নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

যাহ তোরেও ট্যাগ দিলাম । তুই রাজাকার তুই রাজাকার ।

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

মাথা ঠান্ডা করুন, সত্য জানুন, ভাবুন অতঃপর বলুন ।

আমাদের সমস্যা হল সত্য কি কিংবা কি ঘটছে না জেনে বেশী বেশী বলে ফেলী । কেউ কেউ আবার ১টা সামান্য তথ্য কিংবা যথাযথভাবে প্রমানিত নয় এমন তথ্য পেয়ে ফেসবুক মাতায় তো মাতায় আর মিডিয়া নির্লজ্বের মত মিথ্যাটাই প্রচার করে ।



প্রসঙ্গঃ ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি ।

প্রথমে বলা হল জামাত-শিবিরের মিথ্যা প্রচার কোথাও কোন শিশু অসুস্থ হয় নি আর যারা যারা হাসপাতালে গেছে তারা আতঙ্কে গেছে । ভাইরে থাম । ব্লগ কিংবা ফেসবুক তোর জ্বালাময়ী স্ট্যাটাসের জায়গা হতে পারে হাজার হাজার লাইক পাওয়ার প্লাটফর্মও হতে পারে কিন্তু একটা শিশুর জীবন নিয়ে খেলা করার জায়গা হতে পারে না ।

আমি অন্য পত্রিকার কথা বলব না কারন যারা গুজব বলে প্রথম দিন লাফালাফি করছেন তারা প্রথম আলোতে অন্তত বিশ্বাস রাখেন বলেই মনে হয় । কেননা অন্যগুলাও জামাত-শিবির কিংবা বিএনপি এর পত্রিকা বলে উড়িয়ে দিতে পারেন ।



প্রথম আলো থেকে উদ্ধৃতঃ এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি বলেন, ‘কেন এত শিশু হাসপাতালে ভর্তি হলো, তদন্ত হওয়া দরকার।’

তারা ত্যানা পেচিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছে কিন্তু উপরোক্ত লাইন দুটো না লিখে পারে নি ।

এছাড়া তারা বলছে বিভিন্ন জায়গায় অসুস্থ শিশু হাতপাতালে ভর্তি হচ্ছে সবাই ডাইরিয়া, জ্বর, বমি নিয়ে হাজির হচ্ছে । একটা শিশু মারা গেছে যদিও তাদের লেখায় ঘুরিয়ে বলা হচ্ছে সে আগেই অসুস্থ নাকি ছিল ।

প্রথমে মিডিয়া চুপ থাকলেও এখন কিছু মিডিয়ায় সত্য উঠে আসছে ।



গোপন খবরটা হলঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা ধরনের আপত্তি ও অনিয়মের প্রমাণ সত্ত্বেও ভারতীয় কোম্পানি থেকে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে শিশুদের খাওয়ানোর জন্য ভিটামিন-এ। আর এ ভিটামিন ক্যাপসুলের বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠানটির মালিক ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ।

অলিভ হেলথ কেয়ারের(ভিটামিন-এ সরবরাহকারী প্রতিষ্ঠান) কাগজপত্র যাচাই-বাছাই করে পরে বিশ্বব্যাংক অনুমোদনও প্রথমে দিতে না চাইলেও পরে অজানা কারনে অনুমোদন দেয় ।

গোপন খবরটার কথা না বলি এটা গোপনই থাক । যে ঔষধ খেলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার কথা না সেটা খেয়ে কেন সারাদেশে শিশুরা অসুস্থ হল আমাদের স্বাস্থ্যমন্ত্রী কোথায় লুকালেন কিছু একটা অন্তত বলেন ।



তুই এসব কই পাইলি কেন তুই সত্যি কথা লিখলি যাহ তোরেও ট্যাগ দিলাম । তুই রাজাকার তুই রাজাকার ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

এ সামাদ বলেছেন: তালগাছ আমার জমি যতই মাপজোপ করনা কেন?

এখন এমনটা হচ্ছে সব জায়গায়।

আমার ভাইয়ের মেয়েও অুস্থ ছিল। কিন্তু কে শোনে কার কথা।

তারা তো জামাত শিবিরের অপপ্রচার বলে চালিয়ে দিল।

কিন্তু যাদের বাচ্চা অসুস্থ হলো তাদের কথা কে শুনবে?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

মেহদী১০ বলেছেন: যার দুঃখ আসলে সে ছাড়া কেউ বুঝবে না । হতাস আমরা ।

২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

পথহারা সৈকত বলেছেন: ভ-তে ভিটামিন এ , তুই রাজাকার..... তুই রাজাকার!!! =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

মেহদী১০ বলেছেন: হা হা হা ভাল বলেছেন ।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

ওপেস্ট বলেছেন: তুই রাজাকার তুই রাজাকার

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

মেহদী১০ বলেছেন: হমমমমমম :)

৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

তানজিদ_রূপক বলেছেন: যারা গুজব গুজব করছে ওদের ধরে এই ক্যাপসুল খাওয়ানো দরকার সব হাম্বাআআআআআআআআ

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

মেহদী১০ বলেছেন: ভালই বলছেন ।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আন্ধার রাত বলেছেন:
এই বিশেষ ভিটামিন খেলে রাজাকারমুক্ত হওয়া যায়। :P

সামুতেও এটা গুজব বলে একটা পোস্ট কয়েকদিন পিন্ মেরে রাখা হলো। আমি এটা আশা করিনি।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মেহদী১০ বলেছেন: সামুর কথা বলে লাভ নাই এরা এখন নিজেরাই টেনশনে আছে । না পারছে সরকারের মন রাখতে না পারছে বিরোধীদলের, না পারছে আস্তিকদেরও মন রাখতে ।

৬| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শফিক১৯৪৮ বলেছেন: সামুতে কি ঐ অষুধ সাপ্লায়ার হানিফের লোক আছে?

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

মেহদী১০ বলেছেন: আছে বলেই তো মনে হয় ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

আশিকুর রহমান ১ বলেছেন: তুই জামাত শিবির তুই রাজাকার ;)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮

মেহদী১০ বলেছেন: হুমমমমম :)

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

মাহিরাহি বলেছেন: শিশুরা ফেরেশতা সমতুল্য, তাদেরকে অন্তত রাজনীতির নোংরামি থেকে দুরে রাখতে হবে।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

মেহদী১০ বলেছেন: একবারে সঠিক কথা বলছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.