নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

বিশ্লেষন করা যাক আগামী সপ্তাহে কি কি ঘটতে পারে । শেষ হাসি কে হাসবে ??

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ওকে দেখা যাক বর্তমানে দেশের অবস্থা কি ।

৬ তারিখ লং মার্চ নিয়ে চারদিকে একটা তমথমে অবস্থা বিরাজ করছে । কি হবে কি হবে এমন কানাঘোষা শোনা যাচ্ছে । এমন হতে পারে ব্যাপক সংঘর্ষ হবে অথবা শান্তিপূর্নভাবে কর্মসুচি শেষ হবে ।

কেউ কেউ এ কর্মসুচিকে বেদাত বলে প্রচার করছে আবার কেউ কেউ এ কর্মসুচিকে সফল করার জন্য প্রচারনা চালাচ্ছে ।

৫ এবং ৬ তারিখ ঢাকা রুটের সব বাস চলাচল এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে ।

আবার ৬ তারিখ শনিবার হওয়া সত্ত্বেও আওয়ামীলীগের ব্যানারে মুক্তিযোদ্ধা ফোরাম হরতাল দেওয়ার কথা চিন্তা করছে ।



সরকার হেফাজতে ইসলামীকে তিনটি শর্ত দিয়েছে যদি এ তিনটি শর্ত মানা হয় তবে তারা এ কর্মসুচিকে সফল করতে সাহায্য করবে নয়ত যেখানেই হেফাজতে ইসলামী একত্র হবে সেখানেই পুলিশ/আওয়ামিলীগ প্রতিরোধ করবে ।

এর মধ্যে একটি শর্ত হল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবিটাও হেফাজতে ইসলামীর ১৩ দাবির সাথে যুক্ত করতে হবে ।

কিন্তু হেফাজতে ইসলামী আবার বলেছে তারা রাজনীতির সাথে যুক্ত এমন কোন দাবি তাদের ১৩ দফা দাবির সাথে যুক্ত করবে না ।

সরকার বলছে আমাদের সাথে সমঝোতা না করলে বাধা দেওয়া হবে আর হেফাজতে ইসলামী বলছে বাধা দিলে লাগাতার হরতাল দেওয়া হবে এবং ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে ।



হেফাজতে ইসলামীর আস্থা অর্জনের জন্য এখন পর্যন্ত আসিফ মহিউদ্দিনসহ ৬ জন ধর্মঅবমাননাকারীকে গ্রেফতার করা হয়েছে । এদের মধ্যে ২জন যে ধর্ম অবমাননাকারী এটা আমি জানি । ২জনের ব্যাপারটা নিয়ে আমি কনফিউজ আর বাকি ২জন কে কে তাদের খোজ এখন পর্যন্ত জানা যায় নি ।



আগামী সপ্তাহ যে বিশাল টানা টান উত্তেজনার মধ্যে যাবে চারদিকের কানাঘোষা থেকে এটা প্রায় নিশ্চিৎ বলা যায় ।

যদি আওয়ামীলিগ কোন সমঝোতা করে কিংবা হেফাজতে ইসলামীকে লং মার্চ কর্মসুচিতে কোন বাধা না দেয় তবে রাজনৈতিকভাবে আওমীলীগ সফল হবে । আর নয়ত এর সকল সুবিধা এবং হয়ত প্রচুর ভোট বিএনপির ঘাড়ে যাবে সাথে বড় ধরনের সংঘাতও শুরু হতে পারে । সেই সাথে হয়ত আগামী সপ্তাহ পুরাই হরতালও হতে পারে ।



আর আমার চিন্তা বিটিআরসির একটা সিদ্ধান্ত নিয়া । আমার মাসে মোবাইল ব্যালেন্স ১০টাকার বেশি লাগে না তাও শুধু ১ মাসের মেয়াদের জন্য । ১০টাকা দিয়ে মাসটা সুন্দরভাবেই চলে যায় । কিন্তু বিটিআরসি নির্দেশ দিছে ১০টাকার মেয়াদ ১০ দিন এবং ৫১টাকার রিচার্জে মেয়াদ ১ মাস ।

আমার প্রশ্ন ৪১টাকা প্রতিমাসের আমার বাড়তি খরচ কে যোগাবে X((

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আরাফাত মুন্না* বলেছেন: B-)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

মেহদী১০ বলেছেন: হাসেন কিজন্য.... B-)

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শিক্ষানবিস বলেছেন: সরকার বুদ্ধিমান হলে বাধা দেবে না। আর যদি নাস্তিকদের মত উগ্র হয় তাহলে ভিন্ন কথা।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

হাসান নাঈম বলেছেন: সরকারের যে লেজেগোবরে অবস্থা এবং যেভাবে ইন্ডিয়া ও বামপন্থীদের দ্বারা প্রভাবিত তাতে মনে হয়না শেষ পর্যন্ত তারা সঠিক কিছু করতে পারবে।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

সাদা কলো বলেছেন: যেহেতু আপনার মাসে ১০ টাকার বেশি মোবাইল খরচ লাগে না তাহলে মনে হয় আপনি মোবাইল ছাড়াও থাকতে পারবেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

মেহদী১০ বলেছেন: ভাইজান, ইনকামিং এর জন্য দরকার তো.....: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.