নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

আমার ুদির ভাই সুশিলরা খুজবে হায় হায় এত বড় সমাবেশ হবে এটা নিশ্চয় বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র ।

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

আমরা কেমন সুশীল কইয়া ফালাই ।



হেফাজতে ইসলামী যদি লং মার্চ এবং সমাবেশ করে চলে যেত ঝামেল চুকে যেত । তারা যেসব দাবি জানিয়েছে অনেকগুলো সরকার ভেবে দেখবে বলছে তারাও আর কর্মসূচি হয়ত না দিয়ে নিজ নিজ বাড়ি চলে যাইত ।

এখানে তারা মারামারি করার জন্য আসতাছে যদি ভাবা হয় তবে তো সারাদেশেই তারা এমন ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে তাই নয় কি !!!



কিন্তু তা আমরা হতে দিতে পারি না । আমরা গন্ডোগোল লাগাবোই । মুক্তিযোদ্ধা ফোরাম আর ইমরান সরকারসহ আমাদের সরকারের ভয় তারা যুদ্ধঅপরাধীকে বাঁচানোর জন্যই এমন করতাছে (তাদের সরকারের মাটির তলা খসে যেতে পারে এ কথাটা এখন ওপেন সিক্রেট) । কিন্তু তাদের ১৩ দফা দাবির কোন দাবিই রাজনৈতিক নায় এবং তাদের অনেকেই বলছে যুদ্ধঅপরাধীর বিচারের সাথে তাদের আন্দোলনের কোন সম্পর্ক নাই ।



তবে কেন এই হরতাল কেন তাদের এই অবরোধ । কেনই বা সরকারের নির্দেশে সারাদেশে যান চলাচল বন্ধ ।

লাখ লাখ মানুষ লং মার্চে আসত এবং সে সংখ্যা প্রায় ৫০ লাখ হবে বলে তাদের দাবি ছিল ।

সরকার বিরোধিদল মিলেও তো একটা সমাবেশে ১০-১৫ লাখ মানুষ জমা করতে পারবে না । তাহলে কি এই ৫০ লক্ষ মানুষ সবাই যুদ্ধঅপরাধীদের বাচাঁতে ঢাকা আসতে চায় ??



আমার ুদির ভাই সুশিলরা খুজবে হায় হায় এত বড় সমাবেশ হবে এটা নিশ্চয় বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র ।

যেটাকে খুব সহজেই এরানো যেত সেটা এখন রনক্ষেত্রে পরিনত হতে আর বাকি নাই ।

লাশ আর হরতাল দুটোই এখন দেখার অপেক্ষায় আমরা বসে থাকব ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আজ মুনাফেকের দল আর মুমিনেরা সব পরিস্কার ভাবে আলাদা হয়ে গেলো।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

মেহদী১০ বলেছেন: সবার সহযোগিতা থাকলে এমন কিছুই হত না ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

মো কবির বলেছেন: কথায় আছে না ভাই, কেউ ঝগড়া করে গায়ে পড়ে । এইবার বুঝুক সুশীলরা ।
এমনিতেই বিদেশিরা আজ কাল আমাদের দেখলে মনে করে আমরাও সোমালিয়ার মত হয়তো কয়েকদিন পর আমরা সোমালিয়ার চেয়েও আর ভয়ংকর। আর মানুষ হিসিবে এমনিতেই ওরা আমাদের শ্রদ্ধা করে যাও করত তাও গুটি কয়েক বাঙালীর বীরত্বের কারনে । দেশের বর্তমান অবস্থায় হয়তো কয়েকদিন পর আমাদের দেখলেই থুথু দিতে উদ্যত হবে। দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় । আর বেশি কিছু লিখলাম না কারন সামুর আবার সুবিধা বাদী দেখা গেল আমার নামে সরকারের কাছে আবার রিপোর্ট করে দিল। তবে যাইহোক এই দেশকে গড়ার স্বপ্ন নিয়ে একটা গ্রুপ খুলেছি ভাল লাগলে যোগ দিতে পারেন।



০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

মেহদী১০ বলেছেন: দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.