![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল লতিফ সিদ্দিকীকে নাস্তিক ঘোষণা করা হল, দেশের সমস্ত মৌলবাদীরা তার বিরুদ্ধে মিছিল বের করলো । তার মস্তকের দাম ঘোষণা করা হল ।
তিনি চাইলেই লন্ডনে থেকে যেতে পারতেন । তিনি রাজনৈতিক আশ্রয় চাইলে খুব বেশি কিছু করতে হত না তাকে । কারণ তার বিরুদ্ধে মৌলবাদীরা ক্ষেপেছিল ।
তবু তিনি বীর মুক্তিযোদ্ধার মতই বীরত্ব দেখিয়ে গ্রেফতারী পরওয়ানা মাথাতে নিয়ে, এমন কি মাথা কেটে যাবার ঝুঁকি নিয়েও দেশে ফিরেছেন । নিজেকে আইনের কাছে সমর্পণ করেছেন । জেল খেটেছেন আবার আইনের সহায়তা নিয়ে জেল থেকে বের হয়েছেন ।
কিন্তু তিনি বিদেশে নিজের পাসপোর্ট জিম্মি রেখে রাজনৈতিক আশ্রয় নেননি । তিনি বাংলাদেশি নাগরিকত্ব বর্জন করেননি ।
তারেক রহমান যদি এতই বুদ্ধিমান ও দেশ প্রেমিক হতেন তবে লতিফ সিদ্দিকীর মত ঝুঁকি নিয়ে দেশে ফিরতে পারতেন । অথচ তিনি বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন । তিনি সেখানে বাংলাদেশের নাগরীকত্ব বর্জন করে এদেশের একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বসে আছেন । অপেক্ষাতে আছেন কবে দল ক্ষমতায় আসবে সেদিন তিনি ফিরে আসবেন !
আসলে তারেক রহমানদের দলের কর্মীদের এত উচ্ছসিত হয়ে আর লাভ নেই । কেননা, তাদের দলের সর্বোচ্চ নেতা নিজেই হতাশ, তার হতাশা থেকেই তিনি বুঝে গেছেন দেশে আর বিএনপি কোনদিনই ক্ষমতায় আসবেনা, আর সেজন্য তার যে কোন সময় সাজা খাটতে দেশে টেনে হিঁচড়ে নিয়ে আসা হতে পারে । তাই তিনি ভবিষ্যৎ বুঝে নিজের আখের নিজেই গুঁছিয়ে নিয়েছেন । দেশের অর্থকড়ি বিদেশে পাচার করে নাগরিকত্ব বর্জন করে সেদেশের বাসিন্দা হবার সকল ব্যবস্থা করেছেন ।
আমি বিএনপির কর্মীদের বলছি, তোমরা আর ভেবনা যে তোমাদের নেতা লন্ডন থেকে এসে ত্রাণকর্তা হয়ে তোমাদের উদ্ধার করবে । বরং তোমরা ভাবো, যে দলের তোমরা সমর্থন করো সেই দলে সত্যিকারের কোন দেশপ্রেমীক ও ভাল রাজনীতিবীদকে বসাতে পারো কিনা, যাতে তোমাদের দলকে তিনিই ভারতের বিজেপির মত জাগরণ করতে পারেন । জিয়া পরিবারের নামে আর গুণ কীর্তন করে কোন লাভ নেই । ঐ পরিবারটির লেজুর ধরে থাকলে বিএনপি নামক দলটি আস্তে আস্তে পাতালপুরীতে গিয়ে পৌছাবে ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন:
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
তারেক যা চুরি করেছিল, তার একাংশ মিলিটারীর লোকেরা মনে হয় কেড়ে নিয়েছে (২০০৭-২০০৮ সাল); বাকী অংশ নিয়ে সে খুশী; রাজনীতি মাজনীতি উনার মাথায় প্রবেশ করার কোন সম্ভাবনা নেই।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
ক্স বলেছেন: লতিফ সিদ্দিকীকে রিমান্ডে নিয়ে ওয়ান ইলেভেন সরকার দড়িতে ঝুলিয়ে পেটায়নি, তারেককে পিটিয়েছে। লতিফ সিদ্দিকী মোল্লাদের দৌড় কতটুকু সে সম্পর্কে ভালোই জানে - সেজন্য কড়া সরকারী নিরাপত্তায় দেশে ফিরে এসেছে - সরকার তার নিরাপত্তার পাশাপাশি পাপ মোচনেরও ব্যবস্থা করে দিয়েছে। রাজনীতি সম্পর্কে জানাশোনা থাকলে আপনি কখনোই তারেক আর লতিফ সিদ্দিকীকে এক পাল্লায় মাপতেন না। আওয়ামী লীগ সরকার চরম প্রতিহিংসা মূলক সরকার। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে - কাউকে ক্ষমা করেনি। খালেদা জিয়া অশীতিপর বৃদ্ধা হয়েও এই চরম প্রতিহিংসা থেকে রেহাই পায়নি - সেখানে তারেকের মত টগবগে যুবককে হাতে পেলে সরকার ছেড়ে দেবে? পিটিয়ে আগে ছাল ছাড়াবে, তারপর লবণ মাখাবে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @অনন্য দায়িত্বশীল আমি ও ক্সকে প্রতিউত্তর করুন।।
"। তিনি সেখানে বাংলাদেশের নাগরীকত্ব বর্জন করে এদেশের একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বসে আছেন""!!"
----- এত কম বুদ্ধি নিয়ে পোস্ট দিলে তো সমস্যা??
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮
মেহেদীহাসান- বলেছেন: আপনার বুদ্ধির তেজ দিয়ে সমাধান দিন ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: দলের লোকজন কিন্তু তারেককে খুব মান্য করে।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭
মেহেদীহাসান- বলেছেন: দলটার সকল কর্মকান্ডই ত এইট পাশ এইট পাশ মার্কা ।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: অন্ততপক্ষে লতিফ সিদ্দিকীর সাথে তারেকের তুলনা হয় না। লতিফ সিদ্দিকীর কুৎসা ছিল রাসুল (সা) এর বিরূদ্ধে। কিন্তু তারেক সমালোচনা করে শেখ মুজিবের। এ কথা কে না জানে আওয়ামী লীগের কাছে মুজিবের সমালোচনা ক্ষমার অযোগ্য বিষয়। কিন্তু নবী রাসুলদের সমালোচনা তাদের কাছে খুব একটা গুরুত্ব পায় না। থাবা বাবা নামে একজনের জন্য তারা যথেষ্ঠই কান্নাকাটি করেছিল।
দেশ ছেড়ে পালানো যদি কাপুরুষতার লক্ষন হয়ে থাকে তবে ফখরুদ্দিন মইনের সময়ে জাহাংগীর কবির নানক সহ বেশীর ভাগ আওয়ামী নেতাই তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তারেক নেতা হতে পারবেন কিনা তা ভবিষ্যতই বলবে। তবে রাজনৈতিক আশ্রয় অন্ততপক্ষে কোন বাধা হবে না তার জন্যে। সূচি সহ অনেক রাজনীতিবিদেরাই রাজনৈতিক আশ্রয়ে থেকে নেতৃত্ব লাভ করেছেন।
আমি ব্যক্তিগতভাবে চাইনা তারেক দেশে ফিরুক। তারেককে খালাস দেওয়া বিচারককে যেভাবে ধাওয়া করা হয়েছে কিংবা সিনহাকে যেভাবে যে কায়দায় নাকানি চুবানি খাওয়ানো হয়েছে তাতে আশা করি প্রমান হয়েছে যে বিচার বিভাগ সম্পূর্ন ভাবে আওয়ামী লীগের ইচ্ছেমত চলবে। বিবেকসম্পন্ন এবং বাংলাদেশকে যারা ভালবাসেন তারা বার বার এই একই জিনিস দেখতে চাইবে না।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯
মেহেদীহাসান- বলেছেন: তারেক কে মনে প্রাণে নেতা মনে করে আছেন কেমন বিবেক দিয়ে বোঝেন তা বুঝতে বাঁকি নেই আমাদের ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
হাঙ্গামা বলেছেন: কি বালচাল লিকেচেন বাইয়া ......??
"তারেক নাগরিকত্ব বর্জন করছে" এবং তারেকের সাথে লতিফ সিদ্দিকির তুলনা কইরা পোষ্ট দেবার পরে আপনার যে আয়োডিঞ্জনিত সমস্যা রয়েছে তা ঝকঝকে পরিস্কার।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫০
মেহেদীহাসান- বলেছেন: লতিফ তারেকের চেয়ে অনেক বেশি আইনের কাছে শ্রদ্ধাশীল ।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
মো ফরহাদ বলেছেন: আগে দেখতাম নাস্তিক লোক দেরকে মানুষ ঘৃণা করতো, কিন্তু এখন কিছু কিছু লোক ভালোবাসে কারণ তারাও এখন একপ্রকার নাস্তিক হয়ে গেলো। আমি লেখককে একটা কথা বলতে চাই সেটা হলো। মৌলবাদ কথার অর্থ না জানার জন্য আপনি একটা গোবর গনেশ। আপনি একটি মূর্খ কারণ মৌলবাদ মানে মূলের বাদ অর্থাৎ যে লোক কোন কিছুর মূল অংশের সাথে জুড়িত তাকে মৌলবাদ বলে। আর আপনি গাধার চেয়ে নিকৃষ্ট কারণ আপনি তারেক রহমান কে একটা নাস্তিক মার্কা শয়তানের সাথে তুলনা করেছেন। আর শেষ কথা সেটা হলো নাস্তিক কে যে বীর বলে সেও নাস্তিকের অন্তর্ভূক্ত ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬
মেহেদীহাসান- বলেছেন: আপনি মৌলবাদ বলতে মূল বিষয়কে যারা ধারণ করে, এমন শব্দার্থ জানেন বলে নিজেকে পন্ডিত মনে করেছেন । সেটাও শিখেছেন ড। জাকিরের আলোচনা থেকে ।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় নষ্ট...
১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
কানিজ রিনা বলেছেন: হাতে কালি মুকে কালি বাবা আমার নিকে
দিলি।
এই না হলে তারেক ভিলেন থেকে একলাফে
হিরো হয়ে গেছে দেশে বিদেশে।
আমিলীগ ভিলেন বানাতে পারে হিরোও বানাতে
পারে।
ভোট দখল নাজনীতি নাফিয়ে নাফিয়ে দেশে
সুবাতাস বয়ে যাচ্ছে। সিন্হা সে বাতাসে
উরে গেল।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: তারেক জিয়ার রাজনৈতিক ভবিষ্যত মোটামুটি শেষ হয়ে যায় যখন সে এ্যাসাইলাম করে। সে যদি এ্যাসাইলাম পেয়েও যায় তার পাসপোর্টে লেখা থাকবে সব দেশ কিন্তু বাংলাদেশ বাদে। তার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন নিষিদ্ধ।
কথা হলো লীগ সরকার যদি ক্ষমতায় নাও থাকে, তবু এই মানুষটাকে বাংলাদেশে নাগরিকত্ব ক্লেইম করে তারপর সাংবিধানিক পদে বসতে প্রচুর কাঠখোড় পোড়াতে হবে।
২০১৯ এর নির্বাচনে বোঝা যাচ্ছে লীগ ক্ষমতাতে বসছে আবার। সেক্ষেত্রে পরবর্তী টার্মে খালেদা জিয়া বেঁচে নাও থাকতে পারে। আর খালেদা জিয়া বিহীন বিএনপির অস্তিত্ব মাঝি বিহীন নৌকার মতোই।
তারেক জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো আশার আলো নেই
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি তো কোন তথ্যই জানেন না আবার লিখছেন। কবে তারেক নাগরিকত্ব বর্জন করেছে?