নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

করোনা থেকে সর্বধর্মীয় শিক্ষা ।

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

করোনা ভাইরাস যে শুধু মুসলিম কালচার শেখাচ্ছে তা নয়, জেনে নিন কি কি শেখাচ্ছে।
*এলকোহল দিয়ে জীবাণু ধ্বংস করা পদ্ধতি= নাস্তিকতার লক্ষণ, নাস্তিকরা উচ্চমাত্রায় এলকোহলে আসক্ত।
* হাত ধৌত করা=ইহুদী ও মুসলিম কালচার শেখাচ্ছে।
*মৃত ব্যক্তিকে এলাকার গোরস্থানে দাফনে বিরোধীতা= বর্বর ধর্ম শেখাচ্ছে ।
*মৃত দেহকে পুড়িয়ে ফেলা = প্যাগান ধর্ম শিক্ষা দিচ্ছে ।
*আক্রান্ত পরিবারের সহায়তায় জনগণকে পাশে না দাঁড়াতে = ইম্মুলিজম ধর্ম শেখাচ্ছা ।
*সালামের পর হ্যান্ডসেক না করা=হিন্দু ধর্মের নমস্কার পদ্ধতি শেখাচ্ছে।
*আগুনে হাত শেকা= পারস্যের পারশিয়ান ধর্মের পবিত্রতার পদ্ধতি শেখাচ্ছে।
* হাফ প্যান্ট পরিহার করে ফুলপ্যান্ট এবং পায়ের গোড়ালি ঢেকে জুতা পরা = খ্রিষ্টান কালচার শেখাচ্ছে।
*নিরামিষ থেতে = জৈন ধর্ম শেখাচ্ছে ।
*মুখ ঢেকে রাখা =হিজাবী কালচার শেখাচ্ছে।
তাই বলা যায়, করোনাকে মুসলিমরা শুধু ব্যক্তিগত ধর্মের সহায়ক বা আল্লাহর সোলজার না ভেবে বরং সবার জন্য শিক্ষা মনে করুণ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: জানলাম।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: Right

৩| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

একনিষ্ঠ অনুগত বলেছেন: ১। ঔষধ হিসেবে অনেক হারাম জিনিসই ব্যবহার জায়েজ আছে। যতটুকু হলে ঔষধের মাত্রায় থাকে।
২। হাত, পা, মুখ, কান, চোখ, কান, ঘাড়, মাথা আরও অনেক কিছুই নিয়মিত ধৌত করা লাগে ইসলামে।
৩। করোনায় মৃত কে দাফন করলে সমস্যা নেই বলেই মনে করা হয়।
৪। কারও ধর্ম মতে মৃতকে পোড়ালে তাঁরা পোড়াতে পারেই, তবে অর্থ ব্যয়। বিজ্ঞানের দৃষ্টিতে পরিবেশ দুষিত হয়।
৫। অসহায় এবং দুঃস্থ লোকের সেবা সাওয়াবের কাজ। তবে করোনা রোগী হলে ব্যাক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পরিধান জরুরী।
৬। সালাম ইসলামের সৌন্দর্য। মুসাফাহা, মুয়ানাকা সংক্রামক রোগীর বেলায় না করার সুযোগ রয়েছে।
৭। গোড়ালি না ঢাকার হুকুম পুরুষের জন্য, নারীর জন্য নয় আর এটা কেবল সাধারণ ও স্বাভাবিক চলাফেরার সময়। এবং যে পোশাক উপরের দিক থেকে ঝুলে থাকে তা দিয়ে গোড়ালি ঢাকা যাবে না। কিন্তু মোজা দিয়ে গোড়ালি ঢেকে রাখা যায়।
৮। মাছ মাংস কাঁচা খাওয়া জায়েজ নয়।
৯। পর্দা করা মুসলিম নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। নারী পুরুষের পর্দার ভিন্নতা রয়েছে।

আমি করোনা হতে এই শিক্ষাগুলো পাচ্ছি, যা মুলত ইসলামেরই শিক্ষা।

৪| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

একনিষ্ঠ অনুগত বলেছেন: ৮। মাছ, এবং হালাল পশুর মাংস কাঁচা খাওয়া জায়েজ তবে যদি তা কারও জন্য ক্ষতির কারণ হয় তবে তার জন্য খাওয়া উচিৎ হবে না। অনেকে কাঁচা খাওয়াকে মাকরূহ বলেছেন।

৫| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: করোনা থেকে শিক্ষা নেওয়া দরকার।
ক'দিন পর ভুলে গেলে চলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.