নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি !! স্পীকার এডভোকেট আব্দুল হামিদ । নাকি গৃহযুদ্ধ ! আপনার মতামত কি ?

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

যদি কেউ বলেন সাজেদা চৌধুরি রাষ্ট্রপতি হবেন তবে আমার আপত্তি আছে । যদিও আমার আপত্তিতে কারও যায় আসে না তবুও বলি ।

দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাতে পারে যখন কেউ কারও কথা শুনবে না যাকে পাবে তাকে মেরে ফেলবে । অর্থাৎ সোজা কথায় গৃহযুদ্ধ লাগার খুব ভাল সম্ভাবনা সৃষ্টি হয়ে আছে ।

আরও পরিষ্কার করে বললে বলতে হয় ২০০৬ সালের কথা । এসময় কিন্তু বিএনপি এর নেতা-কর্মীদের গনধোলায় দেওয়াসহ অনেকের হাত, পা পর্যন্ত কেটে ফেলা হয়েছিল । অনেককে মেরেই ফেলা হয়েছিল । এবার যেহেতু ক্ষমতায় আওয়ামিলীগ ক্ষমতা ছাড়ার পর ডোজটা এবার লীগের উপর যাওয়ার সম্ভাবনা বেশী ।

সামনে যে আবার এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে না সেটা আশা না করাই বোকামী ।

রাষ্ট্রপতি যদি স্পীকার এডভোকেট আব্দুল হামিদকে করা হয় তবে আমার খুব মনে হয় দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে তার মত একজন নেতাই রুখতে পারবেন । আমার বিশ্বাস তার কথা সরকারী দলতো মানবেই বিরোধীদলও মানবে ।

সংসদের স্পীকারের গদিতে যখন তিনি বসেন খুব মজা পাই । তিনি সহজ কিছু কথা বলেই সংসদ মাতিয়ে রাখতে পারেন ।

যদি বাংলাদেশের রাজনীতিবীদদের মধ্যে থেকে কিছু প্রিয় মানুষের নাম বলতে বলা হয় তবে তিনি তাদের মধ্যে একজন হবেন এটা শুধু আমি না আরও অনেকে স্বীকার করবেন ।

তার সমন্ধে কিছু বলার নাই । একটা কথা বললেই তার সমন্ধে ধারনা পাওয়া যায় । তিনি লাগাতার তার নির্বাচনী এলাকা থেকে বিগত ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । একজন মানুষ কতটা জনপ্রিয় হলে এমনটা হতে পারে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার মতামত : স্পীকার এডভোকেট আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানানো হোক । এমন সভ্য ও ভদ্র নেতা সত্যি আমার দেশে বিরল । আমি এমন অনেক বি এন পি এমন কি জামায়াত শিবির সাপোর্টার দের চিনি যারা ব্যক্তিগত ভাবে উনাকে সম্মান করেন ।

তার সমন্ধে কিছু বলার নাই । একটা কথা বললেই তার সমন্ধে ধারনা পাওয়া যায় । তিনি লাগাতার তার নির্বাচনী এলাকা থেকে বিগত ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । একজন মানুষ কতটা জনপ্রিয় হলে এমনটা হতে পারে ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

মেহদী১০ বলেছেন: হা আপনার সাথে সহমত ।

২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

মো জহিরুল ইসলাম বলেছেন: স্পীকার এডভোকেট আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানানো হোক ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

মেহদী১০ বলেছেন: হুমম ।

৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

নিরীহ জন বলেছেন: স্পীকার এডভোকেট আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানানো হোক ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মেহদী১০ বলেছেন: আমিও চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.