নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদীহাসান-

"সত্যমে-ব-জয়তে"

মেহেদীহাসান- › বিস্তারিত পোস্টঃ

"বিসমিল্লাহ্‌ নিয়ে রাজনীতি বনাম কালামে-পাক এর অবমাননা! "

২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

হযরত ইসমাইল বোখারী (রহ:) একজন এনেক বড় আলেম ছিলেন তার ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি সহীহ বোখারী শরিফ হাদিসের রচয়িতা। তিনি সহীহ হাদিস সংগ্রহে দেশ বিদেশ ভ্রমণ করেন সঠিক রাবাই খুঁজতে। অবশেষে যা তিনি সহীহ হিসেবে মানদণ্ড দেন তা তার ছয় লক্ষ থেকে বাদ দিয়ে ৫৫০০ মতো হাদিস টিকে। বাঁকি সব জইফ বলে মত দেন।
এতো বিশুদ্ধ হাদিসের কিতাব লিখেও তিনি হাদিস গ্রন্থের শুরুতে "বিসমিল্লাহ্‌ হির রাহমানির রাহিম" লিখার সাহস করেননি।।
বিসমিল্লাহ্‌ লিখেননি এজন্য যে যদি তার হাদিস গ্রন্থ কারও দ্বারা অসম্মান হয় তবে আল্লাহর কোরআন শরীফের আয়াত "বিসমিল্লাহ্‌ হির রাহমানির রাহিম" এর অমর্যাদা হবে।
তারা কতো যত্নবান ছিলেন আল্লাহ্‌ কালাম বিষয়ে। (সুবহানআল্লাহ..)
অথচ, বাংলাদেশের সাবেক এক সামরিক শাসক ( জিয়াউর রহমান) বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ্‌ আয়াত টি লিখে নিজেকে খুব পূণ্যবান মনে করলো!
তার দল প্লাকার্ড, ফেস্টুন, মার্কা সহ সবখানে বিসমিল্লাহ্‌ লিখে থাকে যা দু চারদিন পর দেয়াল থেকে আঠাঁ খসে ড্রেনে পড়ে থাকে, রাস্তায় পদদলিত হয়। প্রস্রাব খানায় পড়ে থাকতে দেখাযায়!
এমন করে পবিত্র কালাম বিসমিল্লাহ্‌ এর অমর্যাদা জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছে এবং এখনো তাদের মাধ্যমে হয়েই চলেছে।
পবিত্র বোখারী শরিফে বিসমিল্লাহ্‌ লিখার সাহস হয়নি অথচ এরা এভাবেই এই দু:সাহস করেই চলেছে।
যারা বলে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ তাই সংবিধানে বিসমিল্লাহ্‌ থাকতেই হবে, না হলে রক্তগঙ্গা বয়ে যাবে।
তাদের বলবো আগে আমাদের প্রধান সহিহ হাদিস বুখারি সহ যতগুলো হাদিসের কিতাব আছে তাতে বিসমিল্লাহ্‌ লিখো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

আতিকুররহমান আতিক বলেছেন: বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অনেক ফযিলত রয়েছে। এই লাইনটি বলে কোনো কিছু শুরু করলে আল্লাহ তায়ালা তার ওপর রহমত নাযিল করেন। তাই হয়ত সংবিধানে ব্যবহার করা হয়েছে। বোখারী শরীফে কেন ব্যবহার হয়নি তা আমি সঠিক জানি না।
বর্তমান প্রেক্ষিতে কেউ দাড়ি রাখলে, টুপি পড়লে পশ্চিমারা জঙ্গীদের যে চোখে দেখে সেই চোখেই দাড়ি, টুপি ওয়ালা মানুষকে দেখে। তাই বলেকি আমরা আপনারা আল্লাহর নবীর সুন্নত পালন করব না?
আর যারা প্রস্রাবখানায় সেই বিসমিল্লাহ লেখা কাগজ ব্যবহার করে তখন এটা তার নিজের অজ্ঞতার কারনে সেই পবিত্র জিনিসকে অপবিত্রভাবে ব্যবহার করে। এক্ষেত্রে জনগনকে সচেতন হতে হবে। তাই এসব সম্মানিত ও পবিত্র জিনিসের যাতে অপবিত্রভাবে ব্যবহার না হয় তাতে সতর্ক হতে হবে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: তিন লক্ষ হাদীস মুখস্ত করে দেশ তথা সমাজের কি উপকার হয়েছে? এই তিন লক্ষ হাদীস মুখস্ত করার কারনে কি বাজারের জিনিসপত্রের দাম কমে গিয়েছিলো?

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এদেশে ধর্মপালনের চেয়ে রাজনীতি বেশি।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

হাসান ইমরান বলেছেন:
জনাব রাজীব নুর, আপনার মন্তব্যে কেমন জানি সুড়সুড়ি প্রদানকারী সস্তা কথার গন্ধ পাওয়া যাচ্ছে, যেটা আপনার লেখার মানের একদমই যায়না ।
আরেকটু ভাবলে হয়তো এমনটি লিখতেন না। তাই আমাদের উচিত আমাদের নিউরনে একটু হলেও অনুরণন ঘটানো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.