![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলো ভবনের যেদিন ধ্বস হবে । সেদিন আমরা যা যা করবঃ
সব তারকাদের নিয়ে একটা বিশাল বড় নাচা-গানার আয়োজন করব ।
তারপর তাদের সাহায্য করার জন্য একটা ফান্ড তৈরি করব । সেখান থেকে প্রচুর টাকা উঠবে সেটা দিয়ে আমরা প্রথম আলোর কর্মীদের চিকিৎসা ও হুইল চেয়ার কিনে দিতে ব্যয় করবো । ভবিষ্যতে যাতে তারা কিছু করে খেতে পারে সেজন্যও ব্যবস্থা নিবো আমরা ।
টাকা কয়সা কম পড়লে আমরা জনসাধারন চাঁদা তুলে তাদের পাশে দাঁড়াবো ।
আর সব তারকাদের এমন দায়িত্ব-জ্ঞানহীন আচরন সত্যি আমাদের ভাবায় এরা কাদের তারকা ??
হাসান মাসুদ এই অনুষ্ঠান বর্জন করেছে । তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে । তিনি কালো তাকে নিয়ে আমরা প্রায়ই ঠাট্টা করি কিন্তু তার মন পরিষ্কার ।
সেজন্য গুনিজনরা বলে আগে মনের কালো দূর কর শরীরের কালো তোমার জন্য কোন বাঁধা হয়ে দাড়াবে না ।
স্যালুট বস । আপনি সব সময় আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন ।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫
মেহদী১০ বলেছেন: আর সুপারম্যান দের আহ্বান জানাচ্ছি, আপনারা প্রথম আলোর বিল্ডিং ধরে নাড়া চাড়া করুন।
এইটা করার আহবান জানাচ্ছি ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
অনিক০০৭ বলেছেন: আসলেই প্রথম আলোর ওই অনুষ্ঠান এই সময়ে খুবই বিব্রতকর লেগেছে, আমি এক মিনিটও দেখতে পারিনি আর অবাক হয়েছি কীভাবে এই সময়ে ওই অনুষ্ঠান প্রচারের সিদ্বান্ত নিল মাছরাঙা কতৃপক্ষ। ওই শিল্পীরাই বা কীভাবে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারলেন?
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
মেহদী১০ বলেছেন: সবাই বিবেক বর্জিত এমনটাই মনে হয় ।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
বোকা_ছেলে বলেছেন: আর সুপারম্যান দের আহ্বান জানাচ্ছি, আপনারা প্রথম আলোর বিল্ডিং ধরে নাড়া চাড়া করুন।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯
মেহদী১০ বলেছেন:
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
এম এম কামাল ৭৭ বলেছেন:
এবার প্রথম আলো হাসান ভাইকে বয়কট করবে।
বয়কটের ভয়ে আমাদের তারকারা কিছু করার সাহস পায়না।
এমন জোতিহীন মানুষদের তারকা ভাবতে কষ্ট হয়।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
মেহদী১০ বলেছেন: আমরা পুজিবাদি এ সমাজে অসহায় .....
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
মেহদী১০ বলেছেন: প্রথম আলো একটা অজগর।
আমারও এমনটাই মনে হয় ।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
স্পেলবাইন্ডার বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের মুখোশ খুলে যাচ্ছে! অচিরেই পুরো দেশের মানুষ এদের মুখে থু থু দিবে...
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৩
মেহদী১০ বলেছেন: এদের একটা শিক্ষা দেওয়ার সময় এসেছে ।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
ুুসর্ব্নাম বলেছেন: সাভারের দুর্ঘটনায় যাদের করার মত কিছু আছে, তারা চইলা গেলেন সাভারে। অন্যেরা উদ্বিগ্ন হইয়া নিউজ চ্যানেল ব্লগ দিয়া খোজ খবর রাখতেছেন।
আর, যাদের করার মত কোন কামই নাই, তারা খেলা দেখতেছেন। এর বাইরে কেউ কেউ ব্যাস্ত আছেন প্রথম আলোর অনুষ্ঠান নিয়া।
কেউ এই অনুষ্ঠান দেখার চেস্টা করতেছেন, যে কি কি দেখায়। নাচ গান কেমন হয়। পরে ব্লগে সেইটা নিয়া নিন্দা করতেছেন তারা।
কেউ দেখার চেস্টা কইরাও দেখতে পারতেছেন না, সাভারের ঘটনার মানবিক কারনে। আহারে, তাদের জন্য দুঃখ।
কেউ কেউ তীব্র নিন্দা করতেছে, যেন কিছুতেই তারা এই অনুষ্ঠান হইতে দিবেন না।
যেইভাবেই হোক, প্রথম আলোর এই অনুষ্ঠান কিছুক্ষনের জন্য হইলেও যে কারো কারো মনোসংযোগ তাদের দিকে নিতে পারছে, এই জন্য হইলেও প্রথম আলোর এই অনুষ্ঠান করনের দরকার ছিলো।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
মরু বালক বলেছেন:
কষ্ট পেয়েছিলাম ......
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
আহ্নিক অনমিত্র বলেছেন: হাসান মাসুদ একজন সাদা মনের মানুষ।
কালো আমরা সবাই। বঙ্গালি ফাপর চো*য়। সাদা চামড়া হইলে। জানোয়ারের দল তুই ওই বাইরে গেলে ব্লাডি ইন্ডিয়ানই কইব সবাই। একটু সাদা চামড়া আর কয়টা টেকা হইলে হুস থাকেনা।
আর সুপারম্যান দের আহ্বান জানাচ্ছি, আপনারা প্রথম আলোর বিল্ডিং ধরে নাড়া চাড়া করুন।