![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন নেতাকে উপজেলা নির্বাচনের ভোটে জয়ী করতে কতই না পরিশ্রম করেছিলাম । রাতদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে একজনকে বিজয়ী করতে কাজ করেছি । তিনি আওয়ামী লীগে আদমদীঘি তে নবাগত নেতা হয়েও আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ভোটে জিতলেন । নতুন চেহারা আমরা তার চরিত্র বুঝিনি । ভোটে জেতার পর আমাদের গ্রামে আসলেন । গ্রামবাসী আমাকে দেখিয়ে দিয়ে বললেন এই ছেলেটি খুব খেটেছে । আপনি এই ছেলেটিকে দেখবেন । আমার অজান্তেই তারা মুখ থেকে এই কথা ঐ ব্যক্তির কাছে জানালো ।
কিন্তু নির্মম পরিহাস ! একদিন উপজেলা পরিষদের দরজায় বিনা দোষে আমাকে যে অপমানটা করা হল । তবে আমিও কথা বলতে ছাড়িনি । প্রতিটা কথার সঠিক জবাব দিয়েছি । আমার মধ্যে সৎ সাহস আছে । আমি অসৎ হলে হয়তো তার কাছে কথা বলার সাহস হতো না ।
অথচ আমার কোন অপরাধ ছিলনা, আমি শুধু পকেট কমিটি হতে দেবো না বলে একটু প্রতিবাদী ছিলাম । আমি চেয়েছিলাম দলে যারা নতুন তাদের আমরা দলে নেবো কিন্তু সভাপতি সেক্রেটারি পদে নয় । এটাই ছিল তার কাছে আপরাধ ।
আমাকে অপমান করা দেখে শামীম চেয়ারম্যান দৌড়ে এসে সেই নেতার মুখের উপর বললেন , ভাই আপনি কি করছেন ? আপনি এই ছেলেকে অপমান করেননি, আপনার নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন ।।
আমি কিয়ামতের আগেও ভুলবো না । সেদিন যখন আমাকে অপমান করা হচ্ছিল !
কি তা মুখের ভাষা ! আর কি তার দম্ভ !
তার সাথে থাকা দু একজন চেলাও বক্তা ছিল ....
কবিগুরুর ভাষায় বলতে হয়,
"বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন।
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।"
তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম , হায়, এতদিন ধরে সততার সাথে আমি আওয়ামী লীগের জন্য কাজ করছি আর আজ এটাই আমার প্রতি প্রতিদান দেয়া হল ? আবার ভাবলাম , যাক আমি তার চেয়ে অনেক আগে থেকে আওয়ামী লীগে করি। আমার আপাদমস্তক দলের আদর্শ । সে একদিন নাও থাকতে পারে আমি ত আওয়ামী লীগে থেকেই যাবো ।
তার ফলাফর পরের নির্বাচনে আমার গ্রামবাসী দিয়েছে । ভোট তার উল্টে গেছে আমাদের কেন্দ্র তে ।
আমি ভোটের পর তাদের কাছে যখন বললাম , এই ভোট এমন হল কেন ? আমরা ত ভোট দিয়েছি , কাজও করেছি । তখন তারা বললেন, ক্যারে বা, তোমাক অপমান করেছে .. আমাদের কি মনে নাই ?
আমরা অর্থের বিনিময় করিনা বলেই হয়তো আমাদের তাদের কাছে মূল্য কোম । কি হয়েছে ? সেই নেতার দ্বারে আর কোনদিন যাইনি , আমার কি উপর লেভেলে নেতাদের সান্নিধ্য কোম আছে ?
সারা দেশে ঢাকা থেকে শুরু করে সব খানে আমার অনেক নেতার সাথে ভাল সখ্যতা গড়ে উঠেছে । সম্মানও দিয়েছে সবাই যেখানে গিয়েছি । শুধু একটা দাগ রয়ে যাবে ....
তাই সদালাপী মৃদুভাষী অর্থিক মোহ বিবর্জিত একজন আপাদোমস্তক আওয়ামী লীগার নেতা আমরা চাই । এমন নেতার জন্যই আমাদের সংগ্রাম চলবে ...
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক গণতান্ত্রিক ভাবে নেতা বাছাইয়ের ব্যবস্থা থাকলে ভালো নেতারাই নমিনেশন পেত। তখন কর্মীদেরও মূল্যায়ন করা হত। এখন তো চামচারাই সব নিয়ন্ত্রণ করে...
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন নেতার জন্যই আমাদের সংগ্রাম চলবে ...
নেতাদের চরিত্র ফুলের মত পবিত্র !!
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০
রাজীব নুর বলেছেন: এটা স্বাভাবিক। তারা অবশ্যই বদলে যাবে ভোটের পর। অমানুষ ও তাই বদলে যায়।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫
প্রশ্নবোধক (?) বলেছেন: আপনি একটা আবাল। আপনার কথা শুনে যারা নেচে গেয়ে ভোট দিয়েছে তারা এক একটা বেকুব। আপনার নেতাটা মানুষ না আ...গ।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৪
মেহেদীহাসান- বলেছেন: আপনি মনে হয় ভেবে বলেননি । কর্মীরা ভোট করে এটা আবালের কিছু নয় । আর যার গ্রহণযোগ্যতা আছে তার কথা শুনে অনেকেই নির্বাচনে সঠিক প্রার্থী বেছে নেয় । কিন্তু তার মানে এই না যে আমরা বোকার স্বর্গে বাস করি ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
রাফা বলেছেন: ভেরি গুড ,এভাবেই প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিতে হবে।রাজনীতি কোন বালখিল্যতা নয়।রাজনীতির সঠিক পাঠ নিয়ে এখানে নিবেদিত করতে হয় নিজেকে।এভাবেই দল এবং দেশের পাশে থাকতে হয় তৃণমূল নেতা-কর্মিদের।
জয় বাংলা,মে.হাসান।