নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

মানুষ পুড়িয়ে মেরেফেলা কি ইসলামে যায়েজ ?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

দুটি হাদিস পড়ুন, সহীহ বোখারী থেকে নেয়া ।

হাদীস: হযরত আবূ হুরায়রা (রা: ) বলেন, আমি রসূল (সা: )-কে বলতে শুনেছি, এক সময় একটি পিঁপড়া কোনএক নবীকে দংশন করলে সেই নবী(আ: ) উক্ত পিঁপড়ার এলাকা আগুন দ্বারা জ্বালিয়ে দেন । আত:পর মহান আল্লাহ তাঁর কাছে ওহী পাঠালেন, একটি পিঁপড়া তোমায় দংশন করল, আর তুমি আল্লাহর এমন একদল মাখলুককে জ্বালিয়ে দিলে, যারা আল্লাহর তসবীহ তাহলীল আদায় করে থাকে । হাদিস নং: ২৮১০ সহীহ বোখারী শরীফ



সহীহ বোখারী ২৮০৭: হযরত আবু হুরায়রা (রা: ) থেকে বর্ণিত: ... রাসূলুল্লাহ (সা: ) বলেন, .. আগুন দ্বারা শাস্তি দেওয়া আল্লাহ তা’লা ব্যতীত অন্য কারও জন্য বিধান নেই ।.”

এছাড়া বহু হাদিস দ্বারা প্রশিদ্ধ যে রসূল (সা:) নিষেধ করেছেন যুদ্ধক্ষেত্রে শিশু হত্যা করতে, নারীদের হত্যা করতে , বৃদ্ধদের হত্যা করতে , ফসল জ্বালিয়ে দিতে , এবং গাছ পুড়িয়ে দিতে ।

তাহলে আজ যারা ধর্মের নামে এসব করছে তাদেরকে কি বলবেন ? এরা কি ধর্মের পথে আছে ? নাকি ধর্মের নামে মানুষকে দিয়ে ঐসব করাচ্ছে যা রসূল (সা:) সরাসরি বিরোধীতা করেছেন ? যারা রসূলের বিরোধীতা করে তারা কোন ইসলাম মানে ?

বার্ণ ইউনিটে গেলে দেখবেন মানুষকে কিভাবে পুড়িয়ে দেয়া হয়েছে ! পেট্রোল বোমা আর গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে যাদের হত্যা করা হচ্ছে এরা মানুষ কোন পিঁপড়াও নয় । ১৪ বছরের কিশোর মুন্নাকে দেখে কি মনে হয় যখন রাস্তায় পোড়া শরীর নিয়ে স্ট্যাচু হয়ে বসেছিল এমনকি তার পুংলিঙ্গও পুড়েগিয়েছিল । ছেলেটির গায়ে কোন পোশাক ছিলনা সব পুড়ে ছাই !! অবশেষে কিছু কথা বলে মৃত্যুর কোলে ঢলে পড়ল । শুধু একজন হলে তবুও বিশৃঙ্খলা ধরতাম কিন্তু যখন পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়াহয়, মানুষ হত্যার নিমিত্তে । তখন কি বলবেন এরা মানুষ ? আর কত ....? মানুষ হত্যার রাজনীতি যারা করে ক্ষমতাকে কুক্ষিগত করতে তাদের কি মোটেও বিবেক নেই ? নেই কি মানবতাবোধ ! নেই কি ধর্ম আর মূল্যবোধ ? আজ সভ্যতা কোথায় ? কোথায় সুশিল ... সুশিল নাম শুলনেও লজ্জালাগে ।

হাদিস দুটি তুলে ধরলাম এজন্যই যে যারা হত্যা করছে তারা রীতিমত ধর্মের দোহাই দিয়েই জনগণকে জেহাদে নামিয়েছে ।

মুসলীম মুসলীম , মানুষ মানুষকে পুড়িয়ে কোনদিন আল্লাহর রহমত পাবেনা বরং এরাই জাহান্নামের স্পষ্ট ইন্ধন হবে । এরা ধর্মের নয় এরা বিশৃঙ্খলাকারী । এরা মুনাফিক , এরা ধর্মের নামে ভন্ড । এরা একাধারে মুনাফিক আবার একই সাথে রাজাকার মীর্জাফর ! এরা মানুষ নয় , এরা পশু । হিংস্রপশু !!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ঠিক বলেছেন ভাই ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

দৈববানী বলেছেন: +++++++++++++++++
রাসূলুল্লাহ (সা: ) এর জায়গায় ইমু হয়ে গেছে। ঠিক করে দেওয়ার জন্য লেখককে অনুরুধ করছি।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

হেডস্যার বলেছেন:
মারার পদ্ধতির চাইতে ও বড় প্রশ্ন হল.... সাধারন মানুষকে কি অপরাধে মারা হচ্ছে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

নিজাম বলেছেন: অতি সুন্দর লেখা। আপনাকে আল্লাহ উত্তম বদলা দান করুন। যারা পুড়ে মরেছে তাদের অধিকাংশ মুসলমান, যারা পুড়িয়েছে তারাও অধিকাংশ মুসলমান। আল্লাহ তাদের সুবুদ্ধি দান করুন। নির্যাতিতদের মাফ করে দিন। সকলকে হেদায়েত দান করুন। এছাড়া আমাদের আর কিছুই করার নেই।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

গুগলরকস বলেছেন: ভাই জামাত বিএনপিরে চালায়, বিএনপি এসি রুমে ঘুমায় আর পালায় থাকে। আর জামাত হইলো ধর্ম ব্যাবসায়ীদের দল, সবাই জেনে গ্যাছে তাই তাদের জনসমর্থন একদম নাই। নিরিহ মানুষ মারার কারনে আরো অনেক ভোট কমবে...

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

চলতি নিয়ম বলেছেন: প্রত্যেক টা জামাত-বিএনপির কানে ধৈরা এর উত্তর আদায় করতে হবে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৬

মেহেদীহাসান- বলেছেন: ধন্যবাদ সবাইকে মূল্যবান মতামতের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.