নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

দেখুন তো খুজে বের করুন কথাগুলার কয়টা পয়েন্ট মিথ্যা

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

মানবধিকারের কি জানি এক চেয়ারম্যান আছে না । লোকটা খুব সুন্দর সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথা কয় । লোকটার কথাগুলো শুনলেই আমি মুদ্ধ হয়ে যাই । মানবধিকারের বাণীতে পরিপূর্ন থাকে তাহার মুখ । একজন লোক মারা গেলেও তার আত্ত্বা নাকি কাইপা উঠে ।

তিনদিন ধরে লোকটাকে খুজে পাওয়া যাচ্ছে না । কোন গর্তে যে ঢুকছে বেচারা কেউ খুজে বের করতে পারছে না ।



নারী আন্দোলনের জন্য নিজের স্বামীকে পর্যন্ত ডিভোর্স দিছে । তাও নারী অধিকারের জন্য তারা পিছু হটবেন না বলে বেড়িয়েছেন । তারাসহ সকল নারী অধিকার অন্দোলনের কর্মীরা নাকি তিনদিন ধরে টিভি দেখা বন্ধ করে দিয়েছেন । তারা নাকি জানেনই না এখানে বেশিরভাগ নারী শ্রমিকই মরে গেছে ।



সরকারের সংসদ সদস্য যাকে ভবন থেকে বের করে নিয়ে গেল সেই ুয়োরকে নাকি আর খুজে পাওয়া যাচ্ছে না । যেখানে দলীয় একজন কর্মী মরলে চিরুনী অভিজান চলে অথচ এতজন মারা গেলেও সাইকেল অভিযান এখনও শুরু করা হয় নি ।



স্বাস্থমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ঘোষনা দিলেন সব চিকিৎসার ব্যায় বহন করবে সরকার । কই সরকার তো কিছু করছে বলে মনে হয় না ।

ইনাম হাসপাতাল ঔষধের জন্য জনসাধারনের কাছে সাহায্য চাচ্ছে । সরকার কই ?



উদ্ধারকাজে এটা নাই সেটা নাই । অক্সিজেন লাগবে মাক্স লাগবে টর্চ লাগবে খাবার লাগবে । এই ঘটনায় সাহায্য করতে যদি জনগনই একমাত্র সম্বল হয় তবে সরকারের দরকার কি ? যে কাজগুলো সরকারের সুষ্ঠভাবে করতে পারত সেকাজগুলো না করে মানুষের কাছে সাহায্য চাওয়া হচ্ছে । এতে বিসৃংখলা বাড়ছে বৈকি কমছে না ।



সাধারন মানুষ দুইভাবেই শুধু সাহায্য করতে পারে ।

এক হল রক্ত আরেকটা হল অর্থ । আর অন্য সব দিক দিয়েই সাপোর্ট দিতে হবে সরকারকে ।



কিছু মন্ত্রী অবশ্য বিনুদোন দিয়ে আমাদের মাতিয়ে রেখেছেন । আমাদের মনের দুঃখ কমাতে তারা বিরাট বড় ভুমিকা রাখছেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

মুচি বলেছেন:
সাবধান !!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

মেহদী১০ বলেছেন: ভাই আমি এখন দেওয়াল থেকে ১০ মিটার দুর দিয়ে হাটি । কখন না আবার আমার বাতাসের ধাক্কায় দেওয়াল ভাইঙ্গা যায় ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: কেউ যদি চিনতে না পারেন গোঁফ দেখে চিনতে পারবেন ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

মেহদী১০ বলেছেন: হা এটাও একটা চিহ্নিত করনের উপায় ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

ইশাতের দুনিয়া বলেছেন: ব- তে বোকা মানুষ.., তুই রাজাকার তুই রাজাকার। :)

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

মেহদী১০ বলেছেন: হা হা হা...সত্য কতার ভাত নাইরে ভাই । অনেকে দেখবেন সিরিয়াসলি এমনটা বলা শুরু করবে । কারন এই লেখাটা মনে হয় স্বাধীনতা বিরোধী কোন লেখা ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

জাতির চাচা বলেছেন: দানবাধিকার মিজান শাহবাগী চেতনায় চেতিত।বাংলা পরীক্ষার সময় সে অন্য পরীক্ষা দেয় না।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

মেহদী১০ বলেছেন: সেটাই তো ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

জননেতা বলেছেন: গোঁফওয়ালা লোকটা আসবে কেন, উনার ত চোখ একটা এটা জানেন না???

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

মেহদী১০ বলেছেন: হয়ত !!

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঢাকাবাসী বলেছেন: গরমেন্টের পাচাটা দালালটা এহন কোন গাতায় হান্দাইল?

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

মেহদী১০ বলেছেন: ভাই এত বেশি কঠিন কতা বুঝবার পারি না.... B:-/

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

অরিয়ন বলেছেন: Mizan Ekta Bakshali Dalal. Liar, Cheater & Fake Actor .

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

মেহদী১০ বলেছেন: হইবার পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.