![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যীশু খ্রীষ্টের প্রকৃত নাম কি ছিল ...?
আরবীতে ঈসা বলা হয়, ইংরেজিতে যিসাস, হিন্দী ও উর্দূতে ইশু , বাংলাতে যীশু ।
আসুন জানা যাক তার জন্ম যে ভাষাতে সেখানে কি নাম ছিল ।
যীশু খ্রীষ্টের জন্ম হিব্রু অঞ্চলে যা ইসরাইলের বেথেলহ্যাম এলাকায় । সেই অনুসারে তার নিজ ভাষার নামটাই আসল হবে । হিব্রুতে তার নাম হল ''ইয়া'শু'আ'' যাকে আরবীতে ঈসা নামে কোরানে উল্লেখ করা হয়েছে । উল্লেখ্যে যে আরবী ও হিব্রু প্রায় সমোচ্চারিত শব্দ কিন্তু লিখার পদ্ধতি আলাদা । বাংলা ও হিন্দি যেমন পাশাপাশি শব্দ তেমনি আরবী ও হিব্রু পাশাপাশি শব্দ । সেই অনুসারে ইয়াশুয়া শব্দটি আরবী ঈসা হিসেবে স্থান পেয়েছে । পরবর্তীতে রোমান সম্রাজ্যের সময়ে গ্রিক ভাষার দখল দারিত্বের কারণে যা পরিবর্তীত হয়ে ইয়াশুয়া নামটি যিশুয়া থেকে ইংরেজি জিসাস নামে পরিণত হয় । এদিকে ভারত উপমহাদেশে যিশু শব্দটি সাংস্কৃতি ভাষায় লিখার কারণে হিন্দি ইশু উচ্চারিত হয় আর একই বানান হওয়ার পরেও বাংলার শব্দগত কারণে হিন্দী বা সাংস্কৃতির ইশু উচ্চারণটি যিশু হয়েছে ।
আসলে তার অঞ্চল ভেদে যে নামেই ডাকা হোক না কেন, তার প্রকৃত নাম 'ঈসা, জিসাস, ইশু, বা যীশু' কোনটিই সঠিক উচ্চারিত নয়, তার প্রকৃত নাম হল '' ইয়া'শু'আ '' ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: জেনে খুশি হলাম।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
জাহিদ হাসান বলেছেন: আগেই জানতাম, তারপরও ধন্যবাদ
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: আজাইরা একটা বিষয় প্যাঁচানো বন্ধ করুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
রোহিংগা ভাষায় কি হবে?