![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাপটপ বিষয়ে কোন ধারনা নাই ।
কি কি মডেল পাওয়া যেতে পারে ?
কোনটা কিনলে ভাল হবে ?
প্রসেসর কোর আই থ্রি কি হতে পারে ?
ল্যাপটপ কেনার সময় কোন বিষয়ে খেয়াল রাখা দরকার ?
আপনি কোন ব্রান্ড প্রেফার করেন এবং কেন ?
ব্যাকআপের বিষয়েও জানাবেন কতক্ষন পেতে পারি ?
বাজেট খুব বেশি বাড়ানো যাবে না তবে তাও সাজেশন দিতে পারেন ।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১০
মেহদী১০ বলেছেন: ধন্যবাদ । মনে হচ্ছে ৩৭ কিংবা ৩৮ পরে যাবে । আই থ্রি কেনার চিন্তা আছে ।
২| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৬
রিফাত হোসেন বলেছেন: কোর আই থ্রি এর নীচে নামবেন না ।
গেমস টেমস খেললে বা ভিডিও হালকা এডিটিং করতে চাইলে বেস্ট হবে ... ৮ জিবি রেম দেখে ক্রয় করা বা ৪ বা ৬ জিবি যাই বিল্ট ইন থাকুক না কেন তা যেন ৮ জিবি পর্যন্ত বাড়ানোর স্লট থাকে
।
ল্যাপটপ যখন ব্যবহার করবেন তখন ব্যাটারী ব্যাক আপের দিকে বেশী তাকাবেন না । এমনিতেও এটা দিনে দিনে বেকআপ কমাতে থাকবে
ক্ষয় হবে আরকি
৩-৪ ঘন্টা দিতে পারলেই সন্তুষ্ট থাকুন প্রাথমিক পর্যায়ে ।
আর বেকলিট কি বোর্ড লাইট থাকলে ভাল হয়ে, খুজে দেখতে পারেন, কিছু মডেল এ থাকে, যদি ল্যাপী অন্ধকারে ব্যবহার করতে ভালবাসেন বা চ্যাটে !
যে মডেল টার্গেট করবেন তার অনলাইন বহু রিভিউ পড়ে দেখবেন । তারপর ক্রয় করবেন ।
এর মাইনাস দিক গুলো জানা দরকার হয়ে পড়ে ।
আমি প্রায় ধরা খেয়েছি ১ বার আর ২য় বার ধরা খেয়ে থেকে বেচে গিয়েছি ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
জন রাসেল বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স
মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না।
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
মেহদী১০ বলেছেন: না ভাই আপনাকে কৃতজ্ঞতা জানাতেই হবে । আপনার সেই প্রথম গানটা এখনও মাঝে মাঝেই শুনি । অসাধারন লাগে ।
আর কষ্ট করে লিংক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আর আপনার ফেসবুক পেজে লাইক দিলাম যাতে নিয়মিত আপডেট পাই ।
(একটু লেট হয়ে গেল নোটিফিশন চেক করা হয় নি)
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৮
রিফাত হোসেন বলেছেন: ৩৫ হাজার এ ভাল লেপি পাবেন আজকাল ।
ভাল পাবেন । 

নতুন লেপিতে কোরআই৭ চতুর্থ জেনারেশন আপডেট, ব্লুরে ড্রাইভার ইনস্টল করা হবে ...
তাই পুরান মডেল এর দাম কমে আসছে ।
সাজেশন এতটুকুই পারলাম ।