নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ

মেহদী১০

ফেসবুকে আমি........

মেহদী১০ › বিস্তারিত পোস্টঃ

রানা গ্রেফতার হওয়ার পর আসলে ভবিষ্যতে আমরা যা যা দেখব

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

রানা গ্রেফতার হওয়ার পর আমরা যে শাস্তিগুলো দাবি করে বসে আছিঃ



*যে ৫৪ টা লাশ মর্গে পড়ে আছে তাকে ৪দিন সেই লাশগুলোর সাথে রেখে দেওয়া হোক ।

*ধ্বংসস্তুপের নীচে রানাকে পচা গলা লাশগুলার সাথে অন্ধকারে ৪ দিন রাখা হোক ।

*রানাকে সবার সামনে ফাঁসি দেওয়া হোক ।

*জনগনের হাতে ছেড়ে দিন । জনগনই এর বিচার করবে ।

*রানাকে সব শ্রমিকের গোলাম বানিয়ে খেদমতের কাজ দেওয়া হোক । সে পেসাব-পায়খানা সাফ করার কাজে নিয়োজিত থাকবে ।



রানা গ্রেফতার হওয়ার পর আসলে ভবিষ্যতে আমরা যা যা দেখবঃ



*রানা ১০ দিনের রিমান্ডে ।

*রিমান্ডে তাকে এসি রুমে রেখে জিঞ্জাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য বের করা হবে ।

*তিনমাস কোন জামিন হবে না ।

*তিনমাস পর রানার দোষ কমতে শুরু করবে ।

*সরকারী উকিলরাও রানার দোষ খুজে পাবে না তাই তারা চুপ থাকবে ।

*সারে তিনমাসে সে জামিন পেয়ে যাবে ।

*ছয়মাস পর বিচারের রায়ে তার ২ বছরের জেল হবে ।



আমাদের রাষ্ট্রপতিরা আবার দয়াশীল মানুষ । রাষ্ট্রপতি মুখ বেজার করে বলবে যাহ তোকে জেল খাটতে হবে না তোর সাজা মাফ করে দিলাম ।

তবে ভবিষ্যতে এমন দুষ্টুমি আর করিস না ।





মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

এস দেওয়ান বলেছেন: আপনার দাবি গুলির প্রতি আমি সমর্থন জানাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.