নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

বড় বড় কথার বড় বড় পুতোপবিত্র বক্তারা কোথায় ?

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

কুম্ভকর্ণের নাকি ৬ মাস ঘুম ছিল, আর ৬ মাস জাগতো।
আমাদের দেশে ১ লক্ষ ২ লক্ষ রেটের হেলিকপ্টার হুজুরগুলো কেমন যেন কুম্ভকর্ণের ঘুম দিয়েছে। কারও দেখা নেই, এরা আবার শীতকালে অতিথি পাখির মতো এসে কিচিরমিচির করে ডাক তুলবে পরিবেশের। বাচ্চাদের পরীক্ষা মানবেনা, রাত ২ টা পর্যন্ত মাইকের উচ্চ শব্দে গর্জন ছাড়বে, আর লক্ষ কোটি কামিয়ে নিবে।
এখন গরমকাল তাই ঘুমিয়ে গেছে কুম্ভর্ণদের আর দেখা নেই।
করোনা ভাইরাসের সময়ে কতো মানুষ মাঠে নেমেছে, সরকারি বিরোধী, রাজনৈতিক সামাজিক, নাস্তিক আস্তিক, পেশাদার স্বেচ্ছাসেবি, দেশি বিদেশি, নাট্যগোষ্ঠী শিল্পগোষ্ঠী সবাই। এমনকি দূরদেশ থেকে নাসরা খ্রিষ্টান মালোয়ান সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলো ।
যাদের দিনরাত গালি না দিলে মুসলিম বক্তাদের ওয়াজে গলায় জোশ আসেনা, সেই সরকার ও তার দল দিনরাত পরিশ্রম করে চললো মানুষের দুয়ারে দুয়ারে খাবার নিয়ে ।
নেই শুধু তারাই যারা ওয়াজের রেট করে টাকা নেয়া বড় বড় বক্তা।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন:

২| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৩

কুকরা বলেছেন:



৩| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭

কুকরা বলেছেন:


৪| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:১৮

কুকরা বলেছেন:


৫| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:২১

কুকরা বলেছেন:


৬| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

কুকরা বলেছেন:

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬

কুকরা বলেছেন:

৮| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

কুকরা বলেছেন:

৯| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

কুকরা বলেছেন: ছবিটি জুম করলে এই ছবিতে একজন বয়োবৃদ্ধ ব্যাক্তিকে চেয়ারে বসে নির্দেশনা দিতে দেখা যাবে। করোনা ভয়ে লক ডাউন এই নগরে অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে এখানে। একশো বছর পর কোনও গবেষক যখন থিসিস লিখবে তখন সে জানতে পারবে এই বয়োবৃদ্ধ ব্যাক্তিটির নাম ছিলো আল্লামা নুর হোসাইন কাসেমী। সে আরও জানবে, তিনি হুইল চেয়ারে বসে চলাফেরা করতেন। আল্লাহ আল্লামা নুর হোসাইন কাসেমীর হায়াতে বরকত দান করুন।

১০| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

কুকরা বলেছেন:

১১| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩

কুকরা বলেছেন:

১২| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

কুকরা বলেছেন:

১৩| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

কুকরা বলেছেন:

১৪| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫

কুকরা বলেছেন: এরকম ছবি আরও অসংখ্যা দেয়া যাবে। যাদের ব্যাপারে কথা বলতেছেন তাদের সম্পর্খে আপনার ধারণা ঠিক না।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শুনেছি তাদের অনেক টাকা । টাকা দিয়ে তো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।

১৬| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ওয়াজ করা হুজুররা হয়তো তাদের নিজ নিজ অঞ্চলে কাজ করছে আমরা জানি না।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

নীল আকাশ বলেছেন: কুকরা ভাই, ছবিগুলি দেখে খুশি হলাম। এটাই তো স্বাভাবিক। ইসলাম তো আমাদের এই নির্দেসই দিয়েছে।
কিন্তু----
পোস্টদাতার সাথে আমিও জানতে চাই মাইক আর ইউটিউব গরম করা হেলিকপ্টার করে ঘুরে বাড়ানো সেইসব ব্যবসায়ী হুজুররা কোথায় যারা প্রতি ওয়াজেই এক অপরকে কাফের বলে ঘোষনা দিত?

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উলামায়ে কেরামের প্রতি অবজ্ঞা, তাঁদের সঙ্গে উপহাস করার প্রথম ফলাফল হলো অন্তর মরে যাওয়া। সর্বশেষ পরিণাম অনেক ভয়াবহ। কেননা, যারা কোরআন-সুন্নাহর ধারক-বাহকদের নিয়ে হাসিঠাট্টা ও অবজ্ঞা করে তাদের অন্তর থেকে মূল কোরআন-সুন্নাহ ও ইসলামের প্রতি প্রকৃত মূল্যবোধ হারিয়ে যায়। এভাবেই তারা ধীরে ধীরে সিরাতে মুস্তাকিম থেকে, আবার কেউ একেবারে ইসলাম থেকেই সটকে পড়ে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বৃদ্ধ মুসলমান, কোরআনের আদব রক্ষাকারী ও কোরআন অনুযায়ী আমলকারী হাফেজ এবং ন্যায়পরায়ণ বাদশার সম্মান করা মহান আল্লাহর সম্মান করার অন্তর্ভুক্ত।’ (আবু দাউদ : ৪০৫৩)

ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) বলেন, যে ব্যক্তি উলামায়ে কেরামকে অবজ্ঞা করবে তার আখিরাত ধ্বংস হবে। যে ব্যক্তি রাজা-বাদশাদের অবজ্ঞা করবে তার দুনিয়া ধ্বংস হবে। যে ব্যক্তি নিজের ভাইকে অবজ্ঞা করবে তার মানবিকতা ধ্বংস হবে। (সিয়ারু আলামিন নুবালা : ৮/৪০৮) আল্লামা জাইনুদ্দিন ইবনে নুজাইম মিসরি (রহ.) বলেন, ‘যদি কেউ কোনো আলেম বা ফকিহকে ব্যক্তিগত কোনো কারণ ছাড়া (আলেম হওয়ার কারণে) গালি দেয়, তাহলে সে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ (আল-বাহরুর রায়েক : ৫/১৩২)

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ইনারাও দান-খয়রাত করছেন। তবে ক্ষতি যা করার আগেই করে দিয়েছেন। বলেছিলেন, মুসলমানদের করোনা হবে, হলে কোরআন মিথ্যে হয়ে যাবে। একজন তো স্বপ্নযোগে করোনার সাক্ষাৎকারও নিয়েছেন। এখন দেখা যাচ্ছে, করোনা কাউকেই ছাড় দিচ্ছে না।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: এই সমস্ত ভন্ড লোকদের বিচার হওয়া দরকার।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮

প্রািন্ত বলেছেন: এখনও বহু ভন্ড নানা কথা ছড়িয়ে দিচ্ছে। এই মাথামোটারা পৃথিবীর কোন খোঁজ খবর রাখে বলে মনে হয়না। গতকাল এক পাতি মৌলভী বলেছেন এখনও শুধু মুসলমান বিরোধীরাই আক্রান্ত হয়েছে। সারা পৃথিবীতে নাকি কোথাও মুসলমান করোনায় আক্রান্ত হয়নি !!! আগামী শীতালেই হয়তো পুটকী ফাঁটানো চিৎকার দিয়ে বলবে বিধাতা মুসলমান বিরোধীদের উচিত শিক্ষা দিয়েছেন, গোটা পৃথিবীতে একজন মুসলমানও করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি- পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিয়ে এই বিপদ থেকে রক্ষ করো প্রভূ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.