নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক ভাবে জামায়াত নিষিদ্ধ হোক ।

০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৫০

ভারতে জামায়াতে ইসলামীকে আগামী ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে । জামায়াতে ইসলামী জম্মু এবং কাশ্মীর শাখার কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে ।
১৯৪১ সালে জন্ম নেয়া জামায়াতে ইসলামী ১৯৪৭ সালের পর দুই দেশে বিভক্ত হয়ে যায়, জামায়াতে ইসলামী হিন্দ এবং জামায়াতে ইসলামী পাকিস্তান । ১৯৭১ সালের পর পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামী দলটি ১৯৭৮ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে পুন:গঠিত হয় ।
এর মধ্যে ভারতে জামায়াতে ইসলামী হিন্দু থেকে কাশ্মীরের অংশটি কাশ্মীর নামে আলাদা সংগঠন করে জামায়াতে ইসলামী জম্মু এবং কাশ্মীর নামকরণ করে । তার পর থেকেই, কাশ্মীরে হিংসাত্মক কার্যক্রমে জামায়াতে ইসলামী জম্মু ও কাশ্মীর অংশটি সক্রিয় হয় উঠে । এই দলটি, হিজবুল মুজাহেদিন, জেইশে মুহাম্মাদ, হরকাতুল জিহাদ, লশকরে তৌয়বা, আল বদর নামের বিভিন্ন মুজাহিদ বাহিনী গঠন করে সক্রিয় ভারত বিরোধী সন্ত্রাসী কার্যক্রম করতে থাকে ।
কাশ্মীরের জনগণের মধ্যে ভারত বিরোধীতা, স্কুল ছাত্রদের মগজ ধোলাই করে তাদের জঙ্গিবাদে অংশগ্রহণ করাতে থাকে । কাশ্মীরের বিভন্ন অঞ্চলে এদের ট্রেনিং দিয়ে বর্ডার ক্রস করে আনা হাতিয়ার তুলে দেয়া হয় হিন্দুস্তানী সৈন্যদের বিরুদ্ধে একশন নিতে ।
তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ভারতীয় সেনাদের উদ্দেশ্য করে যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং তাতে ৪০ জন ভারতীয় জওয়ানের প্রাণ চলে যায়, এটি ছিল সম্পূর্ণ জামায়াতে ইসলামী দ্বারা সৃষ্ট জঙ্গিদের আক্রমণ । আর এদের ইন্ধন দাতা হিসেবে লাইন অব কোন্ট্রোল পার থেকে আসা পাকিস্তানী সন্ত্রাসী বাহিনীর সহায়তা ।
সব মিলিয়ে জামায়াতী ইসলামী দলটি হল ওয়াহাবী ধারার একটি দল যারা সৃষ্টি থেকে সকল স্থানে অশান্তি তৈরিতে ব্রত ।
পাকিস্তানে তারা ১০ হাজার কাদিয়ানী মুসলীমদের পুড়িয়ে হত্যা করার মধ্য দিয়ে তাদের স্বশস্ত্র রাজনীতির অভিশেক ঘটায় । বাংলাদেশে ১৯৭১ সাল থেকেই শুরু করে বাঙালী উপর অত্যাচার । মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের যে ভূমিকা তা সবার জানা । বাংলাদেশ স্বাধীনের পর পর পলাতক রাজাকার আলবদর সেনারা মিয়ানমারের আরাকানে আশ্রয় নেয় । ঠিক তার পর পরই আরাকানে শুরু করে পাকিস্তানের সহায়তায় রহিঙ্গাদের প্রণোদনা দেয়া, মিয়ানমার বিরোধী কার্যক্রম এবং মিয়ানমারের সাথে স্বশস্ত্র যুদ্ধের উস্কানী । মিয়ানমারে শান্তি বিনষ্টের পেছনে যদি কারণও হাত থাকে তা হল এই জামায়াতে ইসলামীর । কারণ, পাকিস্তানের ইরাদা হল তারা বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চল, মিয়ানমারের আরাকান এবং ভারতের কিছু পাহাড়ী অঞ্চল নিয়ে আলাদা রাস্ট্র গঠন করা । অপর দিকে, বাংলাদেশের রাস্ট্র ক্ষমতায় একক ভাবে আসীন হয়ে রাস্ট্রকে মিনি পাকিস্তান বানানো এবং ভারত থেকে কাস্মীরকে আলাদা করে পাকিস্তানের সাথে জুড়ে দেয়া বা আলাদা রাস্ট্র গঠন ।
জামায়াতে ইসলামী আবু আলা মওদুদীর দর্শনে এই জামায়াতে ইসলামী শুধু মাত্র যে এই ভারত উপমহাদেশেই আছে তা কিন্তু নয় । বিশ্বের বহু দেশে আলাদা নামে গঠিত হয়েছে এই দলটি, দর্শন তাদের একটাই ''মওদুদীবাদ'' ।
বাংলাদেশে এমন কোন অপকর্ম নেই যা জামায়াতে ইসলামী দ্বারা সংঘটিত হয়নি । বাংলাদেশেও যতগুলো জঙ্গি সংগঠন জন্ম নিয়েছে , তাদের মাতা হিসেবে জামায়াতের ভূমিকা পরিলক্ষিত । এমন কি দেশে কোন স্থানে কোন জঙ্গি ধরা পড়লে তার কাছ থেকে মওদুদী গোলাম আজমের বই আর সাইদীর ওয়াজের ক্যাসেট মিলেছে ।
মিসরে ইসলামী ব্রাদারহুড নামের দলটিও মওদুদিবাদেরই দর্শনে সৃষ্টি , যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এসেছিল এবং মিসরে অশান্তি স্থাপনের নজির দেখিয়েছে । শেষমেষ তাদের নেতা রাস্ট্রপতি থেকে সরাসরি মৃত্যুদন্ড সাজা পেয়ে জেলখানায় বন্দী হয়েছে ।
'জামায়াতে ইসলামী' নামক দলটি পৃথিবীব্যাপী অশান্তি স্থাপনের জন্য জ্বলন্ত উদাহরণ হয়ে দেখা দিয়েছে । আল-কায়েদার মত এই দলটি বিশ্বব্যাপী নিষিদ্ধ হওয়া প্রয়োজন । এবং আন্তর্জাতীক ভাবে এই দলের সকল নেতাদের নিষিদ্ধ ঘোষণা করে গণগ্রেফতার ও সাজার আবশ্যকতা দেখা দিয়েছে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম

২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১২:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ধর্ম ভিত্তিক সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা উচিত। শুধু জামায়াত নয়, শিভ-সেনাকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিলো। এই ধরনের দ্বৈত আচরণ শুধু ধর্মভিত্তিক বিভেদকেই উস্কানী দিচ্ছে।

৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১২:৫০

হাসাস হোসেন বলেছেন: সময়ের দাবি

৪| ০২ রা মার্চ, ২০১৯ ভোর ৬:৩৫

জগতারন বলেছেন:
ইফতেখার ভূইয়া বলেছেন:
ধর্ম ভিত্তিক সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা উচিত। শুধু জামায়াত নয়, শিভ-সেনাকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিলো। এই ধরনের দ্বৈত আচরণ শুধু ধর্মভিত্তিক বিভেদকেই উস্কানী দিচ্ছে।

সহমত !!!

৫| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ বানিয়েছেন ইসলাম আর শয়তান বানিয়েছে জামাত ইসলাম।

৬| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশে জামাতে ইসলামীকে চিরতরে নিষিদ্ধ করা হোক।

৭| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:১২

নাহিদ০৯ বলেছেন: জামায়েত ইসলাম দলটি জনগনের মন থেকে এমনিতেই নিষিদ্ধ হয়ে গেছে। অন্ততঃ বাংলাদেশের মানুষের মন থেকে জামাত চিরতরে মুছে গেছে। কিছু যারা আছে তারা ছাগলের পর্যায়ের বুদ্ধি নিয়ে চলে।

তবে জামাতের নামের টিকে থাকা আ।লীগ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন। বিভিন্ন বক্তব্যতে জামাত ইস্যু তুলে নিজেদের দূর্বলতা ঢেঁকে ফেলা যায়, এখানে সেখানে যে কোন ঘটনা চাপা দিয়ে জামাত নাম নেয়া যায়। একটা পুরো টার্ম ই এই একটা ইস্যুতে পার করে দেয়া যায়।

তাই আমি আপনি চাইলেই নিষিদ্ধ হবে না। যেদিন আ।লীগ মনে করবে জামাত ইস্যু দিয়ে জনগন আর খাচ্ছে না তখন এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে।

৮| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: নাহিদ০৯ এর সাথে একমত, হা হা হা
সত্য বলেছেন নাহিদ০৯। জামাতের উদ্ধৃতি
দিয়ে দিয়ে আজ এসকার টিকে আছে।
তাইতো বলি আওয়ামী কেন জামাত নিশিদ্ধ
করল না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.