নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

সব কিছুতে ধর্মীয় ব্যাখ্যা, সেটাও নিজের মতো করে !

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪

কিছু লোক শেয়ার দিয়েছেন মার্কিনী গবেষকবৃন্দ নাকি বলেছেন বিশ্বে প্রথম মহামারীতে হোম কোয়ারিন্টিনের কথা রসুলুল্লাহ (সা) বলেছেন।
আমি ত দেখি মহামারী ও হোম কোয়ারিন্টিনের কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টেই উল্লেখ আছে।
মোসি যখন মিসরে ফারাওকে বনী ইসরায়েলিদের আজাদি চাইলেন তখন ফারাও মানেনি, আর এতেই ১০ টি মহামারী দেখা দিয়েছিলো। এই ঘটনাগুলি পরবর্তিতে পবিত্র কোরআন শরিফেও স্থান পেয়েছে।
এই মহামারী তে মুসার অনুসারীরা মিসর ত্যাগ করেনি বরং হোম কোয়ারেন্টিনেই ছিলেন।
প্রাসাদে প্রাসাদে ব্যাঙ, মাঠে পঙ্গপাল, বালু থেকে উকুন, পানি রক্তে পরিণত হওয়া থেকে শুরু করে প্রতিটি বাড়ির বড় সন্তানের মৃত্যু।
এসময় ঈশ্বর মোসিকে বলেছিলেন, তোমার জাতির লোকদের বলো তারা যেন গৃহ থেকে বের না হয়, আর প্রতিটি বাড়ির সামনে দরজাতে কুরবানির রক্ত লেপে দেয়। এতে মহামারি সেই গৃহে প্রবেশ করবেনা। ঘটনা তাই হল, মিসরীয় সকলের বাড়ির প্রথম সন্তান মারাগেলো আর ইসরাইলী সকলেই বেঁচে রইলো।
তাহলে রসুলুল্লাহ (সা) এর চাইতে অনেক আগেই মহামারী বিষয়ে ধারণা ও হোম কোয়ারেন্টিন কি তা স্পষ্টত আহলে কিতাবে উল্লেখ আছে।
তাহলে এই মিথ্যাচার করে কিছু লোকের লাভ কি? রসুলুল্লাহ (সা) হাদিসে যা বলেছেন যা কোরআনে আছে তা পালনের জন্য যথেষ্ট, মিথ্যাচার করে ধর্ম প্রচার হয়না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো- ধর্ম দিয়ে জীবন চলে না।
সূরা পড়ে করোনা থেকে বাঁচা যায় না।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি যা বলার চেষ্টা করেছেন তার উত্তর হলো বাইবেলের প্রতিবছর এডিশন হয়। মানুষের মনগড়া কথা
ঢোকে যায়। আসমানী কিতাব গুলো সময়ের সাথে পূর্ণতা
লাভ করেছে। আর কোরআন সবশেষ আসমানী কিতাব।
এবং এটি এডিশন যোগ্য নহে। খৃষ্টান দের নবী ঈসা আঃ পৃথিবীতে আসতে রসুল সা এর উম্মত হিসেবে নবী নয়।
কোরআনে পূর্ব বর্তী নবীদের ঘটনা আছে অন্য আসমানী কিতাবেও আছে। সব আসমানী কিতাব এক এবং অদ্বিতীয় আল্লাহর থেকে এসেছে এটাই আসল কথা। আর আল্লাহর মনোনীত কিতাব এই সময় থেকে কেয়ামত পর্যন্ত একমাত্র আলকুরআন। অন্য কোন আসমানী গ্রন্থের সাথে এখন আল্লাহর ওয়াদা নাই ওয়াদা শুধু অবিকৃত কোরআন জানা এবং মানার মধ্যে।

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৩

মেহেদীহাসান- বলেছেন: মনগড়া কথা বলবেননা, গত ২৫ বছর ধরে বাইবেলের বিভিন্ন এডিশন আমার কাছে আছে । সাধু চলিত সব মিলিয়া শাব্দিক ভিন্নতা থাকলেও অর্থ সব এক । কোন অমিল নেই ।

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

মেহেদীহাসান- বলেছেন: বনী ইসারইল সুরা পড়ুন , ঘটনা যেটা লিখেছি তা আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.