![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সো আপনার নাকি খাড়ায় গেছে ।
হো খাড়াবে না কেন ?
সরকার এত বড় একটা কাম করল । ১০ কিংবা ২০ কিংবা ১০০ কিংবা ২০০ কিংবা ১০০০ কিংবা ২০০০ আহত কিংবা নিহত করল তো আমার খাড়াইবো না কার খারাইবো ।
নিজের চেতনার কেউ মরলে আমারটা নিস্তেজ হয়ে পরে যায় কিন্তু আমার চেতনার বিরুদ্ধে কথাবলা মূর্খগুলা মরলে আমার অটোমেটিক খাড়ায় যায় ।
দুইজন বিজিবি একজন পুলিশ মরছে এটাই বড় খবর ওদের ত্রিশজন মরছে এটা কোন খবরই না ।
ওরা সব ধ্বংস করে মানুষকে নিঃস্ব করে দিছে । এটা বড় খবর কিন্তু ওদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে এটা খবর না ।
ওরা হেন করছে তেন করছে কুরআন শরীফ পর্যন্ত পুরাই ফেলছে । এগুলা বড় বড় খবর । ওরা ইসলামের দুশমন ।
মেরে ফেল ওদেরকে ।
কাল একজনের স্ট্যাটাসে দেখলাম এতদিন আমরা চামরার টাকা মাদ্রাসায় দিতাম কেন ?
ভাই চামড়ার টাকাটা আর কাউকে দিয়েন না নিজের কাছেই রেখে দেন ।
আপনার ঐ ক্ষুদ্র টাকাটি মনে হয় ইদানিং বেশি লাগছে । যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ জনই গরীব ঘরের সন্তান তাই তাদের খাওয়া-দাওয়া শিক্ষাব্যায় বাবদ আপনার ঐ ক্ষুদ্র অংশ হয়ত ব্যয় হত । বিনিময়ে হয়ত কিছু হাফেজ, ইমাম তৈরি হয় । একদিনের জন্য(ঈদের দিন) হলেও যেমন ওদের পিছনে নামাজ পড়েন তেমনে আপনি মরলে ওরাই আপনার জানাজাটা পড়াই দিবেন ।
দরকার নাই এসবের নিজের জানাজা না হয় নিজেই পরে নিয়েন ।
ভাই এত যে খাড়ায় যায় খাড়ায় যায় করতাছেন তো কি খাড়ায় যায় ?
আমার হাত মানে আমার লেখার হাত । সব জিনিস নেগেটিভ চিন্তা করেন কেন ।
যাওকগা আমাদের মানবতা জিনিসটা সবার জন্য না । অবশ্য অনেকের ভাষায় গরু-ছাগল মরলে মানবতা দেখানোর কোন মানে হয় না ।
তবে একটা জিনিস যেন মাথায় থাকে গরু-ছাগল হিসাবে ভবিষ্যতে আপনাকে যেন পরতে না হয় ।
আমি এখানে একটা কথা বলে রাখলাম দেখবেন শুধু কথাটা সত্য হয় কিনা । হেফাজতে ইসলামী আজ বিনা অস্ত্রে এসে মার খেয়ে গেল । কিন্তু তারা কোনদিন এক লক্ষ মানুষ যদি অস্ত্র নিয়ে হামলা করে রুখতে পারবেন সেদিন তাদের ? নাকি মানবতাটা সেদিনের জন্য রেখে দিয়েছেন । একটা হত্যার বিরুদ্ধেও আওয়াজ তোলা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না ?
নিরপেক্ষতার প্যাচাল পারবেন না লাশ চাই না এটা আগে বলুন পরে যদি মনে করেন এর সাথে আরও কিছু শব্দ যোগ করবেন করে ফেলুন । লিখুন " কোন লাশ চাই না কিন্তু তাদের মেরে তক্তা করে ফেলুন " ।
বি.দ্রঃ সামুর প্রবলেম কি ? কালকে লিখছিলাম ২ঘন্টার মতও ছিল কিন্তু লেখাটা গায়েব হইল কেমনে ? সার্ভারের প্রবলেম কি এখনও সলভ হয় নাই নাকি ??
০৮ ই মে, ২০১৩ রাত ১:২৫
মেহদী১০ বলেছেন: ঠিক বলছেন ।
২| ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:০৬
মদন বলেছেন: +
০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৭
মেহদী১০ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫২
শহীদুল্লাহ খান বলেছেন: একচোখা মানে অন্ধ !!!