নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন।

গর্বিত আমি, জন্মেছি এদেশে...লজ্জিত হই দেশধর্ষকদের উল্লাসে....

মেহেদী_বিএনসিসি

শ্যাম চাচার দ্যাশ নিউইর্য়কে আজাইরা সময় কাটাইতেছি।

মেহেদী_বিএনসিসি › বিস্তারিত পোস্টঃ

মরহুম আব্দুল জলিলের ষ্টেষ্টমেন্ট.. B:-) B:-) ....উন্মোচিত হোক সব কুলাঙ্গারগুলোর মুখোশ।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬

জানিনা আপ্নারা দেখেছেন কিনা, আমি এইমাত্র দেখলাম..............বা এই ভিডিও উপলক্ষে ইউটিউব বাংলাদেশে আবার বন্ধ হয়ে যায় কিনা...........। তবে কোন দল নয়........সব কুলাঙ্গার দুর্নিতীবাজগুলার মুখোশ উন্মোচিত হোক, সেটা যেই হোক..........এবং সেটা হোক প্রকাশ্যে...:P







মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

রিফাত হোসেন বলেছেন: হলি ক্রাইসিস!

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

রিফাত হোসেন বলেছেন: B:-)

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

তোমোদাচি বলেছেন: দেখছি ভিডিওটা ...

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫

বিপ্লব06 বলেছেন: ওরে মোর আল্লাহ....।B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: তারেক ভাইয়ারে ক্যাম্নে ঠ্যাঙ্গানী দিছিলো......ওই ভিড্যুও দেখবার মুঞ্চায়..... :P :P :P

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

তোমোদাচি বলেছেন: দলের শীর্ষ পর্যায়ে এভাবে টাকা পয়শার লেনদেন হয়, এটা ওপেন সিক্রেট।

কিন্তু গোপন ইন্টারোগেশনের ভিডিও এভাবে ইউটিউবে প্রকাশ করা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না; এটা শুভ লক্ষন নয়!


এটাকে সমর্থন করতে পারলাম না!!

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

মেহেদী_বিএনসিসি বলেছেন: ধন্যবাদ.......আপ্নি যে দৃষ্টিতে বলছেন.......সেভাবে আমরা কেউই সমর্থন করতে পারিনা....। তবে আমি আসলে জানতামনা দলের নেত্রীর চারপাশে সব অরাজনৈতি বলয়.....যেটা ওই জলিল বা তেফায়েলের মতো বয়োবৃদ্ধ রাজনীতিবিদরাও ভেদ করতে পারেননা.........। ওই হলমার্ক-ইউনিপে-ডেসনটিনিদের লুটের টাকা কোথায় যায়.....কিভাবে তারা টিকে থাকে......সেটা অন্তত পরিষ্কার হলো......। আর এভিডিওতে হাসিনার নাম আছে বলে এটা ভাবার কোন কারন নেই যে খালেদার পাশ এরচেয়ে আর শক্তিশালি কুচক্রি ব্যাবসায়ীরা নেই।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

নাওেয়দ বলেছেন: বামপন্থীদের রাস্তা এবার পরিষ্কার। সব চাল দেখে তো মনে হচ্ছে ইনু, মতিয়া, কামরুল, আসাদুজ্জামান নূরদের মত বামদেরকে দাড়া করানোর পায়তারা। কিন্তু তারাই যে দেশের আসল শত্রু!

আমেরিকায় নাকি জঙ্গী কার্যক্রম কিছু ইহুদী রাজনীতিবিদ যাদের উস্কানীতে হয়ে থাকে। সামনে তারা খুব আমেরিকার দেশাত্মবোধের কথা বলে অথচ এদের নিজের দেশ ইসরায়েল।

এমনই দু মু'খো সাপদের ছোবলেই কি ভেস্তে যেতে বসল গনজাগরনের স্বতস্ফুর্ত আন্দোলন? প্রথমে যা ছিল শুধুই "কাদের মোল্লার ফাঁসি, সেটাকে রাজনৈতিক দিকে টেনে নেয়া হলো জামায়াত বন্ধ করার দাবি। তারপর ৬৩টা ব্যবসা বন্ধের দাবী তুলে গনজাগরন মন্ঞ ক্ষেপিয়ে তুলল সাড়ে ৩ লাখ মধ্যবিত্ত ও গরীব পরিবারকে যাদের রূজি-রুটি হয় হয়ত পরিবাবরের একজনের আয়ের উপর ভর করে।

এই মতিয়া-ইনু কি কখনও আওয়ামী দেশাত্ববোধের সাথে ছিল? তারা তো বঙ্গবন্ধুকে সরাসরি গালিগালাজ করত বরাবরই। হাসিনা কার প্রেশারে এমন বিষফোঁরাগুলোকে দলের এত বড় পজিশনে বসালেন, এটাই এখন মূল প্রশ্ন হওয়া উচিৎ।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: এইটা ঠিক.....যেমন ইহুদিরা আমিরিকাকে শক্তভাবে নিয়ন্ত্রন করছে..........তেমনি ওই বামেরাই আজকাল আওয়ামী ক্ষমতার কেন্দ্রে......... বঙ্গবন্ধু উপরে বসে দলের এ অবস্থাদেখে কপাল চাপড়াচ্ছেন........। উনি থাকলে এই নেতাদের নামই লোকে জানতোনা।
তবুও পার্সোনালী মতিয়া চৌধুরীকে অন্যান্য সব রাজনীতিবিদদের তুলনায় অনেক শ্রদ্ধা করি তার পার্সোনালীটি আর সৎ সাধাসিধা লাইফষ্টাইলের জন্য....তাই তার ব্যাপারে দ্বিমত পোষন করছি।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই ভিডিওটা শেয়ার করার জন্য। রাজনীতিবিদের সব কনফেশন প্রকাশ পাওয়া উচিত।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১

কান্টি টুটুল বলেছেন:

লিংক আলাদাভাবে দেন

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

আমি কবি নই বলেছেন: ভয় হয়, দেশটা টিকবে কি?

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

তোমোদাচি বলেছেন: অরাজনৈতি বলয়.....যেটা ওই জলিল বা তেফায়েলের মতো বয়োবৃদ্ধ রাজনীতিবিদরাও ভেদ করতে পারেননা.........। ওই হলমার্ক-ইউনিপে-ডেসনটিনিদের লুটের টাকা কোথায় যায়.....কিভাবে তারা টিকে থাকে......সেটা অন্তত পরিষ্কার হলো......। আর এভিডিওতে

এই কথাটার সাথে একমত না হয়ে পারলাম না!!

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: youtube ki chalu hoise bangladesh e ?

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

চায়াবিথী বলেছেন: বদ্দা, ভিডিও ইবা দেখা নজার, বন্ধ গরি দিয়্যিনা ?

১৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

তৌফিক মাসুদ বলেছেন: এগুলান হুদা প্যাঁচাল না পারলে হয়না। আসুন দেশের উন্নতির চেষ্টা করি, পাকিস্তান ও ভারতের ছাগুদের এই দেশ থাইকা তাড়াই। ৪২ বছর ধইররা স্বাধীন আমরা, কিন্ত এই দুই হাড়ামী দেশ আমাগো জালাইতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.