকড়ি এত বেশি এসে গেছে অনেকেই এখন জাতীয় দলে খেলার চেয়ে লিগ বা টুর্নামেন্টে খেলতে পছন্দ করেন। বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যেমন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ধরেছিলেন জিম্বাবুয়েতে না গিয়ে আইপিএলে খেলার অনুমতির জন্য।
বিচক্ষণ সভাপতি সুন্দর করে এই দুই তারকা ক্রিকেটারকে বুঝিয়ে দিয়েছেন দেশের দাবি আগে,‘তামিম এবং সাকিব আমাকে জিজ্ঞেস করেছিল, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে না গিয়ে ওরা আইপিএল খেলতে যেতে পারবে কিনা। আমি বলেছি এমন সুযোগ কোনো দেশ খেলোয়াড়দের দেয়নি। আমারও সেই অধিকার নেই দেশের খেলা বাদ দিয়ে কাউকে আইপিএল খেলতে অনুমতি দেওয়ার।’
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
মেহদী১০ বলেছেন: ভাই আবদারটাই কত হাস্যকর । অবাক লাগে এমন আবদার দেখলে ।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
তাসজিদ বলেছেন: টাকার ক্ষমতা অসীম । এর কাছে কি দেশপ্রেম এতই অসহায়। ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
মেহদী১০ বলেছেন: হা দেশপ্রেম অসহায় ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
ইন্জিনিয়ার জনি বলেছেন: কে জানে হয়তো আপনার কথাই পুরোপুরি সত্য!